দুই সপ্তাহেরও বেশি সময় পর প্রথমবারের মতো মুখোমুখি আলোচনার জন্য রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল ইতিমধ্যে ইস্তাম্বুলে পৌঁছেছে। দুই দেশ এই শান্তি আলোচনা নিয়ে কী বলছে তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভূখণ্ড বা সার্বভৌমত্ব ছেড়ে না দিয়ে ‘যুদ্ধবিরতি’ চায় কিয়েভ। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা ইস্তাম্বুলের আলোচনা সম্পর্কে টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমরা জনগণ, ভূখণ্ড বা সার্বভৌমত্বের ব্যবসা করছি না। আমাদের ন্যূনতম চাওয়া হবে ‘‘মানবিক প্রশ্ন’’ এবং সর্বোচ্চ চাওয়া ‘‘যুদ্ধবিরতি’’। এ দুই বিষয়ে আমরা একটি চুক্তিতে পৌঁছাতে চাই।’
এদিকে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ভাদিম দেনিসেনকো বলেছেন, শান্তি আলোচনার অগ্রগতির ব্যাপারে তিনি যথেষ্ট সন্দিহান। একই রকম সন্দেহ প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি বিবিসিকে বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ শেষ করার জন্য আপস করতে প্রস্তুত নন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘আলোচনায় এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। তবে এটি গুরুত্বপূর্ণ যে আলোচনা এখনো অব্যাহত রয়েছে।’ এর বেশি তথ্য জানাতে তিনি রাজি হননি।
আজ মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যুদ্ধবিরতি নিয়ে পুনরায় আলোচনা করতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা ইতিমধ্যে তুরস্কে পৌঁছেছেন বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস, তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এজেন্সি ও ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
আনাদলু এজেন্সি জানিয়েছে, দুই দিনের শান্তি আলোচনা আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে ইস্তাম্বুলের দোলমাবাহচে প্যালেসে শুরু হওয়ার কথা রয়েছে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি শক্তিশালী ‘সনিক উইপন’ (শব্দাস্ত্র) ব্যবহার করেছিল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, অস্ত্রটি বিশেষ। এটা আর কারও কাছে নেই। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির...
৮ ঘণ্টা আগে
গত বছরের জুলাইয়ে স্কটল্যান্ডের টার্নবেরিতে ট্রাম্প এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির মূল লক্ষ্য ছিল ইউরোপীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা এবং লবস্টারসহ (একধরনের সামুদ্রিক মাছে) নির্দিষ্ট কিছু মার্কিন পণ্যের
১০ ঘণ্টা আগে
ফোরামে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, আমরা একটি চুক্তির খুব কাছাকাছি আছি। আমি বিশ্বাস করি, তাঁরা এখন এমন এক জায়গায় আছে, যেখান থেকে এক হয়ে চুক্তি সম্পন্ন করতে পারে। আর যদি তাঁরা তা না করে, তবে তাঁরা স্টুপিড। আমি জানি তাঁরা আসলে নির্বোধ নন, কিন্তু এই সমাধান করতে না পারলে তাঁদের নির্বোধই বলতে হবে।’
১০ ঘণ্টা আগে
বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে আবারও গ্রিনল্যান্ড দখলের ঘোষণা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার ফোরামে দেওয়া ভাষণে তিনি গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং ইউরোপীয় মিত্রদের প্রতি হুঁশিয়ারি...
১০ ঘণ্টা আগে