
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের ইউক্রেন সফরের মধ্যে গতকাল বৃহস্পতিবার কিয়েভে রকেট হামলার ঘটনা ঘটেছে। এ হামলার পর আন্তোনিও গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, নিরাপত্তা পরিষদ ইউক্রেনের যুদ্ধ ঠেকাতে বা বন্ধ করতে ব্যর্থ হয়েছে। এটি বিশাল হতাশা ও ক্রোধের বিষয়।’ ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব জানানো হয়েছে।
জাতিসংঘের মহাসচিব আরও বলেছেন, ‘খুব স্পষ্ট করে বলি, এটি (নিরাপত্তা পরিষদ) যুদ্ধ থামাতে কিংবা বন্ধ করতে তার ক্ষমতার সবকিছু করতে ব্যর্থ হয়েছে।’
জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের সুনির্দিষ্ট কাজ বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা। তবে গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকেই সমালোচনার মুখোমুখি হচ্ছে নিরাপত্তা পরিষদ।
নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের অন্যতম সদস্য রাশিয়া। দেশটি এই সংঘাত নিয়ে নিরাপত্তা পরিষদের প্রস্তাবে একাধিকবার ভেটো ক্ষমতা প্রয়োগ করেছে।
আন্তোনিও গুতেরেস বৃহস্পতিবার সন্ধ্যায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেছেন। সেখানে তিনি বলেন, ‘আমি এখানে প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ইউক্রেনের জনগণকে এটিই বলতে এসেছি যে, আমরা হাল ছাড়ব না।’
নিরাপত্তা পরিষদ ‘পঙ্গু হয়ে গেছে’ স্বীকার করে নিয়ে গুতেরেস বলেন, ‘পরিষদ যখন পঙ্গু হয়ে গেছে, তখন জাতিসংঘ ভিন্ন পদক্ষেপ নিচ্ছে। ইউক্রেনে জাতিসংঘের ১ হাজার ৪০০ কর্মী রয়েছেন, যাঁরা খাদ্যসহায়তা, নগদ অর্থ এবং অন্যান্য সহায়তা প্রদানের জন্য কাজ করছেন।’
বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘এই সফরের মধ্য দিয়ে গুতেরেস ইউক্রেনে রাশিয়ার ‘যুদ্ধাপরাধ’ প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছেন।’ এ সময় তিনি আবারও তাঁর দেশে রাশিয়ার পদক্ষেপকে ‘গণহত্যা’ বলে আখ্যায়িত করেন।
গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিবের সফরের সময় রাজধানী কিয়েভের কেন্দ্রীয় শেভচেঙ্কো জেলায় দুটি বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন শহরটির মেয়র ভিতালি ক্লিৎসকো।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের ইউক্রেন সফরের মধ্যে গতকাল বৃহস্পতিবার কিয়েভে রকেট হামলার ঘটনা ঘটেছে। এ হামলার পর আন্তোনিও গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, নিরাপত্তা পরিষদ ইউক্রেনের যুদ্ধ ঠেকাতে বা বন্ধ করতে ব্যর্থ হয়েছে। এটি বিশাল হতাশা ও ক্রোধের বিষয়।’ ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব জানানো হয়েছে।
জাতিসংঘের মহাসচিব আরও বলেছেন, ‘খুব স্পষ্ট করে বলি, এটি (নিরাপত্তা পরিষদ) যুদ্ধ থামাতে কিংবা বন্ধ করতে তার ক্ষমতার সবকিছু করতে ব্যর্থ হয়েছে।’
জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের সুনির্দিষ্ট কাজ বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা। তবে গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকেই সমালোচনার মুখোমুখি হচ্ছে নিরাপত্তা পরিষদ।
নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের অন্যতম সদস্য রাশিয়া। দেশটি এই সংঘাত নিয়ে নিরাপত্তা পরিষদের প্রস্তাবে একাধিকবার ভেটো ক্ষমতা প্রয়োগ করেছে।
আন্তোনিও গুতেরেস বৃহস্পতিবার সন্ধ্যায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেছেন। সেখানে তিনি বলেন, ‘আমি এখানে প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ইউক্রেনের জনগণকে এটিই বলতে এসেছি যে, আমরা হাল ছাড়ব না।’
নিরাপত্তা পরিষদ ‘পঙ্গু হয়ে গেছে’ স্বীকার করে নিয়ে গুতেরেস বলেন, ‘পরিষদ যখন পঙ্গু হয়ে গেছে, তখন জাতিসংঘ ভিন্ন পদক্ষেপ নিচ্ছে। ইউক্রেনে জাতিসংঘের ১ হাজার ৪০০ কর্মী রয়েছেন, যাঁরা খাদ্যসহায়তা, নগদ অর্থ এবং অন্যান্য সহায়তা প্রদানের জন্য কাজ করছেন।’
বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘এই সফরের মধ্য দিয়ে গুতেরেস ইউক্রেনে রাশিয়ার ‘যুদ্ধাপরাধ’ প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছেন।’ এ সময় তিনি আবারও তাঁর দেশে রাশিয়ার পদক্ষেপকে ‘গণহত্যা’ বলে আখ্যায়িত করেন।
গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিবের সফরের সময় রাজধানী কিয়েভের কেন্দ্রীয় শেভচেঙ্কো জেলায় দুটি বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন শহরটির মেয়র ভিতালি ক্লিৎসকো।

স্পেনের দক্ষিণাঞ্চলে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। এতে আরও বহু মানুষ আহত হয়েছেন। স্পেনের সিভিল গার্ড এ তথ্য জানিয়েছে। এটি গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে দেশটির সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্র দায়মুক্তির মনোভাব নিয়ে কাজ করছে এবং আন্তর্জাতিক আইনের চেয়ে নিজ শক্তি ও ‘গায়ের জোরকেই’ বেশি গুরুত্ব দিচ্ছে। এমনটাই মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, ওয়াশিংটনের কাছে বহুপক্ষীয় সমাধান কার্যত অপ্রাসঙ্গিক বলে মনে হচ্ছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি মোটেলে মাদক ও যৌনব্যবসার অভিযোগে এক ভারতীয় দম্পতিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, ফেডারেল ও স্থানীয় গোয়েন্দাদের যৌথ অভিযানে ওই অপরাধ চক্রের মূল আস্তানা হিসেবে পরিচিত মোটেলটিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুদ্ধ পরবর্তী গাজার শাসনব্যবস্থা এবং পুনর্গঠন তদারকি করার জন্য ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোতে যোগ দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ করেছে।
৪ ঘণ্টা আগে