Ajker Patrika

ধ্বংসস্তূপের নিচ থেকে ১২৯ ঘণ্টা পর একই পরিবারের ৫ জনকে জীবিত উদ্ধার

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৮: ৫০
ধ্বংসস্তূপের নিচ থেকে ১২৯ ঘণ্টা পর একই পরিবারের ৫ জনকে জীবিত উদ্ধার

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুর মিছিল কেবলই বাড়ছে। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪ হাজারের বেশি মানুষের। এখনো উদ্ধার অভিযান চলছে। 

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, তুরস্কের গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগ শহরে ধ্বংসস্তূপের নিচ থেকে ১২৯ ঘণ্টা পর একই পরিবারের পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার তাঁদের উদ্ধার করা হয়। তাঁরা ধ্বংসস্তূপের নিচে পাঁচ দিন আটকে ছিলেন।

উদ্ধারকারীরা প্রথমে মা ও মেয়েকে বের করে আনেন। পরে তাঁরা বাবাকে উদ্ধারের দিকে এগিয়ে যান। কিন্তু বাবা তাঁর আরেক মেয়ে ও ছেলেকে আগে উদ্ধারের অনুরোধ জানান। পরে উদ্ধারকারীরা তিনজনকেই উদ্ধার করেন। 

যত সময় গড়াচ্ছে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধারের সম্ভাবনা ততই ক্ষীণ হয়ে আসছে। 

উল্লেখ্য, তুরস্ক ও সিরিয়ার গত সোমবার ভোরে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে গুঁড়িয়ে যায় দুই দেশের হাজার হাজার হাসপাতাল, স্কুল ও অ্যাপার্টমেন্ট ভবন। এতে গৃহহীন হয়ে পড়ে দেশ দুটির বিপুলসংখ্যক লোক। উদ্ভূত ঘটনার প্রেক্ষাপটে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ১০ প্রদেশে জরুরি অবস্থা জারি করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত