
নেদারল্যান্ডসে যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৩০ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
দেশটির জরুরি পরিষেবা বিভাগের বরাতে রয়টার্স জানিয়েছে, গতকাল স্থানীয় সময় গভীর রাতে অন্তত ৫০ জন যাত্রী নিয়ে ট্রেনটি লাইনের ওপরে রাখা নির্মাণ যন্ত্রপাতিতে ধাক্কা খায়। এ সময় লাইনচ্যুত হয়ে ট্রেনটি পাশের খেতে পড়ে যায়।
দ্য হেগ শহরের কাছের একটি গ্রামে রাত সাড়ে ৩টা নাগাদ এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে কাজ করছে উদ্ধারকারী দল। দমকল বিভাগের এক মুখপাত্র ডাচ রেডিওকে জানিয়েছেন, আহতদের মধ্যে ১৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিদের ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে।
নেদারল্যান্ডসের বার্তা সংস্থা এএনপি জানিয়েছে, লেইডেন শহর থেকে হেগের দিকে যাওয়ার সময় দুর্ঘটনায় ট্রেনটির সামনের বগি লাইনচ্যুত হয়ে পাশের খেতে পড়ে যায়। দ্বিতীয় বগিটি কাত হয়ে পড়ে এবং পেছনের দিকে আগুন ধরে যায়। তবে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
দুর্ঘটনার কারণ নিয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। প্রাথমিকভাবে বলা হয়েছে, যাত্রীবাহী ট্রেনটির সঙ্গে একটি মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়। ডাচ রেলওয়ের (এনএস) মুখপাত্র এরিক ক্রোজে জানিয়েছেন, এ দুর্ঘটনায় একটি মালবাহী ট্রেন যুক্ত আছে। তবে বিস্তারিত আর কিছু জানাননি তিনি। দুর্ঘটনায় হতাহতের বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন রেলওয়ে মুখপাত্র।
এক টুইটার পোস্টে ডাচ রেলওয়ে জানিয়েছে, দুর্ঘটনার কারণে লেইডেন ও হেগ শহরের কিছু অংশের মধ্যে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
এদিকে এই ট্রেন দুর্ঘটনাকে মর্মান্তিক বলছেন স্থানীয় মেয়র নাডিন স্টেমারডিংক। হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

নেদারল্যান্ডসে যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৩০ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
দেশটির জরুরি পরিষেবা বিভাগের বরাতে রয়টার্স জানিয়েছে, গতকাল স্থানীয় সময় গভীর রাতে অন্তত ৫০ জন যাত্রী নিয়ে ট্রেনটি লাইনের ওপরে রাখা নির্মাণ যন্ত্রপাতিতে ধাক্কা খায়। এ সময় লাইনচ্যুত হয়ে ট্রেনটি পাশের খেতে পড়ে যায়।
দ্য হেগ শহরের কাছের একটি গ্রামে রাত সাড়ে ৩টা নাগাদ এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে কাজ করছে উদ্ধারকারী দল। দমকল বিভাগের এক মুখপাত্র ডাচ রেডিওকে জানিয়েছেন, আহতদের মধ্যে ১৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিদের ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে।
নেদারল্যান্ডসের বার্তা সংস্থা এএনপি জানিয়েছে, লেইডেন শহর থেকে হেগের দিকে যাওয়ার সময় দুর্ঘটনায় ট্রেনটির সামনের বগি লাইনচ্যুত হয়ে পাশের খেতে পড়ে যায়। দ্বিতীয় বগিটি কাত হয়ে পড়ে এবং পেছনের দিকে আগুন ধরে যায়। তবে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
দুর্ঘটনার কারণ নিয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। প্রাথমিকভাবে বলা হয়েছে, যাত্রীবাহী ট্রেনটির সঙ্গে একটি মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়। ডাচ রেলওয়ের (এনএস) মুখপাত্র এরিক ক্রোজে জানিয়েছেন, এ দুর্ঘটনায় একটি মালবাহী ট্রেন যুক্ত আছে। তবে বিস্তারিত আর কিছু জানাননি তিনি। দুর্ঘটনায় হতাহতের বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন রেলওয়ে মুখপাত্র।
এক টুইটার পোস্টে ডাচ রেলওয়ে জানিয়েছে, দুর্ঘটনার কারণে লেইডেন ও হেগ শহরের কিছু অংশের মধ্যে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
এদিকে এই ট্রেন দুর্ঘটনাকে মর্মান্তিক বলছেন স্থানীয় মেয়র নাডিন স্টেমারডিংক। হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যুদ্ধ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ সোমবার এক টেলিফোন সাক্ষাৎকারে এনবিসি নিউজ যখন ট্রাম্পকে সরাসরি জিজ্ঞেস করে, তিনি কি সামরিক শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখল করবেন?
৪ ঘণ্টা আগে
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এই তিন কারাগারে প্রায় ৯ হাজার দুর্ধর্ষ আইএস যোদ্ধা, শামীমা বেগমসহ প্রায় ৪০ হাজার নারী ও শিশু রয়েছে। কোনো কারণে এই তিন কারাগারের নিরাপত্তাব্যবস্থা ভেঙে গেলে এই আইএস যোদ্ধারা মুক্ত হয়ে যাবেন এবং বড় ধরনের ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে তাঁদের পুনরুত্থান ঘটাতে পারেন
৪ ঘণ্টা আগে
চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘যেহেতু আপনার দেশ (নরওয়ে) আমাকে আটটির বেশি যুদ্ধ থামানোর পরও নোবেল দেয়নি, তাই আমি আর শান্তির তোয়াক্কা করি না। এখন আমি তা-ই করব, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো ও সঠিক।’
৭ ঘণ্টা আগে
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে আমি প্রধানমন্ত্রী হিসেবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বাজি রাখছি। জনগণ সরাসরি বিচার করুক—তারা আমাকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায় কি না।’
৭ ঘণ্টা আগে