
রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের শেষকৃত্যের আগেও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের অফিস ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে কর্মীরা আয়োজন করেছিলেন মদের পার্টি। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, গত বছরের ১৬ এপ্রিল ওই মদের পার্টি অনুষ্ঠিত হয়। প্রায় ৩০ জন কর্মী ওই পার্টিতে অংশ নেন। প্রিন্স ফিলিপের শেষকৃত্যের আগে তাঁরা নেচে-গেয়ে পার্টি উদ্যাপন করেন। তবে ওই পার্টিতে উপস্থিত ছিলেন না যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি চেকার্সের ছুটি কাটাচ্ছিলেন।
গত বছরের ১৭ এপ্রিল প্রিন্স ফিলিপের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। ওই সময় যুক্তরাজ্যে লকডাউনও চলছিল।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অফিসের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে বরিস জনসনের সাবেক যোগাযোগ পরিচালক জেমস স্ল্যাকের বিদায়ি পার্টি ছিল সেটি। সেখানে একটি বিদায়ি ভাষণ দিয়েছিলেন জেমস স্ল্যাক। সেখানে তিনি তাঁর সহকর্মীদের ধন্যবাদ জানিয়েছিলেন।
জেমস স্ল্যাক বর্তমানে দ্য সান সংবাদমাধ্যমে উপসম্পাদকের পদে রয়েছেন।
যুক্তরাজের বিরোধী লেবার পার্টির নেত্রী অ্যাঞ্জেলা রেনার বলেন, ডাউনিং স্ট্রিটের এমন কর্মকাণ্ডে আমি বাকরুদ্ধ।
উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে ২০২০ সালের মে মাসে যুক্তরাজ্যজুড়ে চলছিল লকডাউন। তখন দেশটিতে জমায়েত, পার্টি—সবকিছুর ওপরই নিষেধাজ্ঞা জারি করা হয়। ওই সময়ই ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে পার্টি করেছিলেন জনসন। এরই মধ্যে এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এ ঘটনায় বরিস জনসনের নিজ দলের এমপিরাই প্রকাশ্যে তাঁর পদত্যাগ দাবি করেছেন।

রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের শেষকৃত্যের আগেও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের অফিস ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে কর্মীরা আয়োজন করেছিলেন মদের পার্টি। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, গত বছরের ১৬ এপ্রিল ওই মদের পার্টি অনুষ্ঠিত হয়। প্রায় ৩০ জন কর্মী ওই পার্টিতে অংশ নেন। প্রিন্স ফিলিপের শেষকৃত্যের আগে তাঁরা নেচে-গেয়ে পার্টি উদ্যাপন করেন। তবে ওই পার্টিতে উপস্থিত ছিলেন না যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি চেকার্সের ছুটি কাটাচ্ছিলেন।
গত বছরের ১৭ এপ্রিল প্রিন্স ফিলিপের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। ওই সময় যুক্তরাজ্যে লকডাউনও চলছিল।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অফিসের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে বরিস জনসনের সাবেক যোগাযোগ পরিচালক জেমস স্ল্যাকের বিদায়ি পার্টি ছিল সেটি। সেখানে একটি বিদায়ি ভাষণ দিয়েছিলেন জেমস স্ল্যাক। সেখানে তিনি তাঁর সহকর্মীদের ধন্যবাদ জানিয়েছিলেন।
জেমস স্ল্যাক বর্তমানে দ্য সান সংবাদমাধ্যমে উপসম্পাদকের পদে রয়েছেন।
যুক্তরাজের বিরোধী লেবার পার্টির নেত্রী অ্যাঞ্জেলা রেনার বলেন, ডাউনিং স্ট্রিটের এমন কর্মকাণ্ডে আমি বাকরুদ্ধ।
উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে ২০২০ সালের মে মাসে যুক্তরাজ্যজুড়ে চলছিল লকডাউন। তখন দেশটিতে জমায়েত, পার্টি—সবকিছুর ওপরই নিষেধাজ্ঞা জারি করা হয়। ওই সময়ই ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে পার্টি করেছিলেন জনসন। এরই মধ্যে এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এ ঘটনায় বরিস জনসনের নিজ দলের এমপিরাই প্রকাশ্যে তাঁর পদত্যাগ দাবি করেছেন।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে অপসারণ ও আটকের ঘটনাকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। আজ শনিবার (৩ জানুয়ারি) এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার এই অভিযানকে বিশ্ব রাজনীতির একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন।
১ ঘণ্টা আগে
মার্কিন বাহিনীর হাতে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রথম ছবি প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার (৩ জানুয়ারি) ট্রাম্পের ট্রুথ সোশ্যালে প্রকাশিত ওই ছবিতে মাদুরোকে একটি মার্কিন যুদ্ধজাহাজের ডেকে বন্দী অবস্থায় দেখা যায়।
১ ঘণ্টা আগে
১৯৭০-এর দশকে বিশ্বজুড়ে বাড়তে থাকা সন্ত্রাসবাদ মোকাবিলার জন্য একটি বিশেষায়িত ইউনিটের প্রয়োজনীয়তা অনুভব করে পেন্টাগন। ভিয়েতনাম যুদ্ধের অভিজ্ঞতাসম্পন্ন কর্নেল চার্লস বেকউইথ ব্রিটিশ বিশেষ বাহিনী ‘এসএএস’-এর আদলে ১৯৭৭ সালে এই ডেল্টা ফোর্স গঠন করেন। উত্তর ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগে এর প্রধান কার্যালয়।
২ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় বড় ধরনের সামরিক আগ্রাসন চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি সত্য হলে সবার দৃষ্টি নিবদ্ধ হবে একটি প্রশ্নে— ভেনেজুয়েলার শাসনভার এখন কার হাতে।
৩ ঘণ্টা আগে