রয়টার্স, মস্কো

করোনাভাইরাসের টিকা গ্রহণের ভুয়া সনদ বিক্রির দায়ে রাশিয়ায় এক স্বাস্থ্যকর্মীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার কালিনিনগ্রাদে রুশ পুলিশ ভুয়া সনদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে আটক করে।
রাশিয়ার মস্কোসহ বেশ কিছু অঞ্চলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিশেষ কিছু কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য টিকা গ্রহণকে করা হয়েছে বাধ্যতামূলক। এ অবস্থায় কিছু লোক টিকা গ্রহণের বদলে অনলাইনে কালোবাজার থেকে টিকা গ্রহণের ভুয়া সনদ সংগ্রহের চেষ্টা করছেন বলে জানিয়েছে মস্কোর উন্নয়ন কর্তৃপক্ষ। এ ধরনের বেশ কিছু ঘটনা তাদের নজরেও এসেছে বলে তারা জানায়।
এ সম্পর্কিত এক বিবৃতিতে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পোল্যান্ড ও লিথুয়ানিয়া অঞ্চলের মধ্যবর্তী অঞ্চল কালিনিনগ্রাদের একটি ক্লিনিকের একজন প্রশাসক অবৈধ এ কাজের সঙ্গে যুক্ত বলে অভিযোগ এসেছে। ওই নারী ২০ জনের বেশি মানুষের কাছে করোনা টিকা গ্রহণের ভুয়া সনদ বিক্রি করেছেন। শুধু তাই নয়, এ সম্পর্কিত নথিও তিনি সরিয়ে ফেলেছেন।
রাশিয়ার আইন অনুযায়ী বিচারে অভিযুক্ত ব্যক্তির কয়েক বছরের কারাদণ্ড হতে পারে।
রাশিয়ায় করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। দেশটিতে ডেলটা ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ছে। বারবার সচেতন করার পরও স্বাস্থ্যবিধি মেনে চলা বা টিকা গ্রহণের ক্ষেত্রে দেশটির মানুষের মধ্যে একধরনের অনীহা দেখা যাচ্ছে। এই অনীহার পেছনে অবশ্য রুশ কর্তৃপক্ষের দায়ও কম নয়। বহু বছর ধরে চিকিৎসাক্ষেত্রে যেকোনো অগ্রগতি ও আবিষ্কারকে তারা সন্দেহের চোখে দেখেছে। অনেক ধরনের গুরুত্বপূর্ণ ওষুধ ও চিকিৎসা পদ্ধতিকে তারা পশ্চিমা ষড়যন্ত্র হিসেবে দেখেছে। এটি আধুনিক চিকিৎসার প্রতি দেশটির সাধারণ মানুষকে একরকম সংশয়ী করে তুলেছে। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। রুশ সরকার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে তার নাগরিকদের আরও সচেতন হতে বারবার করে অনুরোধ করছে। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। ফলে করোনা মোকাবিলায় ক্রেমলিন ক্রমেই কঠোর হয়ে উঠছে।

করোনাভাইরাসের টিকা গ্রহণের ভুয়া সনদ বিক্রির দায়ে রাশিয়ায় এক স্বাস্থ্যকর্মীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার কালিনিনগ্রাদে রুশ পুলিশ ভুয়া সনদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে আটক করে।
রাশিয়ার মস্কোসহ বেশ কিছু অঞ্চলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিশেষ কিছু কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য টিকা গ্রহণকে করা হয়েছে বাধ্যতামূলক। এ অবস্থায় কিছু লোক টিকা গ্রহণের বদলে অনলাইনে কালোবাজার থেকে টিকা গ্রহণের ভুয়া সনদ সংগ্রহের চেষ্টা করছেন বলে জানিয়েছে মস্কোর উন্নয়ন কর্তৃপক্ষ। এ ধরনের বেশ কিছু ঘটনা তাদের নজরেও এসেছে বলে তারা জানায়।
এ সম্পর্কিত এক বিবৃতিতে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পোল্যান্ড ও লিথুয়ানিয়া অঞ্চলের মধ্যবর্তী অঞ্চল কালিনিনগ্রাদের একটি ক্লিনিকের একজন প্রশাসক অবৈধ এ কাজের সঙ্গে যুক্ত বলে অভিযোগ এসেছে। ওই নারী ২০ জনের বেশি মানুষের কাছে করোনা টিকা গ্রহণের ভুয়া সনদ বিক্রি করেছেন। শুধু তাই নয়, এ সম্পর্কিত নথিও তিনি সরিয়ে ফেলেছেন।
রাশিয়ার আইন অনুযায়ী বিচারে অভিযুক্ত ব্যক্তির কয়েক বছরের কারাদণ্ড হতে পারে।
রাশিয়ায় করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। দেশটিতে ডেলটা ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ছে। বারবার সচেতন করার পরও স্বাস্থ্যবিধি মেনে চলা বা টিকা গ্রহণের ক্ষেত্রে দেশটির মানুষের মধ্যে একধরনের অনীহা দেখা যাচ্ছে। এই অনীহার পেছনে অবশ্য রুশ কর্তৃপক্ষের দায়ও কম নয়। বহু বছর ধরে চিকিৎসাক্ষেত্রে যেকোনো অগ্রগতি ও আবিষ্কারকে তারা সন্দেহের চোখে দেখেছে। অনেক ধরনের গুরুত্বপূর্ণ ওষুধ ও চিকিৎসা পদ্ধতিকে তারা পশ্চিমা ষড়যন্ত্র হিসেবে দেখেছে। এটি আধুনিক চিকিৎসার প্রতি দেশটির সাধারণ মানুষকে একরকম সংশয়ী করে তুলেছে। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। রুশ সরকার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে তার নাগরিকদের আরও সচেতন হতে বারবার করে অনুরোধ করছে। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। ফলে করোনা মোকাবিলায় ক্রেমলিন ক্রমেই কঠোর হয়ে উঠছে।

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইয়েমেনের বন্দরনগরী মুকাল্লার কাছে এক বিমানঘাঁটিতে বিস্ফোরক মজুত করেছে এবং সেখানে একটি গোপন ভূগর্ভস্থ বন্দিশালা পরিচালনা করছে, এমন অভিযোগ করেছেন ইয়েমেন সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
৩৪ মিনিট আগে
ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের কাছে হস্তান্তরের পরিকল্পনাকে ‘চরম বোকামি’ এবং ‘জাতীয় নিরাপত্তার জন্য বিশাল হুমকি’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টে ট্রাম্প এমন বার্তা দেন।
১ ঘণ্টা আগে
সৌদি আরবের শ্রমবাজারে স্থানীয় নাগরিকদের অংশীদারত্ব বাড়াতে এবং বেকারত্ব হ্রাসে বড় ধরনের এক সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বিপণন ও বিক্রয় সংক্রান্ত ১৮টি বিশেষ পেশায় এখন থেকে অন্তত ৬০ শতাংশ সৌদি নাগরিক নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করেছে।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার দাবির বিরোধিতা করলে ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের যে হুমকি তিনি দিয়েছেন, তা তিনি ‘শতভাগ’ বাস্তবায়ন করবেন। গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বের পক্ষে ইউরোপীয় মিত্ররা একযোগে অবস্থান নিয়েছে।
১ ঘণ্টা আগে