
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে বহনকারী বিমানটি দিল্লি ছেড়েছে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আজ মঙ্গলবার সকালে দিল্লি থেকে ভারতের প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ছেড়ে যায়। ভারতীয় সময় অনুযায়ী, রাত দেড়টার দিকে তিনি ওয়াশিংটনের অ্যান্ড্রুস এয়ারফোর্স ঘাঁটিতে নামবেন। সেখানে একদল ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান তাঁকে স্বাগত জানাবেন।
বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। বৃহস্পতিবার, অর্থাৎ ২২ জুন মোদির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক হওয়ার কথা। এই বৈঠকের দিকে তাকিয়ে আছে আন্তর্জাতিক মহল। বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর মোদির সঙ্গে এই প্রথমবার দ্বিপক্ষীয় পূর্ণাঙ্গ আলোচনা হতে চলেছে।
সফরের আগে নরেন্দ্র মোদি বলেছেন, ‘এই বিশেষ আমন্ত্রণ আমাদের গণতন্ত্রের মধ্যে অংশীদারত্বের শক্তি ও প্রাণশক্তির প্রতিফলন।’
মোদি বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে মার্কিন যুক্তরাষ্ট্রে আমার সফর গণতন্ত্র, বৈচিত্র্য ও স্বাধীনতার যৌথ মূল্যবোধের ভিত্তিতে আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায়।’
এই বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হতে চলেছে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি ও বিকাশে দুই দেশের পারস্পরিক সহযোগিতা। পাশাপাশি শিল্প ও বাণিজ্যে সহযোগিতা বাড়ানো নিয়েও কথা বলবেন মোদি-বাইডেন। আলোচনায় টেলিকম, মহাকাশ গবেষণায় বিনিয়োগসংক্রান্ত কথাবার্তাও উঠে আসবে বলে জানান পররাষ্ট্রসচিব বিনয়মোহন কোয়াত্রা।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে বহনকারী বিমানটি দিল্লি ছেড়েছে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আজ মঙ্গলবার সকালে দিল্লি থেকে ভারতের প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ছেড়ে যায়। ভারতীয় সময় অনুযায়ী, রাত দেড়টার দিকে তিনি ওয়াশিংটনের অ্যান্ড্রুস এয়ারফোর্স ঘাঁটিতে নামবেন। সেখানে একদল ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান তাঁকে স্বাগত জানাবেন।
বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। বৃহস্পতিবার, অর্থাৎ ২২ জুন মোদির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক হওয়ার কথা। এই বৈঠকের দিকে তাকিয়ে আছে আন্তর্জাতিক মহল। বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর মোদির সঙ্গে এই প্রথমবার দ্বিপক্ষীয় পূর্ণাঙ্গ আলোচনা হতে চলেছে।
সফরের আগে নরেন্দ্র মোদি বলেছেন, ‘এই বিশেষ আমন্ত্রণ আমাদের গণতন্ত্রের মধ্যে অংশীদারত্বের শক্তি ও প্রাণশক্তির প্রতিফলন।’
মোদি বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে মার্কিন যুক্তরাষ্ট্রে আমার সফর গণতন্ত্র, বৈচিত্র্য ও স্বাধীনতার যৌথ মূল্যবোধের ভিত্তিতে আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায়।’
এই বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হতে চলেছে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি ও বিকাশে দুই দেশের পারস্পরিক সহযোগিতা। পাশাপাশি শিল্প ও বাণিজ্যে সহযোগিতা বাড়ানো নিয়েও কথা বলবেন মোদি-বাইডেন। আলোচনায় টেলিকম, মহাকাশ গবেষণায় বিনিয়োগসংক্রান্ত কথাবার্তাও উঠে আসবে বলে জানান পররাষ্ট্রসচিব বিনয়মোহন কোয়াত্রা।

প্রায় সিকি শতাব্দী ধরে রাশিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন ভ্লাদিমির পুতিন। বিশ্ব রাজনীতির অন্যতম প্রভাবশালী এই নেতার মুখ ও বক্তব্য অহরহ দেখা গেলেও তাঁর ব্যক্তিগত জীবন আজও রয়ে গেছে কঠোর গোপনীয়তার আড়ালে। রাষ্ট্রীয় প্রচারণা যন্ত্রের ছাঁকনি পেরিয়ে পুতিনের পারিবারিক জীবনের খুব কম তথ্যই জনসমক্ষ
৫ ঘণ্টা আগে
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ হিসেবে অভিহিত করে বলেন, ইরানি জাতি বরাবরের মতোই শত্রুদের হতাশ করবে।
৫ ঘণ্টা আগে
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মেয়র হিসেবে প্রথম দিনেই মামদানি তাঁর আসল চেহারা দেখিয়েছেন। তিনি ইহুদি-বিদ্বেষের আন্তর্জাতিক সংজ্ঞা (আইএইচআরএ) বাতিল করেছেন এবং ইসরায়েল বয়কটের ওপর থেকে বিধিনিষেধ তুলে নিয়েছেন। এটি নেতৃত্ব নয়, বরং এটি খোলা আগুনে ইহুদি-বিদ্বেষী ঘি ঢালার সমান।
৬ ঘণ্টা আগে
গত মাসে এসটিসি এই অঞ্চলটি দখলের পর সৌদি জোটের পক্ষ থেকে এটিই প্রথম সরাসরি প্রাণঘাতী হামলা। এর আগে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী হাজরামাউতের সামরিক স্থাপনাগুলো ‘শান্তিপূর্ণভাবে’ নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেয়। কিন্তু ওই ঘোষণা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিমান হামলা শুরু হয়।
৮ ঘণ্টা আগে