
নেদারল্যান্ডসে যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৩০ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
দেশটির জরুরি পরিষেবা বিভাগের বরাতে রয়টার্স জানিয়েছে, গতকাল স্থানীয় সময় গভীর রাতে অন্তত ৫০ জন যাত্রী নিয়ে ট্রেনটি লাইনের ওপরে রাখা নির্মাণ যন্ত্রপাতিতে ধাক্কা খায়। এ সময় লাইনচ্যুত হয়ে ট্রেনটি পাশের খেতে পড়ে যায়।
দ্য হেগ শহরের কাছের একটি গ্রামে রাত সাড়ে ৩টা নাগাদ এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে কাজ করছে উদ্ধারকারী দল। দমকল বিভাগের এক মুখপাত্র ডাচ রেডিওকে জানিয়েছেন, আহতদের মধ্যে ১৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিদের ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে।
নেদারল্যান্ডসের বার্তা সংস্থা এএনপি জানিয়েছে, লেইডেন শহর থেকে হেগের দিকে যাওয়ার সময় দুর্ঘটনায় ট্রেনটির সামনের বগি লাইনচ্যুত হয়ে পাশের খেতে পড়ে যায়। দ্বিতীয় বগিটি কাত হয়ে পড়ে এবং পেছনের দিকে আগুন ধরে যায়। তবে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
দুর্ঘটনার কারণ নিয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। প্রাথমিকভাবে বলা হয়েছে, যাত্রীবাহী ট্রেনটির সঙ্গে একটি মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়। ডাচ রেলওয়ের (এনএস) মুখপাত্র এরিক ক্রোজে জানিয়েছেন, এ দুর্ঘটনায় একটি মালবাহী ট্রেন যুক্ত আছে। তবে বিস্তারিত আর কিছু জানাননি তিনি। দুর্ঘটনায় হতাহতের বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন রেলওয়ে মুখপাত্র।
এক টুইটার পোস্টে ডাচ রেলওয়ে জানিয়েছে, দুর্ঘটনার কারণে লেইডেন ও হেগ শহরের কিছু অংশের মধ্যে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
এদিকে এই ট্রেন দুর্ঘটনাকে মর্মান্তিক বলছেন স্থানীয় মেয়র নাডিন স্টেমারডিংক। হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

নেদারল্যান্ডসে যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৩০ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
দেশটির জরুরি পরিষেবা বিভাগের বরাতে রয়টার্স জানিয়েছে, গতকাল স্থানীয় সময় গভীর রাতে অন্তত ৫০ জন যাত্রী নিয়ে ট্রেনটি লাইনের ওপরে রাখা নির্মাণ যন্ত্রপাতিতে ধাক্কা খায়। এ সময় লাইনচ্যুত হয়ে ট্রেনটি পাশের খেতে পড়ে যায়।
দ্য হেগ শহরের কাছের একটি গ্রামে রাত সাড়ে ৩টা নাগাদ এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে কাজ করছে উদ্ধারকারী দল। দমকল বিভাগের এক মুখপাত্র ডাচ রেডিওকে জানিয়েছেন, আহতদের মধ্যে ১৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিদের ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে।
নেদারল্যান্ডসের বার্তা সংস্থা এএনপি জানিয়েছে, লেইডেন শহর থেকে হেগের দিকে যাওয়ার সময় দুর্ঘটনায় ট্রেনটির সামনের বগি লাইনচ্যুত হয়ে পাশের খেতে পড়ে যায়। দ্বিতীয় বগিটি কাত হয়ে পড়ে এবং পেছনের দিকে আগুন ধরে যায়। তবে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
দুর্ঘটনার কারণ নিয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। প্রাথমিকভাবে বলা হয়েছে, যাত্রীবাহী ট্রেনটির সঙ্গে একটি মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়। ডাচ রেলওয়ের (এনএস) মুখপাত্র এরিক ক্রোজে জানিয়েছেন, এ দুর্ঘটনায় একটি মালবাহী ট্রেন যুক্ত আছে। তবে বিস্তারিত আর কিছু জানাননি তিনি। দুর্ঘটনায় হতাহতের বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন রেলওয়ে মুখপাত্র।
এক টুইটার পোস্টে ডাচ রেলওয়ে জানিয়েছে, দুর্ঘটনার কারণে লেইডেন ও হেগ শহরের কিছু অংশের মধ্যে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
এদিকে এই ট্রেন দুর্ঘটনাকে মর্মান্তিক বলছেন স্থানীয় মেয়র নাডিন স্টেমারডিংক। হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
১১ মিনিট আগে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, সরকার বিক্ষোভকারীদের কথা ‘শুনতে প্রস্তুত।’ তবে একই সঙ্গে তিনি জনগণকে সতর্ক করে দিয়েছেন যেন ‘দাঙ্গাকারী’ এবং ‘সন্ত্রাসী উপাদানগুলো’ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। খবর আল–জাজিরার।
৩৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে চলমান বিক্ষোভের প্রতিক্রিয়ায় ওয়াশিংটন দেশটিতে সামরিক হস্তক্ষেপসহ ‘কঠোর পদক্ষেপের’ কথা বিবেচনা করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
ইরানের রাজধানীর তেহরানের বাসিন্দা ৩৫ বছর বয়সী পারিসা। গত শুক্রবার রাতে বিক্ষোভে যোগ দিয়ে স্লোগান দিচ্ছিলেন ‘স্বৈরাচার নিপাত যাক’। বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। হঠাৎ এই বিক্ষোভে গুলি চালান নিরাপত্তা বাহিনীর চার সদস্য। এই বিক্ষোভে কিশোর ছেলেকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন এক বাবা। গুলিতে তিনি মারা যান।
৭ ঘণ্টা আগে