
রাজধানীর নয়দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানের ঠিক আগে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় বাস খাদে পড়ে ৯ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছেন। বাসটিতে করে একদল তীর্থযাত্রী গতকাল রোববার জম্মুর রিয়াসির শিব খৌরি মন্দির থেকে কাটরা যাওয়ার পথে এ ঘটনা ঘটে। মনে করা হচ্ছে, এই হামলার মাধ্যমে তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের আগে নিজেদের শক্তির জানান দিয়েছে হামলাকারীরা।
ভারতীয় গণমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন থেকে জানা গেছে, রিয়াসির সাবেক পঞ্চায়েতপ্রধান রাম সিং জানিয়েছেন, হামলায় বাসের চালকের মাথা ও পেটে গুলি লাগে। এতে তিনি নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়। সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার পর স্থানীয়রা প্রথমে ঘটনাস্থলে পৌঁছে কাঁধে ও স্ট্রেচারে করে আহতদের উদ্ধারের চেষ্টা করে।
রাম সিং টেলিগ্রাফকে আরও বলেন, ‘ঘটনাটি আমার গ্রাম তেরিয়াথ থেকে কয়েক কিলোমিটার দূরে ভারক নামক একটি জায়গায় ঘটেছে। বেশ কয়েকজন আহত ও নিহতকে আমাদের হাসপাতালে আনা হয়েছে। অনেককে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’ চালক ছাড়াও বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন সিং।
এ বিষয়ে রিয়াসির সিনিয়র পুলিশ সুপার মোহিতা শর্মা বলেছেন, উদ্ধার অভিযান শেষ হয়েছে। এতে ৯ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছেন। তিনি বলেন, ‘এ নিয়ে কোনো দ্বিমত নেই যে এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা। প্রাথমিকভাবে আমরা খবর পেয়েছি, সন্ত্রাসীরা বাসটিতে অতর্কিত হামলা চালিয়েছে। ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নিয়ে খাদে পড়ে যান।’
মোহিতা শর্মা আরও বলেন, তীর্থযাত্রীদের কেউই স্থানীয় নন। সবার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তাঁরা উত্তর প্রদেশের।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই হামলার প্রতিক্রিয়া না জানালেও কংগ্রেস এবং অন্যান্য দল এর তীব্র নিন্দা জানিয়েছেন। বিরোধীদলীয় নেতা ও কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে লিখেছেন, ‘দুঃখজনক হলেও এই লজ্জাজনক ঘটনা জম্মু-কাশ্মীরের উদ্বেগজনক নিরাপত্তা পরিস্থিতির প্রকৃত চিত্র।’

রাজধানীর নয়দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানের ঠিক আগে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় বাস খাদে পড়ে ৯ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছেন। বাসটিতে করে একদল তীর্থযাত্রী গতকাল রোববার জম্মুর রিয়াসির শিব খৌরি মন্দির থেকে কাটরা যাওয়ার পথে এ ঘটনা ঘটে। মনে করা হচ্ছে, এই হামলার মাধ্যমে তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের আগে নিজেদের শক্তির জানান দিয়েছে হামলাকারীরা।
ভারতীয় গণমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন থেকে জানা গেছে, রিয়াসির সাবেক পঞ্চায়েতপ্রধান রাম সিং জানিয়েছেন, হামলায় বাসের চালকের মাথা ও পেটে গুলি লাগে। এতে তিনি নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়। সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার পর স্থানীয়রা প্রথমে ঘটনাস্থলে পৌঁছে কাঁধে ও স্ট্রেচারে করে আহতদের উদ্ধারের চেষ্টা করে।
রাম সিং টেলিগ্রাফকে আরও বলেন, ‘ঘটনাটি আমার গ্রাম তেরিয়াথ থেকে কয়েক কিলোমিটার দূরে ভারক নামক একটি জায়গায় ঘটেছে। বেশ কয়েকজন আহত ও নিহতকে আমাদের হাসপাতালে আনা হয়েছে। অনেককে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’ চালক ছাড়াও বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন সিং।
এ বিষয়ে রিয়াসির সিনিয়র পুলিশ সুপার মোহিতা শর্মা বলেছেন, উদ্ধার অভিযান শেষ হয়েছে। এতে ৯ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছেন। তিনি বলেন, ‘এ নিয়ে কোনো দ্বিমত নেই যে এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা। প্রাথমিকভাবে আমরা খবর পেয়েছি, সন্ত্রাসীরা বাসটিতে অতর্কিত হামলা চালিয়েছে। ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নিয়ে খাদে পড়ে যান।’
মোহিতা শর্মা আরও বলেন, তীর্থযাত্রীদের কেউই স্থানীয় নন। সবার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তাঁরা উত্তর প্রদেশের।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই হামলার প্রতিক্রিয়া না জানালেও কংগ্রেস এবং অন্যান্য দল এর তীব্র নিন্দা জানিয়েছেন। বিরোধীদলীয় নেতা ও কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে লিখেছেন, ‘দুঃখজনক হলেও এই লজ্জাজনক ঘটনা জম্মু-কাশ্মীরের উদ্বেগজনক নিরাপত্তা পরিস্থিতির প্রকৃত চিত্র।’

প্রায় অর্ধশতাব্দী ধরে চলা ধর্মীয় শাসনের বিরুদ্ধে কখনোই এক হতে পারেনি ইরানের বিভক্ত বিরোধী রাজনীতি। তবে এবার দেশটিতে সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন সর্বশেষ শাহের ছেলে রেজা পাহলভি।
১ ঘণ্টা আগে
নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে ‘নিজের চরকায় তেল দেওয়ার’ পরামর্শ দিয়ে কঠোর তিরস্কার করেছে ভারত। দিল্লিতে কারাবন্দী সাবেক ছাত্রনেতা উমর খালিদকে সংহতি জানিয়ে একটি ব্যক্তিগত চিরকুট পাঠানোয় মামদানির ওপর চটেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগে
সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মোয়ালিম ফিকি অভিযোগ করেছেন, ইসরায়েল ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করে বিচ্ছিন্নতাবাদী অঞ্চল সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা করছে। এই কথিত পরিকল্পনাকে তিনি আন্তর্জাতিক আইনের ‘গুরুতর লঙ্ঘন’ হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
চার বছর ধরে চলা যুদ্ধ ইউক্রেনীয়দের জীবনের প্রায় সব সিদ্ধান্তই পাল্টে দিয়েছে। সম্পর্ক, বিয়ে কিংবা সন্তান নেওয়ার মতো ব্যক্তিগত সিদ্ধান্তও এখন যুদ্ধের বাস্তবতায় আটকে যাচ্ছে। এর প্রভাব পড়ছে দেশের ভবিষ্যতের ওপর—ইউক্রেনে কমছে বিয়ে ও জন্মহার।
৩ ঘণ্টা আগে