কলকাতা প্রতিনিধি

ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে পশ্চিমবঙ্গ জুড়ে আজ মঙ্গলবার পালিত হয়েছে ‘খেলা হবে’ দিবস। রাজ্যে বিজেপিকে পিছু হটাতেই নেতা-কর্মীদের চাঙা করতেই পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের এই উদ্যোগ। তবে তৃণমূলের এমন কর্মসূচির জবাবে বিজেপিও আগামী ৭ সেপ্টেম্বর রাজ্য বিজেপির প্রধান কার্যালয় নবান্ন অভিযানের ডাক দিয়েছে। সেই কর্মসূচিতে কর্মীদের ঝান্ডার সঙ্গে ডান্ডাও আনার ডাক দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
এর আগে, ‘খেলা হবে’ স্লোগান দিয়ে বিধানসভা ভোটে বিপুল ভোটে জয়ী হয় তৃণমূল। সরকার গঠনের পর সেই স্লোগানকে বাঁচিয়ে রাখতেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে শুরু হয় ‘খেলা হবে’ দিবস পালন।
আজ মঙ্গলবার সকাল থেকেই তৃণমূলের কর্মী সমর্থকেরা নেমে পড়েন ‘খেলা হবে’ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে। কোথাও বাস্তবেই খেলা হচ্ছে, কোথাও আবার মিছিল-মিটিং থেকে বিজেপির বিরুদ্ধে কথামালার হুংকার বর্ষিত হচ্ছে। রাজ্য সরকারের তরফেও রাজ্যের ৩৪৫টি ব্লক, ১১৯টি পৌরসভা,৬টি পৌর করপোরেশন ও ২৩টি জেলা সদর থেকে শুরু করে সর্বত্র আয়োজন করা হয়েছে ‘খেলা হবে’ দিবস পালনের অনুষ্ঠান।
রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দলীয় কর্মীদের কেন্দ্রীয় সরকারের তদন্তকারী সংস্থার নিরপেক্ষতার দাবিতে রাস্তায় নামার নির্দেশ দিয়েছেন। তাই ‘খেলা হবে’ দিবসে সরকার বিরোধী আন্দোলন কর্মসূচি পালন করে তৃণমূল।
তবে তৃণমূলের এমন কর্মসূচির জবাবে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘কিসের খেলা হবে? এর মধ্যেই তো দুই গোল খেয়ে বসে আছে তৃণমূল!’ তৃণমূলের সদ্য গ্রেপ্তার হওয়া দুই শীর্ষ নেতা পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের গ্রেপ্তার প্রসঙ্গ টেনে এনে তিনি এই মন্তব্য করেন। তৃণমূলের কর্মসূচির জবাবে আগামী ৭ সেপ্টেম্বর বিজেপি রাজ্য সরকারের প্রধান কার্যালয় নবান্ন অভিযানের ডাক দিয়েছে। সেই কর্মসূচিতে কর্মীদের ঝান্ডার সঙ্গে এদিন ডান্ডাও নিয়ে আসার ডাক দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে পশ্চিমবঙ্গ জুড়ে আজ মঙ্গলবার পালিত হয়েছে ‘খেলা হবে’ দিবস। রাজ্যে বিজেপিকে পিছু হটাতেই নেতা-কর্মীদের চাঙা করতেই পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের এই উদ্যোগ। তবে তৃণমূলের এমন কর্মসূচির জবাবে বিজেপিও আগামী ৭ সেপ্টেম্বর রাজ্য বিজেপির প্রধান কার্যালয় নবান্ন অভিযানের ডাক দিয়েছে। সেই কর্মসূচিতে কর্মীদের ঝান্ডার সঙ্গে ডান্ডাও আনার ডাক দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
এর আগে, ‘খেলা হবে’ স্লোগান দিয়ে বিধানসভা ভোটে বিপুল ভোটে জয়ী হয় তৃণমূল। সরকার গঠনের পর সেই স্লোগানকে বাঁচিয়ে রাখতেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে শুরু হয় ‘খেলা হবে’ দিবস পালন।
আজ মঙ্গলবার সকাল থেকেই তৃণমূলের কর্মী সমর্থকেরা নেমে পড়েন ‘খেলা হবে’ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে। কোথাও বাস্তবেই খেলা হচ্ছে, কোথাও আবার মিছিল-মিটিং থেকে বিজেপির বিরুদ্ধে কথামালার হুংকার বর্ষিত হচ্ছে। রাজ্য সরকারের তরফেও রাজ্যের ৩৪৫টি ব্লক, ১১৯টি পৌরসভা,৬টি পৌর করপোরেশন ও ২৩টি জেলা সদর থেকে শুরু করে সর্বত্র আয়োজন করা হয়েছে ‘খেলা হবে’ দিবস পালনের অনুষ্ঠান।
রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দলীয় কর্মীদের কেন্দ্রীয় সরকারের তদন্তকারী সংস্থার নিরপেক্ষতার দাবিতে রাস্তায় নামার নির্দেশ দিয়েছেন। তাই ‘খেলা হবে’ দিবসে সরকার বিরোধী আন্দোলন কর্মসূচি পালন করে তৃণমূল।
তবে তৃণমূলের এমন কর্মসূচির জবাবে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘কিসের খেলা হবে? এর মধ্যেই তো দুই গোল খেয়ে বসে আছে তৃণমূল!’ তৃণমূলের সদ্য গ্রেপ্তার হওয়া দুই শীর্ষ নেতা পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের গ্রেপ্তার প্রসঙ্গ টেনে এনে তিনি এই মন্তব্য করেন। তৃণমূলের কর্মসূচির জবাবে আগামী ৭ সেপ্টেম্বর বিজেপি রাজ্য সরকারের প্রধান কার্যালয় নবান্ন অভিযানের ডাক দিয়েছে। সেই কর্মসূচিতে কর্মীদের ঝান্ডার সঙ্গে এদিন ডান্ডাও নিয়ে আসার ডাক দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইয়েমেনের বন্দরনগরী মুকাল্লার কাছে এক বিমানঘাঁটিতে বিস্ফোরক মজুত করেছে এবং সেখানে একটি গোপন ভূগর্ভস্থ বন্দিশালা পরিচালনা করছে, এমন অভিযোগ করেছেন ইয়েমেন সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
৩৩ মিনিট আগে
ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের কাছে হস্তান্তরের পরিকল্পনাকে ‘চরম বোকামি’ এবং ‘জাতীয় নিরাপত্তার জন্য বিশাল হুমকি’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টে ট্রাম্প এমন বার্তা দেন।
১ ঘণ্টা আগে
সৌদি আরবের শ্রমবাজারে স্থানীয় নাগরিকদের অংশীদারত্ব বাড়াতে এবং বেকারত্ব হ্রাসে বড় ধরনের এক সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বিপণন ও বিক্রয় সংক্রান্ত ১৮টি বিশেষ পেশায় এখন থেকে অন্তত ৬০ শতাংশ সৌদি নাগরিক নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করেছে।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার দাবির বিরোধিতা করলে ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের যে হুমকি তিনি দিয়েছেন, তা তিনি ‘শতভাগ’ বাস্তবায়ন করবেন। গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বের পক্ষে ইউরোপীয় মিত্ররা একযোগে অবস্থান নিয়েছে।
১ ঘণ্টা আগে