
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি হতে পারেননি এক অন্তঃসত্ত্বা নারী। পরে পথেই তাঁকে সন্তানের প্রসব করতে হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যে। স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআইর একটি প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
এই ঘটনায় তেলেঙ্গানা রাজ্যের নাগারকুর্নুল জেলার আচমপেট গ্রামের একটি কমিউনিটি হেলথ সেন্টারের সুপারিনটেনডেন্ট ও কর্তব্যরত চিকিৎসককে বরখাস্ত করা হয়েছে।
স্বাস্থ্য কর্মকর্তা জানান, ভুক্তভোগী নারী গতকাল মঙ্গলবার হাসপাতালে ভর্তি হতে চেয়েছিলেন। তবে ভর্তি না নেওয়ায় হাসপাতালের পাশের একটি রাস্তায় সন্তানের জন্ম দেন তিনি।
স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, ওই নারী হাসপাতালে ভর্তি হওয়ার আগে তাঁর করোনা পরীক্ষা করানো হয়। ওই পরীক্ষায় তাঁর ফল পজিটিভ আসে। পরে তাঁকে অন্য হাসপাতালে ভর্তি হওয়ার জন্য বলা হয়। এই ঘটনার পর ওই নারী হাসপাতালের বাইরে সন্তানের জন্ম দেন। পরে তাঁকে হাসপাতালে আবার আনা হয়।
এই ঘটনার জানাজানি হলে তেলেঙ্গানা সরকারের স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের বৈদ্য বিধান পরিষদের কমিশনার ডা. কে রমেশ রেড্ডি হাসপাতালের সুপারিনটেনডেন্ট ও কর্তব্যরত চিকিৎসককে বরখাস্ত করেছেন।
ডা. কে রমেশ রেড্ডি জানান, করোনা আক্রান্ত হলেও অন্তঃসত্ত্বা নারীদের ভর্তি নেওয়ার জন্য সব সরকারি হাসপাতালকে এরই মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, দুই চিকিৎসককে জনস্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের কাছে আত্মসমর্পণ করেছেন।
নাগারকুর্নুল জেলা হাসপাতালের সুপারিনটেনডেন্টকে এই ঘটনার তদন্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি হতে পারেননি এক অন্তঃসত্ত্বা নারী। পরে পথেই তাঁকে সন্তানের প্রসব করতে হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যে। স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআইর একটি প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
এই ঘটনায় তেলেঙ্গানা রাজ্যের নাগারকুর্নুল জেলার আচমপেট গ্রামের একটি কমিউনিটি হেলথ সেন্টারের সুপারিনটেনডেন্ট ও কর্তব্যরত চিকিৎসককে বরখাস্ত করা হয়েছে।
স্বাস্থ্য কর্মকর্তা জানান, ভুক্তভোগী নারী গতকাল মঙ্গলবার হাসপাতালে ভর্তি হতে চেয়েছিলেন। তবে ভর্তি না নেওয়ায় হাসপাতালের পাশের একটি রাস্তায় সন্তানের জন্ম দেন তিনি।
স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, ওই নারী হাসপাতালে ভর্তি হওয়ার আগে তাঁর করোনা পরীক্ষা করানো হয়। ওই পরীক্ষায় তাঁর ফল পজিটিভ আসে। পরে তাঁকে অন্য হাসপাতালে ভর্তি হওয়ার জন্য বলা হয়। এই ঘটনার পর ওই নারী হাসপাতালের বাইরে সন্তানের জন্ম দেন। পরে তাঁকে হাসপাতালে আবার আনা হয়।
এই ঘটনার জানাজানি হলে তেলেঙ্গানা সরকারের স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের বৈদ্য বিধান পরিষদের কমিশনার ডা. কে রমেশ রেড্ডি হাসপাতালের সুপারিনটেনডেন্ট ও কর্তব্যরত চিকিৎসককে বরখাস্ত করেছেন।
ডা. কে রমেশ রেড্ডি জানান, করোনা আক্রান্ত হলেও অন্তঃসত্ত্বা নারীদের ভর্তি নেওয়ার জন্য সব সরকারি হাসপাতালকে এরই মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, দুই চিকিৎসককে জনস্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের কাছে আত্মসমর্পণ করেছেন।
নাগারকুর্নুল জেলা হাসপাতালের সুপারিনটেনডেন্টকে এই ঘটনার তদন্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে নির্মাণাধীন ওভারহেড রেলপথের ক্রেন ভেঙে চলন্ত যাত্রীবাহী ট্রেনের ওপর পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬৬ জন। আহতদের মধ্যে এক বছরের একটি শিশু ও ৮৫ বছর বয়সী একজন বৃদ্ধও রয়েছেন। আহত সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৩৩ মিনিট আগে
২০২৮ সালের লন্ডন মেয়র নির্বাচনে বর্তমান মেয়র সাদিক খানের বিরুদ্ধে লড়তে কোমর বেঁধে মাঠে নেমেছে রিফর্ম ইউকে। দলটির পক্ষ থেকে ওয়েস্টমিনস্টার সিটি কাউন্সিলের বর্তমান কাউন্সিলর লায়লা কানিংহামের নাম ঘোষণা করা হয়েছে।
৩৭ মিনিট আগে
ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্নায়ুযুদ্ধ এখন সংঘাতের দোরগোড়ায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের সমর্থনে সামরিক হস্তক্ষেপের প্রচ্ছন্ন হুমকি দেওয়ার পর তেহরান সাফ জানিয়ে দিয়েছে, হামলা হলে তারা কেবল যুক্তরাষ্ট্র নয়, বরং যেসব প্রতিবেশী দেশে মার্কিন..
১ ঘণ্টা আগে
দুই বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি সামরিক অভিযানে গাজা উপত্যকা আজ শিশুদের জন্য এক ভয়াবহ নরকে পরিণত হয়েছে। আহত, পঙ্গু ও মানসিকভাবে বিপর্যস্ত ফিলিস্তিনি শিশুরা এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে—যেখানে শৈশব, শিক্ষা ও স্বপ্ন সবই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে।
১ ঘণ্টা আগে