
অবশেষে পদত্যাগে বাধ্য হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্তোভিচ। সমালোচনার মুখে তিনি পদত্যাগ করেছেন বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, দিনিপ্রোতে ৪৪ জন নিহতের ঘটনায় ওলেক্সি আরেস্তোভিচের একটি মন্তব্যকে ঘিরে সমালোচনা চলছিল। নেতিবাচক মন্তব্যের কারণে তিনি সাধারণ ইউক্রেনীয় ও রাজনীতিবিদদের রোষানলে পড়েন। তাঁরা আরেস্তোভিচের পদত্যাগ দাবি করেন।
গত ১৪ জানুয়ারি দিনিপ্রোর আবাসিক ভবনে রুশ হামলায় ৪৪ জন নিহত হয়। এই হামলার জন্য রাশিয়াকে দায়ী না করে ওলেক্সি আরেস্তোভিচ বলেন, ‘রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ইউক্রেনের পক্ষ থেকে গুলি করা হয়, পরে সেটি গিয়ে পড়ে আবাসিক ভবনের ওপরে।’
আরেস্তোভিচের এই মন্তব্য ইউক্রেনীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার করে। পরে এ ঘটনার জন্য ক্ষমা চেয়ে আরেস্তোভিচ বলেন, তিনি ‘মৌলিক বিষয়ে ত্রুটি’ করেছেন। তিনি হতাহত ও তাঁদের আত্মীয়সহ সবার প্রতি ক্ষমা প্রার্থনা করেন।
ওলেক্সি আরেস্তোভিচের এই পদত্যাগের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।
উল্লেখ্য, ওলেক্সি আরেস্তোভিচ বেশ পরিচিত মুখ। কেননা, ইউটিউবে রুশ-ইউক্রেনের যুদ্ধ নিয়ে নিয়মিত আপডেট জানাতেন তিনি।
ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়ান কেএইচ-২২ ক্ষেপণাস্ত্র আবাসিক ভবনে আঘাত হানে। এটিকে গুলি করে নামিয়ে দেওয়া সম্ভব নয়। ইউক্রেনের গুলিতে রুশ ক্ষেপণাস্ত্র আবাসিক ভবনের ওপরে পড়েছে বলে যে মত দেওয়া হয়েছে, এটি অত্যন্ত বড় ভুল।
এদিকে দিনিপ্রোতে হামলার বিষয়ে রুশ মুখপাত্র দিমিত্র পেসকভ বলেছেন, ‘রাশিয়া আবাসিক ভবনের ওপর হামলা করে না। ইউক্রেনের বিমান প্রতিরক্ষাব্যবস্থা দিনিপ্রোর ঘটনার জন্য দায়ী।’

অবশেষে পদত্যাগে বাধ্য হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্তোভিচ। সমালোচনার মুখে তিনি পদত্যাগ করেছেন বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, দিনিপ্রোতে ৪৪ জন নিহতের ঘটনায় ওলেক্সি আরেস্তোভিচের একটি মন্তব্যকে ঘিরে সমালোচনা চলছিল। নেতিবাচক মন্তব্যের কারণে তিনি সাধারণ ইউক্রেনীয় ও রাজনীতিবিদদের রোষানলে পড়েন। তাঁরা আরেস্তোভিচের পদত্যাগ দাবি করেন।
গত ১৪ জানুয়ারি দিনিপ্রোর আবাসিক ভবনে রুশ হামলায় ৪৪ জন নিহত হয়। এই হামলার জন্য রাশিয়াকে দায়ী না করে ওলেক্সি আরেস্তোভিচ বলেন, ‘রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ইউক্রেনের পক্ষ থেকে গুলি করা হয়, পরে সেটি গিয়ে পড়ে আবাসিক ভবনের ওপরে।’
আরেস্তোভিচের এই মন্তব্য ইউক্রেনীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার করে। পরে এ ঘটনার জন্য ক্ষমা চেয়ে আরেস্তোভিচ বলেন, তিনি ‘মৌলিক বিষয়ে ত্রুটি’ করেছেন। তিনি হতাহত ও তাঁদের আত্মীয়সহ সবার প্রতি ক্ষমা প্রার্থনা করেন।
ওলেক্সি আরেস্তোভিচের এই পদত্যাগের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।
উল্লেখ্য, ওলেক্সি আরেস্তোভিচ বেশ পরিচিত মুখ। কেননা, ইউটিউবে রুশ-ইউক্রেনের যুদ্ধ নিয়ে নিয়মিত আপডেট জানাতেন তিনি।
ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়ান কেএইচ-২২ ক্ষেপণাস্ত্র আবাসিক ভবনে আঘাত হানে। এটিকে গুলি করে নামিয়ে দেওয়া সম্ভব নয়। ইউক্রেনের গুলিতে রুশ ক্ষেপণাস্ত্র আবাসিক ভবনের ওপরে পড়েছে বলে যে মত দেওয়া হয়েছে, এটি অত্যন্ত বড় ভুল।
এদিকে দিনিপ্রোতে হামলার বিষয়ে রুশ মুখপাত্র দিমিত্র পেসকভ বলেছেন, ‘রাশিয়া আবাসিক ভবনের ওপর হামলা করে না। ইউক্রেনের বিমান প্রতিরক্ষাব্যবস্থা দিনিপ্রোর ঘটনার জন্য দায়ী।’

প্রায় অর্ধশতাব্দী ধরে চলা ধর্মীয় শাসনের বিরুদ্ধে কখনোই এক হতে পারেনি ইরানের বিভক্ত বিরোধী রাজনীতি। তবে এবার দেশটিতে সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন সর্বশেষ শাহের ছেলে রেজা পাহলভি।
১ ঘণ্টা আগে
নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে ‘নিজের চরকায় তেল দেওয়ার’ পরামর্শ দিয়ে কঠোর তিরস্কার করেছে ভারত। দিল্লিতে কারাবন্দী সাবেক ছাত্রনেতা উমর খালিদকে সংহতি জানিয়ে একটি ব্যক্তিগত চিরকুট পাঠানোয় মামদানির ওপর চটেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগে
সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মোয়ালিম ফিকি অভিযোগ করেছেন, ইসরায়েল ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করে বিচ্ছিন্নতাবাদী অঞ্চল সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা করছে। এই কথিত পরিকল্পনাকে তিনি আন্তর্জাতিক আইনের ‘গুরুতর লঙ্ঘন’ হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
চার বছর ধরে চলা যুদ্ধ ইউক্রেনীয়দের জীবনের প্রায় সব সিদ্ধান্তই পাল্টে দিয়েছে। সম্পর্ক, বিয়ে কিংবা সন্তান নেওয়ার মতো ব্যক্তিগত সিদ্ধান্তও এখন যুদ্ধের বাস্তবতায় আটকে যাচ্ছে। এর প্রভাব পড়ছে দেশের ভবিষ্যতের ওপর—ইউক্রেনে কমছে বিয়ে ও জন্মহার।
৩ ঘণ্টা আগে