কোরআন পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে ডেনমার্ক অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার ও অবাঞ্ছিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কড়া নিরাপত্তা জোরদার করছে বলে দেশটির সরকার জানিয়েছে। এর আগে চলতি সপ্তাহে সুইডেনও অনুরূপ সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে ডেনমার্ক ও সুইডেনে ইসলামবিদ্বেষী অধিকারকর্মীরা মুসলিমদের পবিত্র গ্রন্থের বেশ কয়েকটি কপি পোড়ায়। এতে কর্তৃপক্ষ প্রতিশোধমূলক হামলার আশঙ্কা করছে। এসব ঘটনা মুসলিম বিশ্বে ক্ষোভ উসকে দিয়েছে এবং দুই দেশের সরকারের প্রতি এ ধরনের কাজ নিষিদ্ধ করার দাবি তুলেছে।
ড্যানিশ বিচার মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, ‘কর্তৃপক্ষ আজ সিদ্ধান্ত নিয়েছে, নির্দিষ্ট ও বর্তমান হুমকির প্রতিক্রিয়া জানাতে ডেনমার্কে কারা প্রবেশ করছে, তার ওপর এই সময় নজর বাড়ানো প্রয়োজন।’
পুলিশ জানিয়েছে, কোপেনহেগেন বিমানবন্দরে আগত যাত্রীদের ও শেনজেন এলাকায় অবাধে চলাচলের ক্ষেত্রে তল্লাশির মাত্রা বাড়বে। এ ছাড়া সুইডেন থেকে ট্রেন বা গাড়িতে করে ডেনমার্কে যাওয়া ভ্রমণকারীরা আগের চেয়ে বেশি তল্লাশির মুখোমুখি হতে পারে। পাশাপাশি জার্মানির সঙ্গে ডেনমার্কের দক্ষিণ সীমান্তে টহল বাড়ানো হবে।
ডেনমার্কের সীমানায় কড়াকড়ি প্রাথমিকভাবে ১০ আগস্ট পর্যন্ত থাকবে বলে জানা গেছে। বিচারমন্ত্রী পিটার হামেলগার্ড বলেছেন, ‘সাম্প্রতিক কোরআন পোড়ানোর ঘটনাগুলো বর্তমান নিরাপত্তা পরিস্থিতিকে প্রভাবিত করেছে। এতে পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে।’
এদিকে সুইডেনও সীমান্ত নিয়ন্ত্রণ কঠোর করার অনুরূপ পদক্ষেপ অনুসরণ করেছে।
এর আগে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বৃহস্পতিবার বলেন, ধর্মীয় গ্রন্থ পোড়ানো উচিত নয়। সরকারি সম্প্রচারমাধ্যম ডিআরে তিনি বলেছেন, ‘আমি মনে করি, কেউ যদি সেখানে দাঁড়িয়ে বাইবেল পোড়ায়, তাহলে এটা ভুল হবে। আমি মনে করি না যে আমাদের ইহুদি ধর্মের লোকদের তোরাহ পোড়ানো উচিত।’

ট্রাম্পের আমন্ত্রণে সাড়া দিয়ে ইতিমধ্যে ২৫টির বেশি দেশ এই বোর্ডে যোগদানের বিষয়ে নিশ্চিত করেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বের সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, জর্ডান, মিসর ও তুরস্ক। এশিয়ার মধ্যে পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মঙ্গোলিয়া, কাজাখস্তান ও উজবেকিস্তান।
১ ঘণ্টা আগে
জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১০ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ভাদেরওয়াহ-চাম্বা আন্তরাজ্য সড়কের ৯ হাজার ফুট উচ্চতাবিশিষ্ট খানি টপ এলাকায় ১৭ থেকে ২১ জন জওয়ানকে বহনকারী একটি বুলেটপ্রুফ সাঁজোয়া সমতল থেকে উঁচু চৌকির দিকে যাচ্ছিল।
১ ঘণ্টা আগে
বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ ঘটিয়ে আজ বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদ। শান্তি পরিষদের সনদ স্বাক্ষরের মূল পর্বে ট্রাম্পের পাশে এসে যোগ দেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।
২ ঘণ্টা আগে
একটি দোকান থেকে ৩০টি মানুষের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আগুন থেকে বাঁচতে দোকানদার ও ক্রেতারা দোকানের সাটার নামিয়ে ভেতরে আশ্রয় নিয়েছিলেন। উদ্ধার হওয়া মোবাইল ফোনের লোকেশন থেকেও নিশ্চিত হওয়া গেছে, গত শনিবার রাত থেকে তাঁরা সেখানে আটকা পড়েছিলেন।
৩ ঘণ্টা আগে