Ajker Patrika

‘ভারত জুড়ো’ ডাকে যে কারণে সাড়া দিতে হবে

‘ভারত জুড়ো’ ডাকে যে  কারণে সাড়া দিতে হবে

ভারতে বিজেপির বিরুদ্ধে দাঁড়াতেই পারছে না পুরোনো দল কংগ্রেস। সাংগঠনিকভাবে বিজেপির হাতে কোণঠাসা হচ্ছে দলটি। এর সঙ্গে ভেতরের অসন্তোষ তো রয়েছেই। তবে এবার দলের আবেদন বাড়াতে দারুণ এক উদ্যোগ নিয়েছেন অন্যতম জনপ্রিয় নেতা রাহুল গান্ধী। আগামী ৭ সেপ্টেম্বর ‘ভারত জুড়ো’ ক্যাম্পেইনের ডাক দিয়েছেন তিনি। ৩ হাজার ৬০০ কিলোমিটার হাঁটার এ ক্যাম্পেইনে সাধারণ মানুষকেও আহ্বান জানানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম স্ক্রল ডট ইনের এক প্রতিবেদনে সাংবাদিক বিবেক দেশপাণ্ডে বলেছেন, এই ক্যাম্পেইনে ভারতের সাধারণ নাগরিকদের অংশ নেওয়া উচিত। বর্তমান আর্থসামাজিক অবস্থা বিবেচনায় এটি কেবল বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের রাজনৈতিক কার্যক্রম নয়, মানুষের কথা বলার জায়গাও।

বিবেক দেশপাণ্ডের মতে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নেতৃত্বাধীন বিজেপিতে সাম্প্রদায়িকতা ব্যাপক বেড়েছে। এর বিরুদ্ধে ভারতের সাধারণ নাগরিকদের অবশ্যই কথা বলা উচিত। এ জন্য এদের কাছে এই ক্যাম্পেইন হচ্ছে অন্যতম সুযোগ।

এই ক্যাম্পেইন নিজেদের ফিরে পাওয়ার জন্য কংগ্রেসের কাছেও গুরুত্বপূর্ণ। ভারতের স্বাধীনতার সঙ্গে যুক্ত থাকা দলটিকেই দেশে সংকটে থাকা গণতন্ত্রের আসল চেহারা ফিরিয়ে আনতে হবে। এতে ধুঁকতে থাকা কংগ্রেসের গ্রহণযোগ্যতাও বাড়বে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত