Ajker Patrika

আনুষ্ঠানিকভাবে স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন পাকিস্তানি বংশোদ্ভূত হামজা ইউসুফ

আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১৯: ৪৯
আনুষ্ঠানিকভাবে স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন পাকিস্তানি বংশোদ্ভূত হামজা ইউসুফ

আনুষ্ঠানিকভাবে স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত হামজা ইউসুফ। 

আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, নিকোলা স্টারজন আনুষ্ঠানিক পদত্যাগ করেছেন। তিনি তাঁর পদত্যাগপত্র রাজার কাছে জমা দিয়েছেন। তাঁর উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিচ্ছেন পাকিস্তানি বংশোদ্ভূত হামজা ইউসুফ। 

এডিনবার্গের কোর্ট অফ সেশনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে আগামীকাল বুধবার হামজা ইউসুফ আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

এর আগে হামজা ইউসুফ স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) দলীয় প্রধান হিসেবে নির্বাচিত হন। সামান্য ব্যবধানে তিনি জয়লাভ করেন। তিনি ৫২ দশমিক ১ শতাংশ ভোট পান। নিকটতম প্রতিদ্বন্দ্বী কেট ফরবিস পান ৪৭ দশমিক ৯ শতাংশ ভোট। ৩৭ বছর বয়সী হামজা ইউসুফ প্রথম মুসলিম হিসেবে স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন।

হামজা ইউসুফ ২০১২ সাল থেকে সরকারের বিচার সচিব এবং পরিবহন মন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত