
রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চল দনবাসে ব্যাপক হামলা শুরু করেছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় সোমবার শুরু হওয়া এই হামলাকে ইউক্রেনের কর্মকর্তারা যুদ্ধের দ্বিতীয় পর্ব হিসেবে অভিহিত করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেছেন, ‘রাশিয়া সেখানে যতই সৈন্য পাঠাক না কেন, আমরা যুদ্ধ চালিয়ে যাব। আমরা নিজেদের রক্ষা করব।’ ইউক্রেনের সেনাপ্রধান অ্যান্ড্রি ইয়ারমাক ইউক্রেনীয়দের আশ্বস্ত করে বলেছেন, ‘দ্বিতীয় পর্বে শুরু হওয়া যুদ্ধ আমরা ঠেকিয়ে দিতে পারব। আমাদের সেনাবাহিনীর শক্তির ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে।’
ইউক্রেনের স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, দোনেৎস্ক, মারিংকা, স্লাভিয়ানস্ক ও ক্রামতোর্স্কে ব্যাপক গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী। এ ছাড়া ইউক্রেনের উত্তর-পূর্বে খারকিভ, দক্ষিণে মাইকোলাইভ এবং দক্ষিণ-পূর্বে জাপোরিঝিয়াতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিমান হামলার সাইরেনের শব্দও শোনা গেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
রয়টার্স জানিয়েছে, এসব হামলার খবরের সত্যতা তাৎক্ষণিকভাবে তারা যাচাই করতে পারেনি।
ইউক্রেনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ওলেক্সি ড্যানিলভ বলেছেন, ‘রুশ বাহিনী দোনেৎস্ক, লুহানস্ক ও খারকিভ অঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনীর প্রতিরোধব্যবস্থা ভেঙে দেওয়ার চেষ্টা করছে।’ তিনি আরও বলেন, ‘রুশ বাহিনী কিয়েভ দখলের চেষ্টার পর এখন দনবাস দখলের চেষ্টা করছে। এই আক্রমণ প্রত্যাশিতই ছিল। তারা দনবাস আক্রমণের জন্য দীর্ঘ প্রস্তুতি নিয়েছে।’
কৌশলগত কারণে দনবাস খুব গুরুত্বপূর্ণ অঞ্চল। এটি কয়লা, ইস্পাতসহ ইউক্রেনের বেশির ভাগ শিল্পসম্পদের আবাসস্থল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা রাতারাতি ইউক্রেনের শত শত সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চল দনবাসে ব্যাপক হামলা শুরু করেছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় সোমবার শুরু হওয়া এই হামলাকে ইউক্রেনের কর্মকর্তারা যুদ্ধের দ্বিতীয় পর্ব হিসেবে অভিহিত করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেছেন, ‘রাশিয়া সেখানে যতই সৈন্য পাঠাক না কেন, আমরা যুদ্ধ চালিয়ে যাব। আমরা নিজেদের রক্ষা করব।’ ইউক্রেনের সেনাপ্রধান অ্যান্ড্রি ইয়ারমাক ইউক্রেনীয়দের আশ্বস্ত করে বলেছেন, ‘দ্বিতীয় পর্বে শুরু হওয়া যুদ্ধ আমরা ঠেকিয়ে দিতে পারব। আমাদের সেনাবাহিনীর শক্তির ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে।’
ইউক্রেনের স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, দোনেৎস্ক, মারিংকা, স্লাভিয়ানস্ক ও ক্রামতোর্স্কে ব্যাপক গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী। এ ছাড়া ইউক্রেনের উত্তর-পূর্বে খারকিভ, দক্ষিণে মাইকোলাইভ এবং দক্ষিণ-পূর্বে জাপোরিঝিয়াতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিমান হামলার সাইরেনের শব্দও শোনা গেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
রয়টার্স জানিয়েছে, এসব হামলার খবরের সত্যতা তাৎক্ষণিকভাবে তারা যাচাই করতে পারেনি।
ইউক্রেনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ওলেক্সি ড্যানিলভ বলেছেন, ‘রুশ বাহিনী দোনেৎস্ক, লুহানস্ক ও খারকিভ অঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনীর প্রতিরোধব্যবস্থা ভেঙে দেওয়ার চেষ্টা করছে।’ তিনি আরও বলেন, ‘রুশ বাহিনী কিয়েভ দখলের চেষ্টার পর এখন দনবাস দখলের চেষ্টা করছে। এই আক্রমণ প্রত্যাশিতই ছিল। তারা দনবাস আক্রমণের জন্য দীর্ঘ প্রস্তুতি নিয়েছে।’
কৌশলগত কারণে দনবাস খুব গুরুত্বপূর্ণ অঞ্চল। এটি কয়লা, ইস্পাতসহ ইউক্রেনের বেশির ভাগ শিল্পসম্পদের আবাসস্থল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা রাতারাতি ইউক্রেনের শত শত সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুদ্ধ পরবর্তী গাজার শাসনব্যবস্থা এবং পুনর্গঠন তদারকি করার জন্য ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোতে যোগ দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ করেছে।
৭ মিনিট আগে
বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হিসেবে পরিচিত কাশিওয়াজাকি-কারিওয়া জাপানের সাগর উপকূলে নিইগাতা প্রিফেকচারের ৪ দশমিক ২ বর্গকিলোমিটার এলাকাজুড়ে অবস্থিত। সাতটি রিঅ্যাক্টর পুরোপুরি চালু থাকলে কেন্দ্রটি সর্বোচ্চ ৮ দশমিক ২ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে, যা লাখ লাখ পরিবারের বিদ্যুৎ চাহিদা মেট
৩০ মিনিট আগে
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ইউরোপীয় ইউনিয়নকে তাদের তথাকথিত ‘অ্যান্টি-কোয়ারশন ইনস্ট্রুমেন্ট’ সক্রিয় করার আহ্বান জানান। অনানুষ্ঠানিকভাবে একে বলা হয় ‘ট্রেড বাজুকা’। এই ব্যবস্থার আওতায় ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের ইউরোপীয় বাজারে প্রবেশ সীমিত করতে পারে বা রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করতে পারে...
৩ ঘণ্টা আগে
সিরীয় সরকার এবং কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির অধীনে এসডিএফ তাদের বাহিনীকে ইউফ্রেটিস বা ফোরাত নদীর পশ্চিম তীরবর্তী এলাকাগুলো থেকে প্রত্যাহার করে নেবে। গতকাল রোববার এই চুক্তি হয়।
৪ ঘণ্টা আগে