
ভারতের রাজস্থানের আজমির শরিফে গেলেন আদানি গ্রুপের চেয়ারম্যান ধনকুবের গৌতম আদানি। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী প্রীতি আদানি। খাজা মইনুদ্দিন চিশতির সমাধিতে মখমলের চাদর ও ফুল বিছিয়ে দেন তাঁরা। আদানি পরিবারকে স্বাগত জানান আজমির শরিফ এবং চিশতি ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজি সায়েদ সালমান চিশতি। তিনি বলেন, ‘তিনি (গৌতম আদানি) সারা দেশের জন্য প্রার্থনা করেছেন।’
আজমির শরিফ ভারতবর্ষের অন্যতম পবিত্র তীর্থস্থান হিসেবে বিবেচিত। শত শত বছর ধরে এই দরগাহতে আসেন সব ধর্মাবলম্বীরা। সুফি সাধক খাজা মইনুদ্দিন চিশতির সমাধি এখানে। তাঁর ধর্মনিরপেক্ষ শিক্ষা অনুসারে, এই মাজার সব ধর্ম ও বিশ্বাসের মানুষের জন্য উন্মুক্ত। মানবতা, প্রেম, সহিষ্ণুতা ও সৃষ্টিকর্তার প্রতি ভক্তি প্রচার ছিল খাজা মঈনুদ্দিন চিশতির জীবনকর্মের মূল বার্তা। দুনিয়াজুড়ে তিনি ‘গরিবে নেওয়াজ’ নামে পরিচিত।
স্বর্ণ ও মার্বেল পাথরের তৈরি সমাধিটি রুপার রেলিং ও মার্বেল পর্দা দিয়ে ঘেরা। সম্রাট আকবর প্রতিবছর আজমির শরিফে তীর্থযাত্রায় আসতেন। এই দরগাহতে তিনি ও সম্রাট শাহজাহান মসজিদ নির্মাণ করেছিলেন।

খাজা মইনুদ্দিন চিশতির সম্মানে বার্ষিক ওরস উপলক্ষে গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষে সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজমির শরিফে খাজা মইনুদ্দিন চিশতির সমাধিতে চাদর চড়ান। এ সময় তীর্থযাত্রীদের জন্য বেশ কিছু সুবিধা চালু করেন মন্ত্রী রিজিজু। এগুলোর মধ্যে ছিল ওরসের দিকনির্দেশনা, দরগাহের অফিশিয়াল ওয়েব পোর্টাল চালু ও গরিবে নেওয়াজ অ্যাপ চালু করা।

ভারতের রাজস্থানের আজমির শরিফে গেলেন আদানি গ্রুপের চেয়ারম্যান ধনকুবের গৌতম আদানি। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী প্রীতি আদানি। খাজা মইনুদ্দিন চিশতির সমাধিতে মখমলের চাদর ও ফুল বিছিয়ে দেন তাঁরা। আদানি পরিবারকে স্বাগত জানান আজমির শরিফ এবং চিশতি ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজি সায়েদ সালমান চিশতি। তিনি বলেন, ‘তিনি (গৌতম আদানি) সারা দেশের জন্য প্রার্থনা করেছেন।’
আজমির শরিফ ভারতবর্ষের অন্যতম পবিত্র তীর্থস্থান হিসেবে বিবেচিত। শত শত বছর ধরে এই দরগাহতে আসেন সব ধর্মাবলম্বীরা। সুফি সাধক খাজা মইনুদ্দিন চিশতির সমাধি এখানে। তাঁর ধর্মনিরপেক্ষ শিক্ষা অনুসারে, এই মাজার সব ধর্ম ও বিশ্বাসের মানুষের জন্য উন্মুক্ত। মানবতা, প্রেম, সহিষ্ণুতা ও সৃষ্টিকর্তার প্রতি ভক্তি প্রচার ছিল খাজা মঈনুদ্দিন চিশতির জীবনকর্মের মূল বার্তা। দুনিয়াজুড়ে তিনি ‘গরিবে নেওয়াজ’ নামে পরিচিত।
স্বর্ণ ও মার্বেল পাথরের তৈরি সমাধিটি রুপার রেলিং ও মার্বেল পর্দা দিয়ে ঘেরা। সম্রাট আকবর প্রতিবছর আজমির শরিফে তীর্থযাত্রায় আসতেন। এই দরগাহতে তিনি ও সম্রাট শাহজাহান মসজিদ নির্মাণ করেছিলেন।

খাজা মইনুদ্দিন চিশতির সম্মানে বার্ষিক ওরস উপলক্ষে গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষে সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজমির শরিফে খাজা মইনুদ্দিন চিশতির সমাধিতে চাদর চড়ান। এ সময় তীর্থযাত্রীদের জন্য বেশ কিছু সুবিধা চালু করেন মন্ত্রী রিজিজু। এগুলোর মধ্যে ছিল ওরসের দিকনির্দেশনা, দরগাহের অফিশিয়াল ওয়েব পোর্টাল চালু ও গরিবে নেওয়াজ অ্যাপ চালু করা।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছে দেশটির সরকার। এ ছাড়া যুক্তরাষ্ট্রের হুমকির মুখে এক তরুণের ফাঁসি কার্যকরের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে তারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক অভিযান চালানোর অবস্থান থেকে খানিকটা সরে এসেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের ইমিগ্র্যান্ট বা অভিবাসী ভিসা দেয়। স্থগিতের তালিকায় প্রথমেই রয়েছে পরিবারভিত্তিক অভিবাসী ভিসা। এর আওতায়—মার্কিন নাগরিকের স্বামী/স্ত্রীর ভিসা (আইআর-১, সিআর-১), বাগদত্ত/বাগদত্তা ভিসা (কে-১), মার্কিন নাগরিকের পরিবারের সদস্যদের ভিসা (আইআর-২, আইআর-৫, এফ-১, এফ-৩ ও এফ-৪)...
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হামলা আপাতত স্থগিত রাখার ইঙ্গিত দেওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে সরবরাহ–সংক্রান্ত উদ্বেগ কিছুটা কমেছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম মাত্র একদিনেই ৪ শতাংশের বেশি কমে গেছে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ড দ্বীপ মার্কিন নিয়ন্ত্রণে নেওয়ার প্রয়োজনীয়তার কথা আবারও জোর দিয়ে বলছেন। তবে তাঁর এমন ঘোষণার পর বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইউরোপের কয়েক দেশের একটি সম্মিলিত বাহিনী দ্বীপটিতে পৌঁছেছে।
৪ ঘণ্টা আগে