
আরও ৯ বছরে কারাদণ্ড দেওয়া হয়েছে রাশিয়ার বিরোধী রাজনীতিবিদ অ্যালেক্সেই নাভালনিকে। স্থানীয় সময় মঙ্গলবার রাশিয়ার একটি আদালত তাঁকে এই দণ্ড দেয়। ফলে শিগগিরই মুক্তি মিলছে না রাশিয়ার সরকার বিরোধী এই রাজানীতিবিদের। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রাশিয়া ইউক্রেনে তাঁদের দাবিকৃত ‘বিশেষ অভিযান’ চালানোর ২৭ দিনের মাথায় নাভালনিকে এই দণ্ড দেওয়া হলো। এর ফলে আগামি দেড় বছর পর নাভালনির কারাবাসের মেয়াদ ফুরানোর কথা থাকলেও তাকে আরও আট বছর অতিরিক্ত কারাবাস করতে হবে। মস্কোর বাইরে পোকরভ শহরে এক কারাগারের ভেতরে বিচারের মুখোমুখি করা হয় নাভালনিকে।
রুশ আদালতের এই রায়ের পর নাভালনি তাঁর ইনস্টাগ্রাম পোস্টে পুতিনকে উদ্দেশ্য করে বলেছেন—‘পুতিন সত্যকে ভয় পান, আমি সবসময় এটি বলেছি। সেন্সরশিপের বিরুদ্ধে লড়াই, রাশিয়ার জনগণের কাছে সত্য প্রচার করাই সবসময় আমাদের মূল লক্ষ্য ছিল।’
পোস্টে নাভালনি বর্তমান সরকারকে উদ্দেশ্য করে রাশিয়ার নাগরিকদের তাঁর দেশের ‘যুদ্ধাপরাধীদের’ প্রতিহত করার আহ্বান জানান।
ওই মামলার বিচারকার্যের সময় উপস্থিত থাকা এএফপির এক সাংবাদিকের মতে—মামলার বিচারক মার্গারিতা কোতোভা বলেছেন, ‘নাভালনি একটি সংগঠিত গোষ্ঠীর সম্পত্তি চুরি করার বিষয়ে জালিয়াতি করেছেন।’
নাভালনির আইনজীবী ওলগা মিখাইলোভা এবং ভাদিম কোবজেভকে রায়ের পর কারাগারের বাইরে থাকা পুলিশ সংক্ষিপ্ত সময়ের জন্য আটক করেছিল কিন্তু পরে তাঁদের মুক্তি দেওয়া হয়।
নাভালনির মামলার কৌসুলীরা বলেছেন—নতুন যে দণ্ড নাভালনিকে দেওয়া হলো তার অর্থ হলো, নাভালনিকে দেড় বছরের পরিবর্তে আরও আট বছর কারাগারে থাকতে হবে।

আরও ৯ বছরে কারাদণ্ড দেওয়া হয়েছে রাশিয়ার বিরোধী রাজনীতিবিদ অ্যালেক্সেই নাভালনিকে। স্থানীয় সময় মঙ্গলবার রাশিয়ার একটি আদালত তাঁকে এই দণ্ড দেয়। ফলে শিগগিরই মুক্তি মিলছে না রাশিয়ার সরকার বিরোধী এই রাজানীতিবিদের। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রাশিয়া ইউক্রেনে তাঁদের দাবিকৃত ‘বিশেষ অভিযান’ চালানোর ২৭ দিনের মাথায় নাভালনিকে এই দণ্ড দেওয়া হলো। এর ফলে আগামি দেড় বছর পর নাভালনির কারাবাসের মেয়াদ ফুরানোর কথা থাকলেও তাকে আরও আট বছর অতিরিক্ত কারাবাস করতে হবে। মস্কোর বাইরে পোকরভ শহরে এক কারাগারের ভেতরে বিচারের মুখোমুখি করা হয় নাভালনিকে।
রুশ আদালতের এই রায়ের পর নাভালনি তাঁর ইনস্টাগ্রাম পোস্টে পুতিনকে উদ্দেশ্য করে বলেছেন—‘পুতিন সত্যকে ভয় পান, আমি সবসময় এটি বলেছি। সেন্সরশিপের বিরুদ্ধে লড়াই, রাশিয়ার জনগণের কাছে সত্য প্রচার করাই সবসময় আমাদের মূল লক্ষ্য ছিল।’
পোস্টে নাভালনি বর্তমান সরকারকে উদ্দেশ্য করে রাশিয়ার নাগরিকদের তাঁর দেশের ‘যুদ্ধাপরাধীদের’ প্রতিহত করার আহ্বান জানান।
ওই মামলার বিচারকার্যের সময় উপস্থিত থাকা এএফপির এক সাংবাদিকের মতে—মামলার বিচারক মার্গারিতা কোতোভা বলেছেন, ‘নাভালনি একটি সংগঠিত গোষ্ঠীর সম্পত্তি চুরি করার বিষয়ে জালিয়াতি করেছেন।’
নাভালনির আইনজীবী ওলগা মিখাইলোভা এবং ভাদিম কোবজেভকে রায়ের পর কারাগারের বাইরে থাকা পুলিশ সংক্ষিপ্ত সময়ের জন্য আটক করেছিল কিন্তু পরে তাঁদের মুক্তি দেওয়া হয়।
নাভালনির মামলার কৌসুলীরা বলেছেন—নতুন যে দণ্ড নাভালনিকে দেওয়া হলো তার অর্থ হলো, নাভালনিকে দেড় বছরের পরিবর্তে আরও আট বছর কারাগারে থাকতে হবে।

সুইজারল্যান্ডের একটি অভিজাত স্কি রিসোর্টে নতুন বছর উদ্যাপনের আনন্দ মুহূর্তেই ভয়াবহ ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রাঁস-মঁতানা স্কি রিসোর্টে নববর্ষের রাতে একটি জনাকীর্ণ বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ১১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়...
১ ঘণ্টা আগে
২০২৫ সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই নিজেকে ‘শান্তির প্রেসিডেন্ট’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বাস্তবতা ভিন্ন ছবি দেখাচ্ছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সদ্য শেষ হওয়া বছরটিতে যুক্তরাষ্ট্র অন্তত সাতটি দেশে সামরিক..
২ ঘণ্টা আগে
গত দুই দিনে বিক্ষোভকে কেন্দ্র করে তিনটি প্রাণহানির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে কুহদাশত শহরে দাঙ্গাকারীদের হামলায় ২১ বছর বয়সী আমির হোসাম খোদায়ারি ফার্দ নামের এক বাসিজ সদস্য (আধা সামরিক বাহিনী) নিহত হন। এ ঘটনায় আরও ১৩ পুলিশ ও বাসিজ সদস্য আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবার নিয়ম অনুযায়ী, মার্কিন নাগরিকের স্বামী বা স্ত্রী ‘ইমিডিয়েট রিলেটিভ’ বা নিকটাত্মীয় ক্যাটাগরিতে পড়েন এবং তাঁরা গ্রিন কার্ডের জন্য আবেদনের যোগ্য। তবে ৩০ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন অভিবাসন আইনজীবী ব্র্যাড বার্নস্টাইন সতর্ক করে দিয়ে বলেছেন, বর্তমান ট্রাম্প প্রশাস
৩ ঘণ্টা আগে