Ajker Patrika

ব্রিটেনে শিশুদের টিকা দেওয়ার বিষয়ে আলোচনা চলছে

ব্রিটেনে শিশুদের টিকা দেওয়ার বিষয়ে আলোচনা চলছে

ব্রিটেনের ১২ থেকে ১৫ বছর বয়সী সুস্থ শিশুদের টিকা দেওয়া উচিত হবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। রোববার দেশটির টিকা বিষয়ক মন্ত্রী নধিম জাহাবির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

দেশটির টিকাদান এবং রোগ প্রতিরোধ বিষয়ক যৌথ কমিটির শুক্রবারের বৈঠকে শিশুদের টিকা দেওয়ার সুপারিশ করেনি। বৈঠকে শিশুদের হৃদ্‌রোগের বিরল ঝুঁকির বিষয়ে সতর্কতামূলক পদ্ধতি অবলম্বনের জন্য বলা হয়। এ ছাড়া বৃহৎ বিবেচনায় শিশুদের টিকা কার্যক্রম নিয়ে মেডিকেল উপদেষ্টাদের সঙ্গেও পরামর্শ করছে সরকার। 

মন্ত্রী ও মেডিকেল অফিসারদের বরাত দিয়ে কিছু সংবাদপত্র বলছে, ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের দ্রুত টিকা দেওয়া হবে। তবে জাহাবি বলছেন, সরকার এই সিদ্ধান্তের প্রতি পক্ষপাতিত্ব করবে না। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জাহাবি বলেন, 'প্রধান মেডিকেল অফিসারদের কাছে উত্তর না পাওয়া পর্যন্ত কোন সিদ্ধান্ত নেওয়া হবে না'। তবে চলতি মাসের শেষ থেকে প্রাপ্তবয়স্কদের জন্য দুই ডোজ টিকা দেওয়া শুরু করবে। দুর্বল এবং বয়স্কদের জন্য একটি ভ্যাকসিন বুস্টার প্রোগ্রামের পরিকল্পনাও চূড়ান্ত করা হবে। 

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং অনেক ইউরোপীয় দেশে শিশুদের ব্যাপকভাবে টিকা দেওয়া হচ্ছে। ব্রিটিশ কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন ১২ থেকে ১৫ বছর বয়সীদের যারা ঝুঁকিপূর্ণ এবং ১৬ বছরের বেশি বয়সী সবাই টিকার যোগ্য। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত