
ইউক্রেন সংকটে চীন রাশিয়াকে সমর্থনের প্রতিক্রিয়ায় পশ্চিমা বিশ্ব বলছে চীন-রাশিয়া মিলে বিদ্যমান বৈশ্বিক আইন প্রতিস্থাপন করতে ‘নতুন বৈশ্বিক আইন’ তৈরি করছে। শনিবার ন্যাটো জোটের মহাসচিব জেনস স্টলটেনবার্গ মিউনিখ নিরাপত্তা সম্মেলনে এ কথা বলেছেন। সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মিউনিখ নিরাপত্তা সম্মেলনের বক্তৃতায় ন্যাটো প্রধান বলেন, ‘এই প্রথম আমরা দেখছি যে, ন্যাটো জোটে নতুন সদস্য নেওয়ার বিষয়ে রাশিয়ার যে আপত্তি এখন চীন তাতে সমর্থন দিচ্ছে। এই ধরনের পদক্ষেপ তাঁদের (চীন-রাশিয়া) নতুন আন্তর্জাতিক নিয়মকানুন ও কর্তৃত্ববাদী শাসনের মডেল চাপিয়ে দিয়ে স্বাধীন দেশগুলির ভাগ্য নিয়ন্ত্রণের একটি প্রচেষ্টা।’
ন্যাটোর মহাসচিব আরও বলেন, ‘মস্কো জেনেশুনেই এমন সব দাবি ন্যাটোর হাজির করছে যা ন্যাটো পূরণ করতে পারবে না। এ ছাড়া ইউক্রেনের সীমান্ত থেকে রাশিয়ান সৈন্য প্রত্যাহারেরও কোনো লক্ষণ নেই।’
পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চল দনেৎস্ক এবং লুহানস্কের নেতারা একটি পূর্ণ সামরিক সংহতি ঘোষণা করেছেন, যে পদক্ষেপগুলি যুদ্ধ-বিধ্বস্ত অঞ্চলে সহিংসতার একটি স্পাইকের মধ্যে আসে যে পশ্চিমারা আশঙ্কা করছে যে রাশিয়ার দ্বারা আক্রমণের অজুহাত হিসাবে ব্যবহার করা হতে পারে।
আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডার লেয়নের কঠোর ভাষায় রাশিয়ার সমালোচনা করে ‘বৈশ্বিক আইন নতুন করে লেখার’ প্রচেষ্টাকে একটি ‘ভয়ানক প্রচেষ্টা’ বলে অভিযুক্ত করেন। তিনি বলেন, ‘রাশিয়া ও চীন বিদ্যমান আন্তর্জাতিক নিয়মগুলো প্রতিস্থাপন করতে চাইছে। তাঁরা আত্মনিয়ন্ত্রণের পরিবর্তে, আইনের শাসনের চেয়ে ভয় দেখিয়ে শক্তি প্রয়োগে শাসন পরিচালনা করাকে পছন্দ করে।’
একই সম্মেলনে ভাষণ দিতে গিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ‘রাশিয়ার উদ্বেগকেও সম্মান করা উচিত।’

ইউক্রেন সংকটে চীন রাশিয়াকে সমর্থনের প্রতিক্রিয়ায় পশ্চিমা বিশ্ব বলছে চীন-রাশিয়া মিলে বিদ্যমান বৈশ্বিক আইন প্রতিস্থাপন করতে ‘নতুন বৈশ্বিক আইন’ তৈরি করছে। শনিবার ন্যাটো জোটের মহাসচিব জেনস স্টলটেনবার্গ মিউনিখ নিরাপত্তা সম্মেলনে এ কথা বলেছেন। সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মিউনিখ নিরাপত্তা সম্মেলনের বক্তৃতায় ন্যাটো প্রধান বলেন, ‘এই প্রথম আমরা দেখছি যে, ন্যাটো জোটে নতুন সদস্য নেওয়ার বিষয়ে রাশিয়ার যে আপত্তি এখন চীন তাতে সমর্থন দিচ্ছে। এই ধরনের পদক্ষেপ তাঁদের (চীন-রাশিয়া) নতুন আন্তর্জাতিক নিয়মকানুন ও কর্তৃত্ববাদী শাসনের মডেল চাপিয়ে দিয়ে স্বাধীন দেশগুলির ভাগ্য নিয়ন্ত্রণের একটি প্রচেষ্টা।’
ন্যাটোর মহাসচিব আরও বলেন, ‘মস্কো জেনেশুনেই এমন সব দাবি ন্যাটোর হাজির করছে যা ন্যাটো পূরণ করতে পারবে না। এ ছাড়া ইউক্রেনের সীমান্ত থেকে রাশিয়ান সৈন্য প্রত্যাহারেরও কোনো লক্ষণ নেই।’
পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চল দনেৎস্ক এবং লুহানস্কের নেতারা একটি পূর্ণ সামরিক সংহতি ঘোষণা করেছেন, যে পদক্ষেপগুলি যুদ্ধ-বিধ্বস্ত অঞ্চলে সহিংসতার একটি স্পাইকের মধ্যে আসে যে পশ্চিমারা আশঙ্কা করছে যে রাশিয়ার দ্বারা আক্রমণের অজুহাত হিসাবে ব্যবহার করা হতে পারে।
আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডার লেয়নের কঠোর ভাষায় রাশিয়ার সমালোচনা করে ‘বৈশ্বিক আইন নতুন করে লেখার’ প্রচেষ্টাকে একটি ‘ভয়ানক প্রচেষ্টা’ বলে অভিযুক্ত করেন। তিনি বলেন, ‘রাশিয়া ও চীন বিদ্যমান আন্তর্জাতিক নিয়মগুলো প্রতিস্থাপন করতে চাইছে। তাঁরা আত্মনিয়ন্ত্রণের পরিবর্তে, আইনের শাসনের চেয়ে ভয় দেখিয়ে শক্তি প্রয়োগে শাসন পরিচালনা করাকে পছন্দ করে।’
একই সম্মেলনে ভাষণ দিতে গিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ‘রাশিয়ার উদ্বেগকেও সম্মান করা উচিত।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা শাসনের জন্য প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দিতে ইচ্ছুক দেশগুলোর কাছে ১ বিলিয়ন ডলার অর্থ জোগানোর শর্ত দিচ্ছেন। এই অর্থের নিয়ন্ত্রণ থাকবে ট্রাম্পের হাতেই। এমনটি জানা গেছে মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে।
১ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলের চালানো গণহত্যামূলক যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে ট্রাম্প প্রথম এই বোর্ডের কথা প্রকাশ করেন। সে সময় তিনি বলেছিলেন, এই সংস্থাটি গাজায় ‘শাসনব্যবস্থা গড়ে তোলা, আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন, পুনর্গঠন, বিনিয়োগ আকর্ষণ, বৃহৎ তহবিল সংগ্রহ এবং মূলধন ব্যবস্থাপনা’ তদারকি করবে।
১ ঘণ্টা আগে
গাজায় প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য গঠিত নতুন ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটি শান্তি, অর্থনৈতিক উন্নয়ন এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। এমনটি বলা হয়েছে কমিটির শীর্ষ কর্মকর্তা ড. আলী শাথ প্রকাশিত এক মিশন স্টেটমেন্টে।
৩ ঘণ্টা আগে
হোয়াইট হাউস গাজা শাসনে প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদের সদস্যদের নাম প্রকাশ করেছে। একই সঙ্গে গাজার শাসনের জন্য জাতীয় কমিটি ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজার (এনসিএজি) সদস্যদের নামও ঘোষণা করেছে।
৩ ঘণ্টা আগে