
ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন হামলার সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় শুক্রবার (৩০ ডিসেম্বর) ভোরে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হয়।
ইউক্রেন সরকারের দাবি, গত ফেব্রুয়ারিতে রাশিয়া দেশটিতে সামরিক অভিযান শুরু করার পর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বৃহস্পতিবার। রাজধানী কিয়েভসহ ইউক্রেনজুড়ে বিভিন্ন শহরে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী।
দুপুর ২টার কিছু পরে কিয়েভ সরকার মেসেজিং অ্যাপ টেলিগ্রামে বিমান হামলার সাইরেন সম্পর্কে একটি সতর্কতা জারি করে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যেতে আহ্বান জানায়। কিয়েভ অঞ্চলের গভর্নর ওলেকস্কি কুলেবা টেলিগ্রামে বলেন, ‘ড্রোন’ দ্বারা হামলা চালানো হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, একজন প্রত্যক্ষদর্শী কিয়েভের ২০ কিলোমিটার দক্ষিণে বেশ কয়েকটি বিস্ফোরণ এবং বিমান প্রতিরক্ষার শব্দ শুনেছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার রাতে একটি ভিডিও বার্তায় বলেন, মধ্য, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম ইউক্রেনে দেশটির বিমানবাহিনী এদিন রাশিয়ার ৫৪টি ক্ষেপণাস্ত্র ও ১১টি ড্রোন ভূপাতিত করেছে। তবে তিনি স্বীকার করেছেন বিদ্যুৎ-বিচ্ছিন্ন হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে তাঁর দেশের অধিকাংশ অঞ্চলের মানুষ।
এর আগে সোমবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইউক্রেনকে হুমকি দিয়ে বলেন, ‘আমাদের প্রস্তাবগুলো সম্পর্কে কিয়েভ ভালো করেই জানে। এখন তারা প্রস্তাবগুলো মানবে কি না, সেটা তাদের ব্যাপার। যদি না মানে, তবে এ ব্যাপারে আমাদের সেনাবাহিনী সিদ্ধান্ত নেবে।’
এ বছরের ২৪ ফেব্রুয়ারি ‘বিশেষ অভিযান’ নাম দিয়ে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, ইউক্রেনকে নাৎসিবাদমুক্ত ও নিরস্ত্রীকরণ করতে রাশিয়া এই অভিযান শুরু করেছে। তবে পশ্চিমারা অভিযোগ করেছিল, পুতিন অঞ্চল দখলের উদ্দেশ্য নিয়েই সাম্রাজ্যবাদী মনোভাব থেকে ইউক্রেনে যুদ্ধ শুরু করেছেন।

ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন হামলার সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় শুক্রবার (৩০ ডিসেম্বর) ভোরে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হয়।
ইউক্রেন সরকারের দাবি, গত ফেব্রুয়ারিতে রাশিয়া দেশটিতে সামরিক অভিযান শুরু করার পর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বৃহস্পতিবার। রাজধানী কিয়েভসহ ইউক্রেনজুড়ে বিভিন্ন শহরে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী।
দুপুর ২টার কিছু পরে কিয়েভ সরকার মেসেজিং অ্যাপ টেলিগ্রামে বিমান হামলার সাইরেন সম্পর্কে একটি সতর্কতা জারি করে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যেতে আহ্বান জানায়। কিয়েভ অঞ্চলের গভর্নর ওলেকস্কি কুলেবা টেলিগ্রামে বলেন, ‘ড্রোন’ দ্বারা হামলা চালানো হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, একজন প্রত্যক্ষদর্শী কিয়েভের ২০ কিলোমিটার দক্ষিণে বেশ কয়েকটি বিস্ফোরণ এবং বিমান প্রতিরক্ষার শব্দ শুনেছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার রাতে একটি ভিডিও বার্তায় বলেন, মধ্য, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম ইউক্রেনে দেশটির বিমানবাহিনী এদিন রাশিয়ার ৫৪টি ক্ষেপণাস্ত্র ও ১১টি ড্রোন ভূপাতিত করেছে। তবে তিনি স্বীকার করেছেন বিদ্যুৎ-বিচ্ছিন্ন হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে তাঁর দেশের অধিকাংশ অঞ্চলের মানুষ।
এর আগে সোমবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইউক্রেনকে হুমকি দিয়ে বলেন, ‘আমাদের প্রস্তাবগুলো সম্পর্কে কিয়েভ ভালো করেই জানে। এখন তারা প্রস্তাবগুলো মানবে কি না, সেটা তাদের ব্যাপার। যদি না মানে, তবে এ ব্যাপারে আমাদের সেনাবাহিনী সিদ্ধান্ত নেবে।’
এ বছরের ২৪ ফেব্রুয়ারি ‘বিশেষ অভিযান’ নাম দিয়ে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, ইউক্রেনকে নাৎসিবাদমুক্ত ও নিরস্ত্রীকরণ করতে রাশিয়া এই অভিযান শুরু করেছে। তবে পশ্চিমারা অভিযোগ করেছিল, পুতিন অঞ্চল দখলের উদ্দেশ্য নিয়েই সাম্রাজ্যবাদী মনোভাব থেকে ইউক্রেনে যুদ্ধ শুরু করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি আরও জোরালো করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেছেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ গ্রহণের পথ থেকে যুক্তরাষ্ট্রের ‘পিছু হটার সুযোগ নেই’ এবং ‘গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
২ ঘণ্টা আগে
অধিকৃত পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) সদর দপ্তর গতকাল মঙ্গলবার ভেঙে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের নেতৃত্বে স্থানীয় সময় সকাল প্রায় ৭টায় ইসরায়েলি বাহিনী ওই কম্পাউন্ডে অভিযান চালায়। অভিযান শেষে মূল ভবনের ওপর
২ ঘণ্টা আগে
ঢাকায় ভারতীয় হাইকমিশনসহ খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে দেশটির সহকারী হাইকমিশন রয়েছে। এসব মিশন থেকেই কূটনীতিক ও অন্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে কূটনীতিকদের জন্য বাংলাদেশকে ‘নন-ফ্যামিলি’ পোস্টিং ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।
৩ ঘণ্টা আগে
গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
১২ ঘণ্টা আগে