
ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়টি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতে। শুক্রবার জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক সিএনএনের সাংবাদিক ক্রিশ্চিয়ান আমানপুরকে দেওয়া দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন।
ইউক্রেনের যুদ্ধ শেষ করার দায়িত্ব রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘাড়েই দৃঢ়ভাবে বর্তায় উল্লেখ করে বেয়ারবক এক সাক্ষাৎকারে বলেন, ‘এটি পুতিনের হাতে। কোন কারণ ছাড়াই তিনি যুদ্ধ শুরু করেছিলেন। যুদ্ধ শেষ করা এখন তাঁর দায়িত্ব। নিষ্ঠুর বাস্তবতা হলো—পুতিন নিজেই ইউরোপের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ও ইউরোপের শান্তি শৃঙ্খলার বিরুদ্ধে যুদ্ধ করা বেছে নিয়েছেন।’
শুক্রবার জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, জার্মানি ইউক্রেনকে বেশ কিছু ট্যাংক সরবরাহের অনুমোদন দিয়েছে। জার্মানির বর্ধিত প্রতিরক্ষা ব্যয় দেশটির বর্তমান পররাষ্ট্রনীতিতে একটি ঐতিহাসিক পরিবর্তন।
এ দিকে, রাশিয়া জানিয়েছে, ইউক্রেন ইস্যুতে মধ্যস্থতার বিষয়ে ভারতের জন্য দেশটির দুয়ার সব সময়ই খোলা রয়েছে। ভারতের এমন প্রচেষ্টাকে স্বাগত জানাবে তাঁরা। তবে ভারতের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো প্রস্তাব পাওয়া যায়নি। শুক্রবার ভারত সফররত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এ কথা জানিয়েছেন। সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
লাভরভ বলেছেন, ‘ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার চলমান সংকট নিরসনে মধ্যস্থতা করতে চাইলে ভারতের জন্য রাশিয়ার দুয়ার সর্বদা উন্মুক্ত থাকবে। তবে আমরা এখনো এমন কোনো প্রস্তাব পাইনি।’
বিপরীতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর বলেছেন, ‘বৈঠকটি “এক কঠিন আন্তর্জাতিক পরিস্থিতির” মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। ভারত সর্বদাই আলোচনা ও কূটনীতির মাধ্যমে মতপার্থক্য ও বিরোধ সমাধানের পক্ষে।’

ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়টি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতে। শুক্রবার জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক সিএনএনের সাংবাদিক ক্রিশ্চিয়ান আমানপুরকে দেওয়া দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন।
ইউক্রেনের যুদ্ধ শেষ করার দায়িত্ব রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘাড়েই দৃঢ়ভাবে বর্তায় উল্লেখ করে বেয়ারবক এক সাক্ষাৎকারে বলেন, ‘এটি পুতিনের হাতে। কোন কারণ ছাড়াই তিনি যুদ্ধ শুরু করেছিলেন। যুদ্ধ শেষ করা এখন তাঁর দায়িত্ব। নিষ্ঠুর বাস্তবতা হলো—পুতিন নিজেই ইউরোপের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ও ইউরোপের শান্তি শৃঙ্খলার বিরুদ্ধে যুদ্ধ করা বেছে নিয়েছেন।’
শুক্রবার জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, জার্মানি ইউক্রেনকে বেশ কিছু ট্যাংক সরবরাহের অনুমোদন দিয়েছে। জার্মানির বর্ধিত প্রতিরক্ষা ব্যয় দেশটির বর্তমান পররাষ্ট্রনীতিতে একটি ঐতিহাসিক পরিবর্তন।
এ দিকে, রাশিয়া জানিয়েছে, ইউক্রেন ইস্যুতে মধ্যস্থতার বিষয়ে ভারতের জন্য দেশটির দুয়ার সব সময়ই খোলা রয়েছে। ভারতের এমন প্রচেষ্টাকে স্বাগত জানাবে তাঁরা। তবে ভারতের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো প্রস্তাব পাওয়া যায়নি। শুক্রবার ভারত সফররত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এ কথা জানিয়েছেন। সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
লাভরভ বলেছেন, ‘ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার চলমান সংকট নিরসনে মধ্যস্থতা করতে চাইলে ভারতের জন্য রাশিয়ার দুয়ার সর্বদা উন্মুক্ত থাকবে। তবে আমরা এখনো এমন কোনো প্রস্তাব পাইনি।’
বিপরীতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর বলেছেন, ‘বৈঠকটি “এক কঠিন আন্তর্জাতিক পরিস্থিতির” মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। ভারত সর্বদাই আলোচনা ও কূটনীতির মাধ্যমে মতপার্থক্য ও বিরোধ সমাধানের পক্ষে।’

তাইওয়ানকে ঘিরে চীনের বিশাল সামরিক মহড়া ‘জাস্টিস মিশন ২০২৫’ শেষ হওয়ার মাত্র এক দিন পরই সি চিন পিংয়ের এই কড়া বার্তা এল। উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তা দখলের হুমকি দিয়ে আসছে।
১১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাম হাতে কালশিটে বা কালচে দাগ দেখা দেওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শপথ নেওয়ার এক বছরের মাথায় ও ৮০ বছরে পা দেওয়ার ঠিক আগমুহূর্তে প্রেসিডেন্টের এই শারীরিক পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসা বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকেরা।
১১ ঘণ্টা আগে
প্রতিবছর নভেম্বর ও ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার খোসা, এনদেবেলে, সোথো ও ভেন্ডা সম্প্রদায়ের কিশোর ও তরুণেরা ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নেয়। দক্ষিণ আফ্রিকার শিশু আইন (২০০৫) অনুযায়ী, সাধারণত ১৬ বছরের বেশি বয়সীদের খতনা করানো হয়। এর নিচে খতনা করানো দেশটিতে আইনত নিষিদ্ধ।
১২ ঘণ্টা আগে
এই হামলার ঘটনা প্রথম প্রকাশ পায় গত সেপ্টেম্বরে, যখন রাজপরিবার নিয়ে লেখা একটি বই দ্য টাইমস পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা হয়। তবে এর আগে বাকিংহাম প্যালেস থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
১৩ ঘণ্টা আগে