Ajker Patrika

রাশিয়ার সামরিক তৎপরতা কমানোর ঘোষণা সত্ত্বেও চ্যালেঞ্জের মাত্রা কমেনি: জেলেনস্কি

আপডেট : ৩০ মার্চ ২০২২, ১০: ২৯
রাশিয়ার সামরিক তৎপরতা কমানোর ঘোষণা সত্ত্বেও চ্যালেঞ্জের মাত্রা কমেনি: জেলেনস্কি

ইউক্রেনে রাশিয়ার সামরিক তৎপরতা কমানোর ঘোষণা দেওয়া হলেও এখনো ইউক্রেনে ‘রুশ বোমাবর্ষণ কমেনি’ বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্টের এ দাবি করেছেন। আজ বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জেলেনস্কি তাঁর ভাষণে বলেন, ‘আমি নিশ্চিত যে আপনারা খবরটি দেখেছেন—রাশিয়ার সামরিক বাহিনী কিয়েভ ও চেরনিহিভ এলাকায় তাদের সামরিক তৎপরতা কমানোর সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু ইউক্রেন সতর্ক অবস্থা ত্যাগ করতে চায় না এবং সেরকম পরিস্থিতি এখনো হয়ে ওঠেনি। চ্যালেঞ্জের মাত্রা কমেনি। রাশিয়ার সেনাবাহিনীর এখনো আমাদের দেশের বিরুদ্ধে আক্রমণ চালানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তাদের কাছে প্রচুর সরঞ্জাম ও লোক রয়েছে।’ 

জেলেনস্কি আরও বলেন, ‘“শত্রু” এখনো আমাদের ভূখণ্ডে রয়েছে। তারা আমাদের শহরে গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে। মারিওপোল অবরুদ্ধ। রকেট ও বিমান হামলা থামছে না।’ 

তবে ভাষণে জেলেনস্কি আলোচনা চালিয়ে যেতে ইউক্রেনের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন, ‘ইউক্রেন আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত। আমাদের দেশের জন্য প্রকৃত নিরাপত্তা অর্জন করতে হবে।’ 

এ সময় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘কিছু দেশ আশা করতে পারে, চলমান আলোচনা রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ওপর প্রভাব ফেলবে। যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞার প্রশ্ন উত্থাপিত হতে পারে না, যতক্ষণ না আমরা আমাদের অধিকার ফিরে পাই এবং যতক্ষণ না আমরা ন্যায়বিচার নিশ্চিত করি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়া কেন এত কঠিন

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত