
মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নগদ অর্থ বিতরণ করতে গিয়ে ধরা পড়েছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাবেক মন্ত্রী বিনোদ তাওড়ে।
রাজ্যের পালঘর জেলার বেরারে এক হোটেল থেকে নগদ টাকা বিলি করার সময় বিরোধী দলের সমর্থকেরা হাতেনাতে ধরেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় বিধায়ক এবং প্রভাবশালী নেতা হিতেন্দ্র ঠাকুর সংবাদমাধ্যমের কাছে এই অভিযোগ করেছেন।
হিতেন্দ্র ঠাকুর জানান, তাঁর দলের সমর্থকেরা ওই হোটেলে বিজেপি নেতার ঘর ঘেরাও করেন এবং সেখান থেকে প্রায় ৫ কোটি রুপি উদ্ধার করেন। পাশাপাশি একটি ডায়েরি পাওয়া গেছে, যেখানে দাবি করা হয়েছে যে, বিতরণের জন্য মোট ১৫ কোটি রুপি আনা হয়েছিল। হিতেন্দ্রের ছেলে এবং নালাসোপাড়ার বিধায়ক ক্ষিতিজ ঠাকুরও এই ঘটনার সঙ্গে জড়িত বলে জানা গেছে।
সংবাদমাধ্যমে এই সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এ বিষয়ে এরই মধ্যে নির্বাচন কমিশন হস্তক্ষেপ করেছে। নির্বাচন কমিশনের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, বিনোদ তাওড়ের হোটেল কক্ষ থেকে ৯ লাখ ৯৩ হাজার রুপি উদ্ধার করা হয়েছে।

এদিকে, নির্বাচনী প্রচারণা শেষ হওয়ার পরে বহিরাগত বিজেপি নেতা কেন পালঘর এলাকায় উপস্থিত ছিলেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধী নেতা হিতেন্দ্র ঠাকুর।
বিনোদ তাওড়ে মহারাষ্ট্রের সাবেক শিক্ষামন্ত্রী এবং বর্তমানে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি একসময় মহারাষ্ট্র বিধানসভার বিরোধী দলীয় নেতা ছিলেন। বিজেপির ফড়নবীস সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন তিনি।
বিরোধী দলের অভিযোগ এবং নগদ অর্থ বিতরণ নিয়ে বিজেপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নগদ অর্থ বিতরণ করতে গিয়ে ধরা পড়েছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাবেক মন্ত্রী বিনোদ তাওড়ে।
রাজ্যের পালঘর জেলার বেরারে এক হোটেল থেকে নগদ টাকা বিলি করার সময় বিরোধী দলের সমর্থকেরা হাতেনাতে ধরেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় বিধায়ক এবং প্রভাবশালী নেতা হিতেন্দ্র ঠাকুর সংবাদমাধ্যমের কাছে এই অভিযোগ করেছেন।
হিতেন্দ্র ঠাকুর জানান, তাঁর দলের সমর্থকেরা ওই হোটেলে বিজেপি নেতার ঘর ঘেরাও করেন এবং সেখান থেকে প্রায় ৫ কোটি রুপি উদ্ধার করেন। পাশাপাশি একটি ডায়েরি পাওয়া গেছে, যেখানে দাবি করা হয়েছে যে, বিতরণের জন্য মোট ১৫ কোটি রুপি আনা হয়েছিল। হিতেন্দ্রের ছেলে এবং নালাসোপাড়ার বিধায়ক ক্ষিতিজ ঠাকুরও এই ঘটনার সঙ্গে জড়িত বলে জানা গেছে।
সংবাদমাধ্যমে এই সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এ বিষয়ে এরই মধ্যে নির্বাচন কমিশন হস্তক্ষেপ করেছে। নির্বাচন কমিশনের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, বিনোদ তাওড়ের হোটেল কক্ষ থেকে ৯ লাখ ৯৩ হাজার রুপি উদ্ধার করা হয়েছে।

এদিকে, নির্বাচনী প্রচারণা শেষ হওয়ার পরে বহিরাগত বিজেপি নেতা কেন পালঘর এলাকায় উপস্থিত ছিলেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধী নেতা হিতেন্দ্র ঠাকুর।
বিনোদ তাওড়ে মহারাষ্ট্রের সাবেক শিক্ষামন্ত্রী এবং বর্তমানে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি একসময় মহারাষ্ট্র বিধানসভার বিরোধী দলীয় নেতা ছিলেন। বিজেপির ফড়নবীস সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন তিনি।
বিরোধী দলের অভিযোগ এবং নগদ অর্থ বিতরণ নিয়ে বিজেপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের নীতিনির্ধারকেরা গ্যাবার্ডের পূর্বতন রাজনৈতিক অবস্থান নিয়ে সন্দিহান ছিলেন। তাই তাঁকে এই অভিযানের পরিকল্পনায় সম্পৃক্ত করা হয়নি।
৫ ঘণ্টা আগে
ফক্স নিউজকে ট্রাম্প বলেন, ‘সে (মাচাদো) আগামী সপ্তাহে আমার সঙ্গে দেখা করতে আসছে। আমি তার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছি। আমি নোবেলের বিষয়টি শুনেছি। যদি সে এমন কিছু করে, তবে এটি বড় সম্মানের বিষয় হবে।’
৬ ঘণ্টা আগে
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ডস (আইআরজিসি)। শনিবার (১০ জানুয়ারি) এক বিবৃতিতে তারা বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে রেডলাইন ঘোষণা করে।
৭ ঘণ্টা আগে
মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ কিউবার বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিকে অত্যন্ত ‘শোচনীয়’ হিসেবে বর্ণনা করলেও, দেশটির কমিউনিস্ট সরকারের পতন এখন সময়ের ব্যাপার—এমন কোনো প্রমাণ পায়নি। গত সপ্তাহে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, কারাকাসের সমর্থন...
৯ ঘণ্টা আগে