Ajker Patrika

ভারতে করোনায় আক্রান্ত ও মৃত্যু কমছে

আপডেট : ২৫ মে ২০২১, ১৫: ০৪
ভারতে করোনায় আক্রান্ত ও মৃত্যু কমছে

ঢাকা: ভারতের করোনা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। এরই মধ্যে সংক্রমণ শনাক্ত দুই লাখের নিচে নেমেছে। কমেছে মৃতের সংখ্যাও। তবে ব্ল্যাক ফাঙ্গাস এখনো বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভি আজ মঙ্গলবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনার রোগী শনাক্ত হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৪২৭ জন। যা গতকাল সোমবারের তুলনায় প্রায় ২৬ হাজার কম। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬৯ লাখ ৪৮ হাজার ৮৭৪ জনে।

গতকাল ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ লাখ ২২ হাজার ৩১৫ জন। আর মারা গেছেন ৪ হাজার ৪৫৪ জন। ২৪ ঘণ্টার ব্যবধানে দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে।

আজ সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৫১১ জন। এতে দেশটিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭ হাজার ২৩১ জনে। এর আগে সোমবার দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৪ হাজার ৪৫৪ জন রোগী মারা গিয়েছিলেন। অর্থাৎ মঙ্গলবার দেশটিতে মৃতের সংখ্যা কমেছে প্রায় এক হাজার।

উল্লেখ্য, করোনায় এ পর্যন্ত সারা বিশ্বে আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৭৯ লাখ ৯৬ হাজার ৬৬১ জন। আর মারা গেছেন ৩৪ লাখ ৮৭ হাজার ৪৮০ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়া কেন এত কঠিন

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত