
ফ্রান্সে ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাসের নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এক ফিলিস্তিনি বংশোদ্ভূত ফরাসি মানবাধিকারকর্মী। সালাহ হামুরি নামে ওই মানবাধিকারকর্মী গত মঙ্গলবার তাঁর মোবাইলে গুপ্তচরবৃত্তির অভিযোগে এনএসও-এর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন। স্থানীয় সময় মঙ্গলবার মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদ সংস্থা মিডল ইস্ট প্রকাশ করেছে।
হামুরি ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস (এফআইডিএইচ) এবং হিউম্যান রাইটস লিগ (এলডিএইচ)-এর কাছে একসঙ্গে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে হামুরি পেগাসাসকে হামুরির ফোনে ‘অবৈধভাবে অনুপ্রবেশ’ করা হয়েছে। বলা হয়েছে, ‘হামুরি অধিকৃত ফিলিস্তিনে থাকাকালীন এই কাজ শুরু হয় এবং ফ্রান্সে আসার পরও তা অব্যাহত থাকে—যা ফরাসি আইনের অধীন নাগরিকের গোপনীয়তার অধিকারের লঙ্ঘন।’
এর আগে, মানবাধিকার সংস্থাগুলো বেশ কয়েকজন মানবাধিকারকর্মীর ফোন পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে হ্যাক করা হয়েছিল বলে জানায় গত বছরের নভেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনে।
ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটসের আইনজীবী প্যাট্রিক ব্যাল্ডউইন বলেন, ‘অবশ্যই এটি এমন এক কাজ যা একটি বৃহত্তর রাজনৈতিক কাঠামোর অংশ, যা হামুরিকে বছরের পর বছর ধরে হয়রানি করেছে।’
আদদামীর নামে এক মানবাধিকার সংগঠনের বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, হামুরি ২০০০ সালে ১৫ বছর বয়স থেকেই ইসরায়েলি নিপীড়নের শিকার হয়েছেন। সেসময় তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। এর পরের বছরই হামুরি ১৬ বছর বয়সে প্রথম গ্রেপ্তার হন এবং তারপর থেকে ইসরায়েলি কর্তৃপক্ষের দ্বারা তিনি ক্রমাগত হয়রানির সম্মুখীন হয়েছেন। যার মধ্যে রয়েছে—ছয়বার কারাদণ্ড, বেশ কয়েকবার নির্বিচারে গ্রেপ্তার, ভ্রমণ নিষেধাজ্ঞা, জরিমানা, গৃহবন্দী, পরিবার থেকে বিচ্ছেদ এবং বাসস্থান কেড়ে নেওয়া।

ফ্রান্সে ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাসের নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এক ফিলিস্তিনি বংশোদ্ভূত ফরাসি মানবাধিকারকর্মী। সালাহ হামুরি নামে ওই মানবাধিকারকর্মী গত মঙ্গলবার তাঁর মোবাইলে গুপ্তচরবৃত্তির অভিযোগে এনএসও-এর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন। স্থানীয় সময় মঙ্গলবার মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদ সংস্থা মিডল ইস্ট প্রকাশ করেছে।
হামুরি ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস (এফআইডিএইচ) এবং হিউম্যান রাইটস লিগ (এলডিএইচ)-এর কাছে একসঙ্গে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে হামুরি পেগাসাসকে হামুরির ফোনে ‘অবৈধভাবে অনুপ্রবেশ’ করা হয়েছে। বলা হয়েছে, ‘হামুরি অধিকৃত ফিলিস্তিনে থাকাকালীন এই কাজ শুরু হয় এবং ফ্রান্সে আসার পরও তা অব্যাহত থাকে—যা ফরাসি আইনের অধীন নাগরিকের গোপনীয়তার অধিকারের লঙ্ঘন।’
এর আগে, মানবাধিকার সংস্থাগুলো বেশ কয়েকজন মানবাধিকারকর্মীর ফোন পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে হ্যাক করা হয়েছিল বলে জানায় গত বছরের নভেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনে।
ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটসের আইনজীবী প্যাট্রিক ব্যাল্ডউইন বলেন, ‘অবশ্যই এটি এমন এক কাজ যা একটি বৃহত্তর রাজনৈতিক কাঠামোর অংশ, যা হামুরিকে বছরের পর বছর ধরে হয়রানি করেছে।’
আদদামীর নামে এক মানবাধিকার সংগঠনের বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, হামুরি ২০০০ সালে ১৫ বছর বয়স থেকেই ইসরায়েলি নিপীড়নের শিকার হয়েছেন। সেসময় তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। এর পরের বছরই হামুরি ১৬ বছর বয়সে প্রথম গ্রেপ্তার হন এবং তারপর থেকে ইসরায়েলি কর্তৃপক্ষের দ্বারা তিনি ক্রমাগত হয়রানির সম্মুখীন হয়েছেন। যার মধ্যে রয়েছে—ছয়বার কারাদণ্ড, বেশ কয়েকবার নির্বিচারে গ্রেপ্তার, ভ্রমণ নিষেধাজ্ঞা, জরিমানা, গৃহবন্দী, পরিবার থেকে বিচ্ছেদ এবং বাসস্থান কেড়ে নেওয়া।

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইয়েমেনের বন্দরনগরী মুকাল্লার কাছে এক বিমানঘাঁটিতে বিস্ফোরক মজুত করেছে এবং সেখানে একটি গোপন ভূগর্ভস্থ বন্দিশালা পরিচালনা করছে, এমন অভিযোগ করেছেন ইয়েমেন সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
৩৪ মিনিট আগে
ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের কাছে হস্তান্তরের পরিকল্পনাকে ‘চরম বোকামি’ এবং ‘জাতীয় নিরাপত্তার জন্য বিশাল হুমকি’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টে ট্রাম্প এমন বার্তা দেন।
১ ঘণ্টা আগে
সৌদি আরবের শ্রমবাজারে স্থানীয় নাগরিকদের অংশীদারত্ব বাড়াতে এবং বেকারত্ব হ্রাসে বড় ধরনের এক সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বিপণন ও বিক্রয় সংক্রান্ত ১৮টি বিশেষ পেশায় এখন থেকে অন্তত ৬০ শতাংশ সৌদি নাগরিক নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করেছে।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার দাবির বিরোধিতা করলে ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের যে হুমকি তিনি দিয়েছেন, তা তিনি ‘শতভাগ’ বাস্তবায়ন করবেন। গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বের পক্ষে ইউরোপীয় মিত্ররা একযোগে অবস্থান নিয়েছে।
১ ঘণ্টা আগে