
ইউক্রেনে রাশিয়ার সামরিক তৎপরতা কমানোর ঘোষণা দেওয়া হলেও এখনো ইউক্রেনে ‘রুশ বোমাবর্ষণ কমেনি’ বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্টের এ দাবি করেছেন। আজ বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জেলেনস্কি তাঁর ভাষণে বলেন, ‘আমি নিশ্চিত যে আপনারা খবরটি দেখেছেন—রাশিয়ার সামরিক বাহিনী কিয়েভ ও চেরনিহিভ এলাকায় তাদের সামরিক তৎপরতা কমানোর সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু ইউক্রেন সতর্ক অবস্থা ত্যাগ করতে চায় না এবং সেরকম পরিস্থিতি এখনো হয়ে ওঠেনি। চ্যালেঞ্জের মাত্রা কমেনি। রাশিয়ার সেনাবাহিনীর এখনো আমাদের দেশের বিরুদ্ধে আক্রমণ চালানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তাদের কাছে প্রচুর সরঞ্জাম ও লোক রয়েছে।’
জেলেনস্কি আরও বলেন, ‘“শত্রু” এখনো আমাদের ভূখণ্ডে রয়েছে। তারা আমাদের শহরে গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে। মারিওপোল অবরুদ্ধ। রকেট ও বিমান হামলা থামছে না।’
তবে ভাষণে জেলেনস্কি আলোচনা চালিয়ে যেতে ইউক্রেনের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন, ‘ইউক্রেন আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত। আমাদের দেশের জন্য প্রকৃত নিরাপত্তা অর্জন করতে হবে।’
এ সময় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘কিছু দেশ আশা করতে পারে, চলমান আলোচনা রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ওপর প্রভাব ফেলবে। যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞার প্রশ্ন উত্থাপিত হতে পারে না, যতক্ষণ না আমরা আমাদের অধিকার ফিরে পাই এবং যতক্ষণ না আমরা ন্যায়বিচার নিশ্চিত করি।’

ইউক্রেনে রাশিয়ার সামরিক তৎপরতা কমানোর ঘোষণা দেওয়া হলেও এখনো ইউক্রেনে ‘রুশ বোমাবর্ষণ কমেনি’ বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্টের এ দাবি করেছেন। আজ বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জেলেনস্কি তাঁর ভাষণে বলেন, ‘আমি নিশ্চিত যে আপনারা খবরটি দেখেছেন—রাশিয়ার সামরিক বাহিনী কিয়েভ ও চেরনিহিভ এলাকায় তাদের সামরিক তৎপরতা কমানোর সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু ইউক্রেন সতর্ক অবস্থা ত্যাগ করতে চায় না এবং সেরকম পরিস্থিতি এখনো হয়ে ওঠেনি। চ্যালেঞ্জের মাত্রা কমেনি। রাশিয়ার সেনাবাহিনীর এখনো আমাদের দেশের বিরুদ্ধে আক্রমণ চালানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তাদের কাছে প্রচুর সরঞ্জাম ও লোক রয়েছে।’
জেলেনস্কি আরও বলেন, ‘“শত্রু” এখনো আমাদের ভূখণ্ডে রয়েছে। তারা আমাদের শহরে গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে। মারিওপোল অবরুদ্ধ। রকেট ও বিমান হামলা থামছে না।’
তবে ভাষণে জেলেনস্কি আলোচনা চালিয়ে যেতে ইউক্রেনের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন, ‘ইউক্রেন আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত। আমাদের দেশের জন্য প্রকৃত নিরাপত্তা অর্জন করতে হবে।’
এ সময় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘কিছু দেশ আশা করতে পারে, চলমান আলোচনা রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ওপর প্রভাব ফেলবে। যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞার প্রশ্ন উত্থাপিত হতে পারে না, যতক্ষণ না আমরা আমাদের অধিকার ফিরে পাই এবং যতক্ষণ না আমরা ন্যায়বিচার নিশ্চিত করি।’

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
৩ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
৫ ঘণ্টা আগে