
পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করতে যাচ্ছে রাশিয়া। স্থানীয় সময় মঙ্গলবার রাশিয়া জ্বালানি খাতের প্রতিষ্ঠান গ্যাজপ্রম পোল্যান্ডের রাষ্ট্রায়ত্ত জ্বালানি নিয়ন্ত্রক প্রতিষ্ঠানকে পিজিএনআইজি-কে জানিয়েছে, বুধবার থেকে পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে তাদের কথিত ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করলে পশ্চিমা বিশ্বের দেশগুলো রাশিয়ার ওপর নানাবিধ এবং নানা মাত্রায় অবরোধ আরোপ করে। জবাবে রাশিয়াও ঘোষণা দেয়—যেসব দেশ রাশিয়ার বন্ধু নয় তাদের রাশিয়ার তেল গ্যাস কিনতে হবে রাশিয়ার মুদ্রা রুবলে।
এ প্রসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন, যেসব দেশ রাশিয়ার বন্ধু নয় তারা যদি রাশিয়ার তেল-গ্যাস কিনতে চায় তবে তাদের একটি চুক্তির অধীনে রাশিয়ার ব্যাংক গ্যাজপ্রম ব্যাংকে অ্যাকাউন্ট খুলবে এবং রাশিয়ার তেল-গ্যাসের জন্য ইউরো বা ডলার যেভাবেই অর্থ প্রদান করবে তা রুবলে রূপান্তরিত হবে। পোল্যান্ড সেই শর্তে রাজি না হওয়ায় রাশিয়া যদি দেশটিতে গ্যাস সরবরাহ বাতিল করে তবে—পোল্যান্ডই হবে ইউরোপের প্রথম দেশ।
পূর্ব ইউরোপে পশ্চিমা বিশ্বের অন্যতম মিত্র দেশ পোল্যান্ড রাশিয়ার কট্টর প্রতিপক্ষ। দেশটির সঙ্গে রাশিয়ার সম্পর্ক খুব একটা ভালো। চলতি বছরই রাশিয়ার সঙ্গে গ্যাস নিয়ে করা চুক্তির মেয়াদ শেষ হবে। দেশটি বারবার জানিয়েছে, তারা গ্যাস কেনার ক্ষেত্রে রাশিয়ার শর্ত মেনে নেবে না এমনকি চুক্তির মেয়াদও বাড়াবে না।
এদিকে, রাশিয়ার হুমকির জবাবে পোল্যান্ডের পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, পোল্যান্ডে পর্যাপ্ত জ্বালানি রয়েছে। পোল্যান্ডের নিজস্ব গ্যাসের মজুত থেকে গ্যাস উত্তোলনের কোনো প্রয়োজন নেই এবং নাগরিকদের গ্যাসের সুবিধাও বিচ্ছিন্ন হবে না।

পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করতে যাচ্ছে রাশিয়া। স্থানীয় সময় মঙ্গলবার রাশিয়া জ্বালানি খাতের প্রতিষ্ঠান গ্যাজপ্রম পোল্যান্ডের রাষ্ট্রায়ত্ত জ্বালানি নিয়ন্ত্রক প্রতিষ্ঠানকে পিজিএনআইজি-কে জানিয়েছে, বুধবার থেকে পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে তাদের কথিত ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করলে পশ্চিমা বিশ্বের দেশগুলো রাশিয়ার ওপর নানাবিধ এবং নানা মাত্রায় অবরোধ আরোপ করে। জবাবে রাশিয়াও ঘোষণা দেয়—যেসব দেশ রাশিয়ার বন্ধু নয় তাদের রাশিয়ার তেল গ্যাস কিনতে হবে রাশিয়ার মুদ্রা রুবলে।
এ প্রসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন, যেসব দেশ রাশিয়ার বন্ধু নয় তারা যদি রাশিয়ার তেল-গ্যাস কিনতে চায় তবে তাদের একটি চুক্তির অধীনে রাশিয়ার ব্যাংক গ্যাজপ্রম ব্যাংকে অ্যাকাউন্ট খুলবে এবং রাশিয়ার তেল-গ্যাসের জন্য ইউরো বা ডলার যেভাবেই অর্থ প্রদান করবে তা রুবলে রূপান্তরিত হবে। পোল্যান্ড সেই শর্তে রাজি না হওয়ায় রাশিয়া যদি দেশটিতে গ্যাস সরবরাহ বাতিল করে তবে—পোল্যান্ডই হবে ইউরোপের প্রথম দেশ।
পূর্ব ইউরোপে পশ্চিমা বিশ্বের অন্যতম মিত্র দেশ পোল্যান্ড রাশিয়ার কট্টর প্রতিপক্ষ। দেশটির সঙ্গে রাশিয়ার সম্পর্ক খুব একটা ভালো। চলতি বছরই রাশিয়ার সঙ্গে গ্যাস নিয়ে করা চুক্তির মেয়াদ শেষ হবে। দেশটি বারবার জানিয়েছে, তারা গ্যাস কেনার ক্ষেত্রে রাশিয়ার শর্ত মেনে নেবে না এমনকি চুক্তির মেয়াদও বাড়াবে না।
এদিকে, রাশিয়ার হুমকির জবাবে পোল্যান্ডের পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, পোল্যান্ডে পর্যাপ্ত জ্বালানি রয়েছে। পোল্যান্ডের নিজস্ব গ্যাসের মজুত থেকে গ্যাস উত্তোলনের কোনো প্রয়োজন নেই এবং নাগরিকদের গ্যাসের সুবিধাও বিচ্ছিন্ন হবে না।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
৫ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৬ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৭ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৯ ঘণ্টা আগে