প্রতিনিধি

কলকাতা: ভারতে তীব্র হচ্ছে কেন্দ্র সরকার ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মধ্যকার দ্বন্দ্ব। সদ্য নির্বাচিত সরকারের দুই মন্ত্রীসহ চার নেতাকে জেলে ভরাকে কেন্দ্র করে শুরু হয়েছে তৃণমূল–বিজেপি সংঘাত। করোনা পরিস্থিতি মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার বদলে কেন্দ্র ও রাজ্যের দ্বন্দ্বে উত্তেজনা এখন তুঙ্গে। এই উত্তেজনার মধ্যেই সদ্য শপথ নেওয়া দুই মন্ত্রীর জামিন আটকে দিয়েছেন হাইকোর্ট। ফলে তাদের হাজতবাস দীর্ঘ হবে বলেই আশঙ্কা করা হচ্ছে।
রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যকার বিরোধ ফের প্রকাশ্যে এসেছে। রাজ্যপাল জগদীপ ধনখড় রাজ্যের সাংবিধানিক প্রধান হয়েও মমতা সরকারের সমালোচনায় মুখর। আর মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান হিসেবে দাবি তুললেন রাজ্যপালের অপসারণের। এরই মধ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কটাক্ষ, ‘মোদি সিস্টেমে গ্রেপ্তার হওয়া যতো সহজ, ততো সহজে টিকা মিললে দেশের কোভিড পরিস্থিতি এতো ভয়ানক হতো না।’
২০১৬ সালের নারদ স্টিং অপারেশনে ঘুষ নেওয়ার অভিযোগে গতকাল সোমবারই ভারতের কেন্দ্রীয় গোয়েন্দারা (সিবিআই) গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গের মন্ত্রী সুব্রত মুখার্জি ও ফিরহাদ হাকিম, বিধায়ক ও সাবেক মন্ত্রী মদন মিত্র এবং শোভন চট্টোধ্যায়কে। চার হেভিওয়েট নেতার মধ্যে ফিরহাদ, সুব্রত ও শোভন কলকাতার মেয়রও ছিলেন। ফিরহাদের হাতে এখন আবাসন ও পরিবহনের মতো গুরুত্বপূর্ণ দপ্তর ছাড়াও রয়েছে কলকাতা পুরসভার প্রশাসনিক দায়িত্বও।
শোভন তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন। কিন্তু এরপর ভোটের মুখে বিজেপিও ছাড়েন তিনি। এই নারদ কেলেঙ্কারিতে শুভেন্দু অধিকারী, মুকুল রায় ও শঙ্খুদেব পান্ডার নামও আছে। কিন্তু তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।
তৃণমূলের অভিযোগ, শুভেন্দু-মুকুলরা বিজেপিতে যোগ দেওয়াতেই তাঁদের ছাড় দেওয়া হয়েছে। শুভেন্দু ছাড় পাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন স্টিং অপারেশনের মূল মাথা ম্যাথু স্যামুয়েল। তাঁর দাবি, পশ্চিমবঙ্গের বর্তমান বিরোধী দলের নেতা শুভেন্দুও টাকা নিয়েছেন। সেই প্রমাণও আছে।
তৃণমূলের পাশাপাশি বাম–কংগ্রেসও বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলেছে।
গতকালই মমতা জানিয়েছিলেন, আইনি লড়াই চলবে। সেইমতো গতকাল নিম্ন আদালত থেকে জামিন পান চার নেতা। কিন্তু এরপরই কলকাতা হাইকোর্ট সেই জামিনের ওপর স্থগিতাদেশ জারি করেন। আজ ফের হাইকোর্টে রায় পুনর্বিবেচনার আবেদন জানানো হলেও হাইকোর্ট জানিয়েছেন, বুধবার শুনানি হবে এই মামলার। ফলে আজও জেলে থাকতে হবে চার জনকে। তবে শারীরিক অবস্থার অবনতির কারণে সুব্রত, শোভন ও মদন বর্তমানে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি।
সদ্য বিধানসভা নির্বাচনে জয়ী রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারি সংস্থার এ ধরনের ‘আক্রমণাত্মক মনোভাব’-এর বিরোধিতা শুরু হয়েছে। আজ ছিল পশ্চিমবঙ্গের রাজ্যপাল ধনখড়ের জন্মদিন। তাঁকে শুভেচ্ছার বদলে নেটদুনিয়ায় ভেসে আসছে কটাক্ষ। ভেড়ার পাল নিয়ে রাজভবন ঘেরাও কর্মসূচিও পালিত হয়। পরে অবশ্য কলকাতা পুলিশের সক্রিয়তায় রাজভবনের দরোজা থেকে হঠে যায় ভেড়ার পাল।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার রাজ্যপালকে হঠাতে সক্রিয় হয়েছেন। চিঠি দিচ্ছেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে। বিধানসভায় বিলও আনতে পারেন তিনি। তৃণমূলের অভিযোগ, অগণতান্ত্রিকভাবে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার রাজ্যের এখতিয়ারে নাক গলাচ্ছে। কংগ্রেস, সিপিএম ছাড়াও বিভিন্ন আঞ্চলিক দলও তৃণমূলের আইনি লড়াইকে নৈতিক সমর্থন জানিয়েছে।
কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙভি এগিয়ে এসেছেন আইনিযুদ্ধে। তৃণমূলের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতে, কোভিড পরিস্থিতিতে সংবিধান অমান্য করে প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। ভোটে হারার পর পশ্চিমবঙ্গের মানুষকে বিপাকে ফেলতেই বিজেপি এই জঘন্য রাজনৈতিক ষড়যন্ত্রে লিপ্ত বলেও তিনি মন্তব্য করেন।
কোভিড পরিস্থিতিতে কলকাতার পুরপ্রশাসক ফিরহাদ জেলে থাকায় শহরের মানুষ বিপাকে পড়েছেন বলেও মন্তব্য করেন কল্যাণ।
এদিন প্রেসিডেন্সি জেলে বসেও ফিরহাদ বলেছেন, ‘কলকাতার এই বিপদের দিনে মানুষের পাশে থাকতে পারছি না। খুব খারাপ লাগছে।’ তাঁর মেয়ে সাংবাদিকদের একথা জানান।
এদিকে পশ্চিমবঙ্গে কোভিড পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। ভারতের অন্যান্য অংশের পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও পশ্চিমবঙ্গে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ১৪৭ জনের মৃত্যু হয়েছে করোনায়। গোটা দেশে এই সময়ে মৃতের সংখ্যা ৪ হাজার ৩২৯। অক্সিজেন ও টিকার জন্য চলছে হাহাকার।
কোভিড পরিস্থিতি মোকাবিলায় আজই বাংলাদেশ সরকার সাহায্য পাঠিয়েছে ভারতে। বেনাপোল সীমান্তে বাংলাদেশের পাঠানো চিকিৎসা সরঞ্জাম গ্রহণ করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ হাইকমিশনার তৌফিক হাসান। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই বন্ধুদেশ ভারতকে এই চিকিৎসা সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ।

কলকাতা: ভারতে তীব্র হচ্ছে কেন্দ্র সরকার ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মধ্যকার দ্বন্দ্ব। সদ্য নির্বাচিত সরকারের দুই মন্ত্রীসহ চার নেতাকে জেলে ভরাকে কেন্দ্র করে শুরু হয়েছে তৃণমূল–বিজেপি সংঘাত। করোনা পরিস্থিতি মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার বদলে কেন্দ্র ও রাজ্যের দ্বন্দ্বে উত্তেজনা এখন তুঙ্গে। এই উত্তেজনার মধ্যেই সদ্য শপথ নেওয়া দুই মন্ত্রীর জামিন আটকে দিয়েছেন হাইকোর্ট। ফলে তাদের হাজতবাস দীর্ঘ হবে বলেই আশঙ্কা করা হচ্ছে।
রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যকার বিরোধ ফের প্রকাশ্যে এসেছে। রাজ্যপাল জগদীপ ধনখড় রাজ্যের সাংবিধানিক প্রধান হয়েও মমতা সরকারের সমালোচনায় মুখর। আর মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান হিসেবে দাবি তুললেন রাজ্যপালের অপসারণের। এরই মধ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কটাক্ষ, ‘মোদি সিস্টেমে গ্রেপ্তার হওয়া যতো সহজ, ততো সহজে টিকা মিললে দেশের কোভিড পরিস্থিতি এতো ভয়ানক হতো না।’
২০১৬ সালের নারদ স্টিং অপারেশনে ঘুষ নেওয়ার অভিযোগে গতকাল সোমবারই ভারতের কেন্দ্রীয় গোয়েন্দারা (সিবিআই) গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গের মন্ত্রী সুব্রত মুখার্জি ও ফিরহাদ হাকিম, বিধায়ক ও সাবেক মন্ত্রী মদন মিত্র এবং শোভন চট্টোধ্যায়কে। চার হেভিওয়েট নেতার মধ্যে ফিরহাদ, সুব্রত ও শোভন কলকাতার মেয়রও ছিলেন। ফিরহাদের হাতে এখন আবাসন ও পরিবহনের মতো গুরুত্বপূর্ণ দপ্তর ছাড়াও রয়েছে কলকাতা পুরসভার প্রশাসনিক দায়িত্বও।
শোভন তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন। কিন্তু এরপর ভোটের মুখে বিজেপিও ছাড়েন তিনি। এই নারদ কেলেঙ্কারিতে শুভেন্দু অধিকারী, মুকুল রায় ও শঙ্খুদেব পান্ডার নামও আছে। কিন্তু তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।
তৃণমূলের অভিযোগ, শুভেন্দু-মুকুলরা বিজেপিতে যোগ দেওয়াতেই তাঁদের ছাড় দেওয়া হয়েছে। শুভেন্দু ছাড় পাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন স্টিং অপারেশনের মূল মাথা ম্যাথু স্যামুয়েল। তাঁর দাবি, পশ্চিমবঙ্গের বর্তমান বিরোধী দলের নেতা শুভেন্দুও টাকা নিয়েছেন। সেই প্রমাণও আছে।
তৃণমূলের পাশাপাশি বাম–কংগ্রেসও বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলেছে।
গতকালই মমতা জানিয়েছিলেন, আইনি লড়াই চলবে। সেইমতো গতকাল নিম্ন আদালত থেকে জামিন পান চার নেতা। কিন্তু এরপরই কলকাতা হাইকোর্ট সেই জামিনের ওপর স্থগিতাদেশ জারি করেন। আজ ফের হাইকোর্টে রায় পুনর্বিবেচনার আবেদন জানানো হলেও হাইকোর্ট জানিয়েছেন, বুধবার শুনানি হবে এই মামলার। ফলে আজও জেলে থাকতে হবে চার জনকে। তবে শারীরিক অবস্থার অবনতির কারণে সুব্রত, শোভন ও মদন বর্তমানে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি।
সদ্য বিধানসভা নির্বাচনে জয়ী রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারি সংস্থার এ ধরনের ‘আক্রমণাত্মক মনোভাব’-এর বিরোধিতা শুরু হয়েছে। আজ ছিল পশ্চিমবঙ্গের রাজ্যপাল ধনখড়ের জন্মদিন। তাঁকে শুভেচ্ছার বদলে নেটদুনিয়ায় ভেসে আসছে কটাক্ষ। ভেড়ার পাল নিয়ে রাজভবন ঘেরাও কর্মসূচিও পালিত হয়। পরে অবশ্য কলকাতা পুলিশের সক্রিয়তায় রাজভবনের দরোজা থেকে হঠে যায় ভেড়ার পাল।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার রাজ্যপালকে হঠাতে সক্রিয় হয়েছেন। চিঠি দিচ্ছেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে। বিধানসভায় বিলও আনতে পারেন তিনি। তৃণমূলের অভিযোগ, অগণতান্ত্রিকভাবে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার রাজ্যের এখতিয়ারে নাক গলাচ্ছে। কংগ্রেস, সিপিএম ছাড়াও বিভিন্ন আঞ্চলিক দলও তৃণমূলের আইনি লড়াইকে নৈতিক সমর্থন জানিয়েছে।
কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙভি এগিয়ে এসেছেন আইনিযুদ্ধে। তৃণমূলের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতে, কোভিড পরিস্থিতিতে সংবিধান অমান্য করে প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। ভোটে হারার পর পশ্চিমবঙ্গের মানুষকে বিপাকে ফেলতেই বিজেপি এই জঘন্য রাজনৈতিক ষড়যন্ত্রে লিপ্ত বলেও তিনি মন্তব্য করেন।
কোভিড পরিস্থিতিতে কলকাতার পুরপ্রশাসক ফিরহাদ জেলে থাকায় শহরের মানুষ বিপাকে পড়েছেন বলেও মন্তব্য করেন কল্যাণ।
এদিন প্রেসিডেন্সি জেলে বসেও ফিরহাদ বলেছেন, ‘কলকাতার এই বিপদের দিনে মানুষের পাশে থাকতে পারছি না। খুব খারাপ লাগছে।’ তাঁর মেয়ে সাংবাদিকদের একথা জানান।
এদিকে পশ্চিমবঙ্গে কোভিড পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। ভারতের অন্যান্য অংশের পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও পশ্চিমবঙ্গে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ১৪৭ জনের মৃত্যু হয়েছে করোনায়। গোটা দেশে এই সময়ে মৃতের সংখ্যা ৪ হাজার ৩২৯। অক্সিজেন ও টিকার জন্য চলছে হাহাকার।
কোভিড পরিস্থিতি মোকাবিলায় আজই বাংলাদেশ সরকার সাহায্য পাঠিয়েছে ভারতে। বেনাপোল সীমান্তে বাংলাদেশের পাঠানো চিকিৎসা সরঞ্জাম গ্রহণ করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ হাইকমিশনার তৌফিক হাসান। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই বন্ধুদেশ ভারতকে এই চিকিৎসা সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
৮ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৯ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
১০ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
১২ ঘণ্টা আগে