
বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণী সাবিনা নেসা হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন লন্ডনের একটি আদালত। লন্ডনের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাবিনা নেসাকে হত্যার ঘটনায় আলবেনীয় নাগরিক কোচি সেলমাজকে এই দণ্ড দিয়েছেন। একই সঙ্গে রায়ে নারীদের নিরাপত্তাব্যবস্থা আরও উন্নত করতে সরকারের প্রতি নতুন করে আহ্বান জানানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কারাগারে থাকা কোচি সেলমাজ লন্ডনের ওল্ড বেইলির আদালতে তাঁর দণ্ডাদেশের সময় সেখানে হাজির হতে অস্বীকার করেছিলেন। রায়ে বিচারক নাইজেল সুইনি বলেছেন, ‘সেলমাজ সাবিনার ওপর উদ্দেশ্যপ্রণোদিতভাবে বর্বর যৌন আক্রমণ চালিয়েছিলেন। সাবিনা নেসা “একটি ভয়ংকর হত্যাকাণ্ডের সম্পূর্ণ নির্দোষ শিকার”, যেখানে সম্পূর্ণরূপে আসামিই দোষী।’
বিচারক সুইনি আরও বলেন, বিচারকাজ চলার সময় কিংবা রায় ঘোষণার সময় সেলমাজের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি।
এর আগে গত বছরের ১৮ সেপ্টেম্বর সাবিনা তাঁর এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন। পরে দক্ষিণ-পূর্ব লন্ডনের একটি পার্কে তাঁর মরদেহ পাওয়া যায়।
সাবিনা নেসা হত্যা মামলার গোয়েন্দা কর্মকর্তা নিল জন সাজা ঘোষণার পর সেলমাজকে ‘শয়তান কাপুরুষ’ বলে আখ্যা দিয়ে বলেছেন, ‘এই মামলাসহ নারীদের প্রতি সব ধরনের সহিংসতা মোকাবিলায় এবং যারা এ ধরনের অপরাধ করে তাঁদের বিচারের আওতায় আনার জন্য নিরলস প্রচেষ্টা চলছে।’
গত বছর ২৮ বছর বয়সী সাবিনা নেসাকে হত্যার জন্য কোচি সেলমাজকে ৩৬ বছর কারাগারে কাটানোর নির্দেশ দেওয়া হয়েছিল। এবার সেই মামলার রায় বদলে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো।

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণী সাবিনা নেসা হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন লন্ডনের একটি আদালত। লন্ডনের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাবিনা নেসাকে হত্যার ঘটনায় আলবেনীয় নাগরিক কোচি সেলমাজকে এই দণ্ড দিয়েছেন। একই সঙ্গে রায়ে নারীদের নিরাপত্তাব্যবস্থা আরও উন্নত করতে সরকারের প্রতি নতুন করে আহ্বান জানানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কারাগারে থাকা কোচি সেলমাজ লন্ডনের ওল্ড বেইলির আদালতে তাঁর দণ্ডাদেশের সময় সেখানে হাজির হতে অস্বীকার করেছিলেন। রায়ে বিচারক নাইজেল সুইনি বলেছেন, ‘সেলমাজ সাবিনার ওপর উদ্দেশ্যপ্রণোদিতভাবে বর্বর যৌন আক্রমণ চালিয়েছিলেন। সাবিনা নেসা “একটি ভয়ংকর হত্যাকাণ্ডের সম্পূর্ণ নির্দোষ শিকার”, যেখানে সম্পূর্ণরূপে আসামিই দোষী।’
বিচারক সুইনি আরও বলেন, বিচারকাজ চলার সময় কিংবা রায় ঘোষণার সময় সেলমাজের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি।
এর আগে গত বছরের ১৮ সেপ্টেম্বর সাবিনা তাঁর এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন। পরে দক্ষিণ-পূর্ব লন্ডনের একটি পার্কে তাঁর মরদেহ পাওয়া যায়।
সাবিনা নেসা হত্যা মামলার গোয়েন্দা কর্মকর্তা নিল জন সাজা ঘোষণার পর সেলমাজকে ‘শয়তান কাপুরুষ’ বলে আখ্যা দিয়ে বলেছেন, ‘এই মামলাসহ নারীদের প্রতি সব ধরনের সহিংসতা মোকাবিলায় এবং যারা এ ধরনের অপরাধ করে তাঁদের বিচারের আওতায় আনার জন্য নিরলস প্রচেষ্টা চলছে।’
গত বছর ২৮ বছর বয়সী সাবিনা নেসাকে হত্যার জন্য কোচি সেলমাজকে ৩৬ বছর কারাগারে কাটানোর নির্দেশ দেওয়া হয়েছিল। এবার সেই মামলার রায় বদলে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো।

ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্নায়ুযুদ্ধ এখন সংঘাতের দোরগোড়ায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের সমর্থনে সামরিক হস্তক্ষেপের প্রচ্ছন্ন হুমকি দেওয়ার পর তেহরান সাফ জানিয়ে দিয়েছে, হামলা হলে তারা কেবল যুক্তরাষ্ট্র নয়, বরং যেসব প্রতিবেশী দেশে মার্কিন..
৩৭ মিনিট আগে
দুই বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি সামরিক অভিযানে গাজা উপত্যকা আজ শিশুদের জন্য এক ভয়াবহ নরকে পরিণত হয়েছে। আহত, পঙ্গু ও মানসিকভাবে বিপর্যস্ত ফিলিস্তিনি শিশুরা এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে—যেখানে শৈশব, শিক্ষা ও স্বপ্ন সবই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে।
১ ঘণ্টা আগে
ভারতে ক্রমবর্ধমান অস্থিরতা ও সহিংসতার প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার আহ্বান জানিয়েছে ভারত সরকার। বুধবার (১৪ জানুয়ারি) তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক জরুরি পরামর্শ জারি করে শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটকসহ সব ভারতীয় নাগরিককে সম্ভাব্য সব ধরনের
১ ঘণ্টা আগে
রাজ্যের বিদার জেলার তালামাদাগি সেতুর কাছ দিয়ে যাচ্ছিলেন সঞ্জুকুমার। এ সময় রাস্তার ওপর আড়াআড়িভাবে থাকা টানটান ঘুড়ির সুতায় তাঁর গলা গভীরভাবে কেটে যায় এবং রক্তক্ষরণ শুরু হয়। মোটরসাইকেল থেকে পড়ে যাওয়ার পরও তিনি কোনোমতে তাঁর মেয়ের নম্বরে কল করতে সক্ষম হন।
২ ঘণ্টা আগে