Ajker Patrika

প্রথম দফায় এগিয়ে মাখোঁ, দ্বিতীয় দফায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

আপডেট : ১১ এপ্রিল ২০২২, ২০: ৫২
প্রথম দফায় এগিয়ে মাখোঁ, দ্বিতীয় দফায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

ক্রমেই জমে উঠেছে ইউরোপের অন্যতম ক্ষমতাধর দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন। প্রথম দফা নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মারি লো পেনের চেয়ে এগিয়ে থাকলেও বুথ ফেরত জরিপ বলছে দ্বিতীয় দফা নির্বাচনে এই দুই প্রার্থীর মধ্য হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

প্রথম দফা নির্বাচনে মাখোঁ এগিয়ে থেকে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। প্রথম দফা জয়ের এই ধাক্কাকে কাজে লাগিয়ে দ্বিতীয় দফায় মেরি লো পেনকে কুপোকাত করা লক্ষ্যে দেশজুড়ে নির্বাচনী প্রচার চালানোর লক্ষ্য নির্ধারণ করেছেন তিনি। এই প্রচারে মাঁখোর প্রথম যাত্রা হবে মারি লো পেনের দুর্গ ডেনাইন। বিশ্লেষকদের ধারণা, নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারাতে তাঁর দুর্গ থেকেই যাত্রা শুরু করতে চান মাখোঁ। 

ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স টোয়েন্টিফোরের এক প্রতিবেদন অনুসারে প্রথম দফা নির্বাচনে, বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ পেয়েছেন ২৭ দশমিক ৮ শতাংশ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মারি লো পেন পেয়েছেন ২৩ দশমিক ১ শতাংশ ভোট। এ ছাড়া, আরেক প্রার্থী জঁ লুক মেলনশোঁ পেয়েছেন ২১ দশমিক ৯ শতাংশ ভোট এবং এরিক জেমুর পেয়েছেন ৭ দশমিক ১ শতাংশ ভোট। 

উভয় প্রার্থীই ২০১৭ সালের নির্বাচনের চেয়ে এই বারের নির্বাচনে প্রথম রাউন্ডে ভালো ভোট পেয়েছেন। তবে লো পেনের নির্বাচনী এজেন্টেরা ফলাফলের পর বেশ খানিকটা উচ্ছ্বসিত মেজাজে ছিলেনই এমনকি মাখোঁর চেয়ে ৪ শতাংশ ভোট কম পেয়েছেন। 

মেরি লো পেনের দল ন্যাশনাল র‍্যালি পার্টির সভাপতি জর্ডান বেনাল্লা জানিয়েছে ছিলেন, তিনি নিশ্চিত যে—মাখোঁর বিরুদ্ধে যারা ভোট দেবেন তাঁদের ৭০ শতাংশ ভোটই পাবেন মেরি লো পেন। 

ফরাসি রেডিওকে জর্ডান বেনাল্লা বলেন, ‘সবাই জানে, যদি সে (মাখোঁ) আবারও ফিরে আসে—তাহলে আগামী পাঁচ বছর হবে আরও সামাজিক ভাঙন, আর্থিক ক্ষয়ক্ষতি, সার্বভৌমত্বের ক্ষমতাহীনতা, দেশজুড়ে সহিংসতা এবং অভিবাসীর জোয়ার।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত