কলকাতা প্রতিনিধি

ভারতে বেড়েই চলেছে করোনার প্রকোপ। দিল্লি, মুম্বাইসহ একাধিক শহরে জারি করা হয়েছে বাড়তি সতর্কতা। আজ শুক্রবার সকাল ৮টায় প্রকাশিত সরকারি বুলেটিন অনুযায়ী, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৫০ জন করোনায় আক্রান্ত হয়েছে। প্রাণ হারিয়েছে ১৪ জন।
গতকাল বৃহস্পতিবার ভারতে করোনা শনাক্তের সংখ্যা ছিল ৫ হাজার ৩৩৫। দৈনিক বৃদ্ধির হার ১৩ শতাংশ। পরিস্থিতি সামাল দিতে গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হন। সরকারি সূত্রে জানা যায়, প্রতিটি হাসপাতালে অক্সিজেনের মজুত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে জনসাধারণকে মাস্ক পরার পাশাপাশি ঘনঘন হাত ধুতেও পরামর্শ দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত বছরের ১৬ সেপ্টেম্বরের পর আজ শুক্রবারই ভারতে প্রথমবারের মতো দৈনিক সংক্রমণ ৬ হাজারের গণ্ডি পার করল। এদিকে দৈনিক আক্রান্ত বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভারতে সক্রিয় রোগীর সংখ্যাও বাড়ছে। ভারতে এখন সক্রিয় রোগীর সংখ্যা ২৮ হাজারের বেশি। করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩০ হাজার ৯২৯।
এদিকে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, করোনার নতুন ধরন ‘এক্সবিবি ওয়ান সিক্সটিন’ নতুন করে সংক্রমণ বাড়ার পেছনে দায়ী বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি ভারতে করোনার নতুন এই ধরন খুঁজে পেয়েছে। একই সঙ্গে বিকিউ ওয়ান, বিএ টু সেভেন্টি ফাইভ, সিএইচ ওয়ান ওয়ান, এক্সবিবি, এক্সবিএফ ধরনের উপস্থিতি রয়েছে ভারতে।
তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য বলেছেন, ওমিক্রনের সাব-ভেরিয়েন্ট হিসেবে যা প্রচার করা হচ্ছে, তার জন্য হাসপাতালে করোনা রোগীর সংখ্যা বাড়েনি। সুতরাং উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

ভারতে বেড়েই চলেছে করোনার প্রকোপ। দিল্লি, মুম্বাইসহ একাধিক শহরে জারি করা হয়েছে বাড়তি সতর্কতা। আজ শুক্রবার সকাল ৮টায় প্রকাশিত সরকারি বুলেটিন অনুযায়ী, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৫০ জন করোনায় আক্রান্ত হয়েছে। প্রাণ হারিয়েছে ১৪ জন।
গতকাল বৃহস্পতিবার ভারতে করোনা শনাক্তের সংখ্যা ছিল ৫ হাজার ৩৩৫। দৈনিক বৃদ্ধির হার ১৩ শতাংশ। পরিস্থিতি সামাল দিতে গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হন। সরকারি সূত্রে জানা যায়, প্রতিটি হাসপাতালে অক্সিজেনের মজুত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে জনসাধারণকে মাস্ক পরার পাশাপাশি ঘনঘন হাত ধুতেও পরামর্শ দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত বছরের ১৬ সেপ্টেম্বরের পর আজ শুক্রবারই ভারতে প্রথমবারের মতো দৈনিক সংক্রমণ ৬ হাজারের গণ্ডি পার করল। এদিকে দৈনিক আক্রান্ত বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভারতে সক্রিয় রোগীর সংখ্যাও বাড়ছে। ভারতে এখন সক্রিয় রোগীর সংখ্যা ২৮ হাজারের বেশি। করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩০ হাজার ৯২৯।
এদিকে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, করোনার নতুন ধরন ‘এক্সবিবি ওয়ান সিক্সটিন’ নতুন করে সংক্রমণ বাড়ার পেছনে দায়ী বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি ভারতে করোনার নতুন এই ধরন খুঁজে পেয়েছে। একই সঙ্গে বিকিউ ওয়ান, বিএ টু সেভেন্টি ফাইভ, সিএইচ ওয়ান ওয়ান, এক্সবিবি, এক্সবিএফ ধরনের উপস্থিতি রয়েছে ভারতে।
তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য বলেছেন, ওমিক্রনের সাব-ভেরিয়েন্ট হিসেবে যা প্রচার করা হচ্ছে, তার জন্য হাসপাতালে করোনা রোগীর সংখ্যা বাড়েনি। সুতরাং উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
৬ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৬ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৮ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৯ ঘণ্টা আগে