
ভারতের উত্তরাঞ্চলে পাহাড় ধসে নয় পর্যটক নিহত হয়েছে। আজ রোববার দেশটির হিমাচল প্রদেশে এ ঘটনা ঘটেছে।
পাহাড় ধসের সময় বড় বড় পাথর এসে আঘাত করে পর্যটকদের গাড়িতে। এতে গাড়িতে থাকা নয় পর্যটক নিহত এবং তিনজন আহত হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, হিমাচল প্রদেশের কিন্নর জেলায় এ পাহাড়ধস হয়। পাহাড় থেকে হঠাৎ করেই বড় বড় পাথর নেমে আসতে থাকে। পাথরের আঘাতে স্থানীয় একটি সেতুও ধসে পড়ে। রাস্তায় পার্কিংয়ে থাকা বেশ কিছু গাড়ি ভেঙে যায় ভারী পাথরের আঘাতে।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে পাহাড়ধসের যে ভয়াবহ দৃশ্য ধারণ হয়েছে, তাতে দেখা গেছে, বড় বড় পাথরের আঘাতে রাস্তায় থাকা গাড়িসহ বিভিন্ন স্থাপনা ভেঙে যেতে। এমনকি পাহাড়ের কাছে থাকা একটি হোটেলের জানালাতেও আঘাত করেছে দ্রুত গতিতে নেমে আসা পাথরখণ্ড। সংলগ্ন সেতুটিও ভেঙে গেছে পাথরের প্রবল আঘাতে।
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর ঘটনাটিকে ‘হৃদয়ভাঙা’ বলে বর্ণনা করেছেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে তিনি ক্ষতিগ্রস্তদের সরকারি ত্রাণ তহবিল থেকে সহায়তা করা হবে বলেও ঘোষণা দিয়েছেন।
এদিকে দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চালানো হচ্ছে বলে জানিয়েছে রাজ্য কর্তৃপক্ষ।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, পর্যটকদের ওই দল রাজধানী দিল্লি থেকে চিটকুল টুরিস্ট ভিলেজে ঘুরতে গিয়েছিল। ভারী বর্ষণের কারণে পাহাড়ধসের সতর্কতা আগে থেকেই জারি ছিল। তবে ঠিক কারণে এই পাহাড় ধস হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

ভারতের উত্তরাঞ্চলে পাহাড় ধসে নয় পর্যটক নিহত হয়েছে। আজ রোববার দেশটির হিমাচল প্রদেশে এ ঘটনা ঘটেছে।
পাহাড় ধসের সময় বড় বড় পাথর এসে আঘাত করে পর্যটকদের গাড়িতে। এতে গাড়িতে থাকা নয় পর্যটক নিহত এবং তিনজন আহত হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, হিমাচল প্রদেশের কিন্নর জেলায় এ পাহাড়ধস হয়। পাহাড় থেকে হঠাৎ করেই বড় বড় পাথর নেমে আসতে থাকে। পাথরের আঘাতে স্থানীয় একটি সেতুও ধসে পড়ে। রাস্তায় পার্কিংয়ে থাকা বেশ কিছু গাড়ি ভেঙে যায় ভারী পাথরের আঘাতে।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে পাহাড়ধসের যে ভয়াবহ দৃশ্য ধারণ হয়েছে, তাতে দেখা গেছে, বড় বড় পাথরের আঘাতে রাস্তায় থাকা গাড়িসহ বিভিন্ন স্থাপনা ভেঙে যেতে। এমনকি পাহাড়ের কাছে থাকা একটি হোটেলের জানালাতেও আঘাত করেছে দ্রুত গতিতে নেমে আসা পাথরখণ্ড। সংলগ্ন সেতুটিও ভেঙে গেছে পাথরের প্রবল আঘাতে।
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর ঘটনাটিকে ‘হৃদয়ভাঙা’ বলে বর্ণনা করেছেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে তিনি ক্ষতিগ্রস্তদের সরকারি ত্রাণ তহবিল থেকে সহায়তা করা হবে বলেও ঘোষণা দিয়েছেন।
এদিকে দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চালানো হচ্ছে বলে জানিয়েছে রাজ্য কর্তৃপক্ষ।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, পর্যটকদের ওই দল রাজধানী দিল্লি থেকে চিটকুল টুরিস্ট ভিলেজে ঘুরতে গিয়েছিল। ভারী বর্ষণের কারণে পাহাড়ধসের সতর্কতা আগে থেকেই জারি ছিল। তবে ঠিক কারণে এই পাহাড় ধস হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
২ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৩ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৪ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৬ ঘণ্টা আগে