
রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বিধ্বস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রুশ মহাকাশ সংস্থা রসকসমসের প্রধান দিমিত্রি রোগোজিন। তিনি পশ্চিমা দেশগুলোকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দিমিত্রি রোগোজিন টেলিগ্রামে লিখেছেন, যারা মহাকাশ স্টেশনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে, তাদের নিষেধাজ্ঞার মূল্য বোঝা উচিত। যেসব দেশ নিষেধাজ্ঞা আরোপ করেছে, তারা আসলে ‘পাগল’ হয়ে গেছে।
গত মাসে পশ্চিমারা যখন নিষেধাজ্ঞা আরোপ করছিল, তখন টুইটারে রোগোজিন লিখেছিলেন, মহাকাশ স্টেশন পৃথিবীতে আছড়ে পড়তে পারে। টেকঅফের জন্য ব্যবহৃত একটি লাঞ্চার ২০২১ সাল থেকে মার্কিন নিষেধাজ্ঞার অধীনে এবং ২০২২ সাল থেকে ইইউ ও কানাডার নিষেধাজ্ঞার অধীনে রয়েছে। রসকসমস ইতিমধ্যে নাসা, কানাডীয় স্পেস এজেন্সি ও ইউরোপীয় স্পেস এজেন্সির কাছে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আবেদন করেছে বলেও জানান তিনি।
এদিকে মার্কিন গবেষণা সংস্থা নাসা গত ১ মার্চ বলেছে, তারা রাশিয়ার সাহায্য ছাড়াই আইএসএস মহাকাশযানকে কক্ষপথে রাখার একটি সমাধান খুঁজে বের করার চেষ্টা করছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়, মহাকাশ হচ্ছে শেষ একটি ক্ষেত্র, যেখানে যুক্তরাষ্ট্র ও রাশিয়া উভয়ে সহযোগিতা অব্যাহত রেখেছে।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর মার্চের শুরুর দিকে সামরিক উপগ্রহ নির্মাণকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছিল রসকসমস। সে সময় রোগোজিন বলেছিলেন, মস্কো আর যুক্তরাষ্ট্রে এটলাস ও অন্টারেস রকেটের ইঞ্জিন সরবরাহ করবে না।
এদিকে একজন মার্কিন মহাকাশচারী মার্ক ভান্দে হেই এবং দুই রুশ মহাকাশচারী শকাপলরভ ও পিওটার দুব্রভ আইএসএস মহাকাশযানে রয়েছেন। আগামী ৩০ মার্চ তাঁদের পৃথিবীতে ফিরে আসার কথা রয়েছে।

রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বিধ্বস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রুশ মহাকাশ সংস্থা রসকসমসের প্রধান দিমিত্রি রোগোজিন। তিনি পশ্চিমা দেশগুলোকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দিমিত্রি রোগোজিন টেলিগ্রামে লিখেছেন, যারা মহাকাশ স্টেশনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে, তাদের নিষেধাজ্ঞার মূল্য বোঝা উচিত। যেসব দেশ নিষেধাজ্ঞা আরোপ করেছে, তারা আসলে ‘পাগল’ হয়ে গেছে।
গত মাসে পশ্চিমারা যখন নিষেধাজ্ঞা আরোপ করছিল, তখন টুইটারে রোগোজিন লিখেছিলেন, মহাকাশ স্টেশন পৃথিবীতে আছড়ে পড়তে পারে। টেকঅফের জন্য ব্যবহৃত একটি লাঞ্চার ২০২১ সাল থেকে মার্কিন নিষেধাজ্ঞার অধীনে এবং ২০২২ সাল থেকে ইইউ ও কানাডার নিষেধাজ্ঞার অধীনে রয়েছে। রসকসমস ইতিমধ্যে নাসা, কানাডীয় স্পেস এজেন্সি ও ইউরোপীয় স্পেস এজেন্সির কাছে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আবেদন করেছে বলেও জানান তিনি।
এদিকে মার্কিন গবেষণা সংস্থা নাসা গত ১ মার্চ বলেছে, তারা রাশিয়ার সাহায্য ছাড়াই আইএসএস মহাকাশযানকে কক্ষপথে রাখার একটি সমাধান খুঁজে বের করার চেষ্টা করছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়, মহাকাশ হচ্ছে শেষ একটি ক্ষেত্র, যেখানে যুক্তরাষ্ট্র ও রাশিয়া উভয়ে সহযোগিতা অব্যাহত রেখেছে।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর মার্চের শুরুর দিকে সামরিক উপগ্রহ নির্মাণকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছিল রসকসমস। সে সময় রোগোজিন বলেছিলেন, মস্কো আর যুক্তরাষ্ট্রে এটলাস ও অন্টারেস রকেটের ইঞ্জিন সরবরাহ করবে না।
এদিকে একজন মার্কিন মহাকাশচারী মার্ক ভান্দে হেই এবং দুই রুশ মহাকাশচারী শকাপলরভ ও পিওটার দুব্রভ আইএসএস মহাকাশযানে রয়েছেন। আগামী ৩০ মার্চ তাঁদের পৃথিবীতে ফিরে আসার কথা রয়েছে।

ইন্দোনেশিয়ার উদ্ধারকারীরা নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করেছেন। ধারণা করা হচ্ছে, মেঘাচ্ছন্ন আবহাওয়ায় সুলাওয়েসি দ্বীপের পাহাড়ি অঞ্চলে পৌঁছানোর সময় বিমানটি বিধ্বস্ত হয়। ওই বিমানে ১১ জন আরোহী ছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা শাসনের জন্য প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দিতে ইচ্ছুক দেশগুলোর কাছে ১ বিলিয়ন ডলার অর্থ জোগানোর শর্ত দিচ্ছেন। এই অর্থের নিয়ন্ত্রণ থাকবে ট্রাম্পের হাতেই। এমনটি জানা গেছে মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে।
৩ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলের চালানো গণহত্যামূলক যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে ট্রাম্প প্রথম এই বোর্ডের কথা প্রকাশ করেন। সে সময় তিনি বলেছিলেন, এই সংস্থাটি গাজায় ‘শাসনব্যবস্থা গড়ে তোলা, আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন, পুনর্গঠন, বিনিয়োগ আকর্ষণ, বৃহৎ তহবিল সংগ্রহ এবং মূলধন ব্যবস্থাপনা’ তদারকি করবে।
৩ ঘণ্টা আগে
গাজায় প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য গঠিত নতুন ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটি শান্তি, অর্থনৈতিক উন্নয়ন এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। এমনটি বলা হয়েছে কমিটির শীর্ষ কর্মকর্তা ড. আলী শাথ প্রকাশিত এক মিশন স্টেটমেন্টে।
৫ ঘণ্টা আগে