আজকের পত্রিকা ডেস্ক

চরম তাপপ্রবাহের কারণে গ্রিসের প্রাচীন ঐতিহ্যবাহী স্থান অ্যাক্রোপলিস আজ মঙ্গলবার বেলা ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, দর্শনার্থী ও কর্মীদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রিসের এথেন্স শহরে আজকের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে বলে পূর্বাভাস রয়েছে। আর দেশটির কিছু অঞ্চলে এটি ৪২ ডিগ্রি পর্যন্তও উঠতে পারে।
বিবিসি জানিয়েছে, ২০২৪ সাল থেকে এখন পর্যন্ত ৪৫ লাখের বেশি মানুষ অ্যাক্রোপলিস পরিদর্শন করেছেন। এর আগে গত বছরের জুন ও জুলাই মাসেও চরম গরমে স্থানটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
চলমান তাপপ্রবাহের কারণে গ্রিসের শ্রম মন্ত্রণালয় কিছু অঞ্চলে দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা আকাশের নিচে শারীরিক শ্রম নিষিদ্ধ করেছে। বলা হয়েছে, আগামীকাল বুধবার পর্যন্ত চলবে এই দাবদাহ। আর তাপমাত্রা বাড়তে পারে ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এর সঙ্গে পাঁচ মাত্রার (সবচেয়ে বেশি) অগ্নিকাণ্ড সতর্কতা জারি করা হয়েছে অ্যাটিকা, গ্রিসের মধ্যাঞ্চল, পেলোপনেস ও থেসালি অঞ্চলে। বেশ কয়েকটি অঞ্চলে রয়েছে চার মাত্রার সতর্কতা।
দাবদাহের কারণে গতকাল সোমবার গ্রিসে ৪১টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩৪টি দ্রুত নিয়ন্ত্রণে আনা গেলেও সাতটি আগুন এখনো জ্বলছে। নাগরিক সুরক্ষা বিভাগ জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং জরুরি সেবাসমূহ প্রস্তুত রয়েছে।
এদিকে ইউরোপজুড়ে দাবদাহের ফলে ফ্রান্স, স্পেন ও অন্যান্য দেশেও অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ছে। স্পেনের কাতালোনিয়ায় ১৮ হাজার মানুষকে ঘরে থাকতে বলা হয়েছে, তাড়াগোনা প্রদেশে ৩ হাজার হেক্টরের বেশি জমি আগুনে পুড়েছে। ফ্রান্সের নারবোন শহরের কাছে ১ হাজারের বেশি ফায়ার সার্ভিসের কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন, বন্ধ হয়ে গেছে ফ্রান্স-স্পেন মহাসড়ক।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনসংক্রান্ত আন্তসরকার সংস্থা (আইপিসিসি) জানিয়েছে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এই ধরনের তাপপ্রবাহ আরও ঘন ঘন ও তীব্র হবে।

চরম তাপপ্রবাহের কারণে গ্রিসের প্রাচীন ঐতিহ্যবাহী স্থান অ্যাক্রোপলিস আজ মঙ্গলবার বেলা ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, দর্শনার্থী ও কর্মীদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রিসের এথেন্স শহরে আজকের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে বলে পূর্বাভাস রয়েছে। আর দেশটির কিছু অঞ্চলে এটি ৪২ ডিগ্রি পর্যন্তও উঠতে পারে।
বিবিসি জানিয়েছে, ২০২৪ সাল থেকে এখন পর্যন্ত ৪৫ লাখের বেশি মানুষ অ্যাক্রোপলিস পরিদর্শন করেছেন। এর আগে গত বছরের জুন ও জুলাই মাসেও চরম গরমে স্থানটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
চলমান তাপপ্রবাহের কারণে গ্রিসের শ্রম মন্ত্রণালয় কিছু অঞ্চলে দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা আকাশের নিচে শারীরিক শ্রম নিষিদ্ধ করেছে। বলা হয়েছে, আগামীকাল বুধবার পর্যন্ত চলবে এই দাবদাহ। আর তাপমাত্রা বাড়তে পারে ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এর সঙ্গে পাঁচ মাত্রার (সবচেয়ে বেশি) অগ্নিকাণ্ড সতর্কতা জারি করা হয়েছে অ্যাটিকা, গ্রিসের মধ্যাঞ্চল, পেলোপনেস ও থেসালি অঞ্চলে। বেশ কয়েকটি অঞ্চলে রয়েছে চার মাত্রার সতর্কতা।
দাবদাহের কারণে গতকাল সোমবার গ্রিসে ৪১টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩৪টি দ্রুত নিয়ন্ত্রণে আনা গেলেও সাতটি আগুন এখনো জ্বলছে। নাগরিক সুরক্ষা বিভাগ জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং জরুরি সেবাসমূহ প্রস্তুত রয়েছে।
এদিকে ইউরোপজুড়ে দাবদাহের ফলে ফ্রান্স, স্পেন ও অন্যান্য দেশেও অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ছে। স্পেনের কাতালোনিয়ায় ১৮ হাজার মানুষকে ঘরে থাকতে বলা হয়েছে, তাড়াগোনা প্রদেশে ৩ হাজার হেক্টরের বেশি জমি আগুনে পুড়েছে। ফ্রান্সের নারবোন শহরের কাছে ১ হাজারের বেশি ফায়ার সার্ভিসের কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন, বন্ধ হয়ে গেছে ফ্রান্স-স্পেন মহাসড়ক।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনসংক্রান্ত আন্তসরকার সংস্থা (আইপিসিসি) জানিয়েছে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এই ধরনের তাপপ্রবাহ আরও ঘন ঘন ও তীব্র হবে।

উগান্ডার প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনির সমর্থকদের কাছে সদ্যসমাপ্ত নির্বাচনে তাঁর বিপুল বিজয় ৪০ বছরের শাসনেরই এক ধরনের স্বীকৃতি। নির্বাচনে তিনি পেয়েছেন ৭২ শতাংশ ভোট। এটি তাঁর সর্বোচ্চ প্রাপ্ত ভোটের কাছাকাছি। ১৯৯৬ সালে উগান্ডার প্রথম সরাসরি প্রেসিডেন্ট নির্বাচনে তিনি পেয়েছিলেন ৭৪ শতাংশ ভোট।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার উদ্ধারকারীরা নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করেছেন। ধারণা করা হচ্ছে, মেঘাচ্ছন্ন আবহাওয়ায় সুলাওয়েসি দ্বীপের পাহাড়ি অঞ্চলে পৌঁছানোর সময় বিমানটি বিধ্বস্ত হয়। ওই বিমানে ১১ জন আরোহী ছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা শাসনের জন্য প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দিতে ইচ্ছুক দেশগুলোর কাছে ১ বিলিয়ন ডলার অর্থ জোগানোর শর্ত দিচ্ছেন। এই অর্থের নিয়ন্ত্রণ থাকবে ট্রাম্পের হাতেই। এমনটি জানা গেছে মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলের চালানো গণহত্যামূলক যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে ট্রাম্প প্রথম এই বোর্ডের কথা প্রকাশ করেন। সে সময় তিনি বলেছিলেন, এই সংস্থাটি গাজায় ‘শাসনব্যবস্থা গড়ে তোলা, আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন, পুনর্গঠন, বিনিয়োগ আকর্ষণ, বৃহৎ তহবিল সংগ্রহ এবং মূলধন ব্যবস্থাপনা’ তদারকি করবে।
৫ ঘণ্টা আগে