
ভারতের মহারাষ্ট্রে ভূমিধসের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। ঘটনাস্থলটি পাহাড়ি অঞ্চলে এবং দুর্ঘটনাস্থল কোথাও কোথাও ১০ থেকে ২৯ ফুট গভীর হওয়ায় সেখানে আরও কয়েকজন চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় এই ভূমিধসের ঘটনা ঘটে। ঘটনাস্থলে উদ্ধারকারী দলের সদস্যরা সনাতন পদ্ধতিতে মাটি খুঁড়ে তাদের উদ্ধারের চেষ্টা করছে। গতকাল বুধবার থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রের রায়গড়ে টানা বৃষ্টিপাতের ফলে এই ভূমিধসের ঘটনা ঘটেছে।
এদিকে, ভারতের আবহাওয়া অধিদপ্তর পরবর্তী দুই দিনের জন্য খারাপ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। তারা সতর্ক করে বলেছে, এর ফলে বিদ্যুৎ বিভ্রাট ও যান চলাচল ব্যাহত হতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, সামনে আরও ভারী বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে।
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এক টুইটে বলেন, ‘রাতে ভারী বৃষ্টিপাত ও অন্ধকারে উদ্ধারকাজ ব্যাহত হলেও সকাল থেকে পুরোদমে উদ্ধারকাজ চলেছে।’ প্রাথমিক তথ্য মতে, ঘটনাস্থলে মোট ৪৮ পরিবারের মধ্যে ১৭টি পরিবার এই দুর্ঘটনায় আক্রান্ত হয়েছে। এরই মধ্যে ৭৫ জনকে উদ্ধার করা হয়েছে এবং এখন পর্যন্ত ১০ জন নিহত হয়েছে।
দেবেন্দ্র ফড়নবিস জানিয়েছেন, আহতদের তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং রাজ্য সরকার যা করার প্রয়োজন তা করবে। এ ছাড়া, আহতদের চিকিৎসার যাবতীয় খরচ রাজ্য সরকার বহন করবে বলেও ঘোষণা দেন তিনি।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর তথ্যমতে, রায়গড় পুলিশ ১০০ সদস্য বিশিষ্ট একটি উদ্ধার দল পাঠিয়েছে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের বরাত দিয়ে বলা হয়েছে, যেখানে ঘটনাটি ঘটছে সেখানে যেতে প্রায় ৩ কিলোমিটার পথ পাড়ি দিতে হয় এবং ঘটনাস্থলটি ১০–২৯ মিটার গভীর হওয়ায় উদ্ধারকাজে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা যাচ্ছে না বরং সনাতন পদ্ধতি ব্যবহার করে উদ্ধার কাজ পরিচালনা করা হচ্ছে।

ভারতের মহারাষ্ট্রে ভূমিধসের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। ঘটনাস্থলটি পাহাড়ি অঞ্চলে এবং দুর্ঘটনাস্থল কোথাও কোথাও ১০ থেকে ২৯ ফুট গভীর হওয়ায় সেখানে আরও কয়েকজন চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় এই ভূমিধসের ঘটনা ঘটে। ঘটনাস্থলে উদ্ধারকারী দলের সদস্যরা সনাতন পদ্ধতিতে মাটি খুঁড়ে তাদের উদ্ধারের চেষ্টা করছে। গতকাল বুধবার থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রের রায়গড়ে টানা বৃষ্টিপাতের ফলে এই ভূমিধসের ঘটনা ঘটেছে।
এদিকে, ভারতের আবহাওয়া অধিদপ্তর পরবর্তী দুই দিনের জন্য খারাপ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। তারা সতর্ক করে বলেছে, এর ফলে বিদ্যুৎ বিভ্রাট ও যান চলাচল ব্যাহত হতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, সামনে আরও ভারী বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে।
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এক টুইটে বলেন, ‘রাতে ভারী বৃষ্টিপাত ও অন্ধকারে উদ্ধারকাজ ব্যাহত হলেও সকাল থেকে পুরোদমে উদ্ধারকাজ চলেছে।’ প্রাথমিক তথ্য মতে, ঘটনাস্থলে মোট ৪৮ পরিবারের মধ্যে ১৭টি পরিবার এই দুর্ঘটনায় আক্রান্ত হয়েছে। এরই মধ্যে ৭৫ জনকে উদ্ধার করা হয়েছে এবং এখন পর্যন্ত ১০ জন নিহত হয়েছে।
দেবেন্দ্র ফড়নবিস জানিয়েছেন, আহতদের তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং রাজ্য সরকার যা করার প্রয়োজন তা করবে। এ ছাড়া, আহতদের চিকিৎসার যাবতীয় খরচ রাজ্য সরকার বহন করবে বলেও ঘোষণা দেন তিনি।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর তথ্যমতে, রায়গড় পুলিশ ১০০ সদস্য বিশিষ্ট একটি উদ্ধার দল পাঠিয়েছে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের বরাত দিয়ে বলা হয়েছে, যেখানে ঘটনাটি ঘটছে সেখানে যেতে প্রায় ৩ কিলোমিটার পথ পাড়ি দিতে হয় এবং ঘটনাস্থলটি ১০–২৯ মিটার গভীর হওয়ায় উদ্ধারকাজে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা যাচ্ছে না বরং সনাতন পদ্ধতি ব্যবহার করে উদ্ধার কাজ পরিচালনা করা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি আরও জোরালো করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেছেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ গ্রহণের পথ থেকে যুক্তরাষ্ট্রের ‘পিছু হটার সুযোগ নেই’ এবং ‘গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
২ ঘণ্টা আগে
অধিকৃত পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) সদর দপ্তর গতকাল মঙ্গলবার ভেঙে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের নেতৃত্বে স্থানীয় সময় সকাল প্রায় ৭টায় ইসরায়েলি বাহিনী ওই কম্পাউন্ডে অভিযান চালায়। অভিযান শেষে মূল ভবনের ওপর
২ ঘণ্টা আগে
ঢাকায় ভারতীয় হাইকমিশনসহ খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে দেশটির সহকারী হাইকমিশন রয়েছে। এসব মিশন থেকেই কূটনীতিক ও অন্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে কূটনীতিকদের জন্য বাংলাদেশকে ‘নন-ফ্যামিলি’ পোস্টিং ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।
৩ ঘণ্টা আগে
গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
১২ ঘণ্টা আগে