
ইউক্রেনের শিল্পীদের ওপর রাশিয়ার দমন-পীড়নের ইতিহাস বহু পুরোনো। সেই ১৯২০-এর দশকে স্তালিনের শুদ্ধিকরণের সময় থেকে শুরু করে বর্তমানে পুতিনের যুদ্ধক্ষেত্রে হারিয়ে যাওয়া ইউক্রেনের বর্তমান প্রজন্মের শিল্পীদের তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে।
তাই সের্হি ঝাদান যখন যুদ্ধে যাওয়ার ঘোষণা দিলেন, তখন অনেকেই শঙ্কিত হলেন এই ভেবে যে—তাঁর নামও বুঝি দুঃখজনক সেই তালিকায় যোগ হবে।
সের্হি ঝাদান—ইউক্রেনের বিখ্যাত কবি এবং গীতিকার। ডনবাস অঞ্চলে একটি সামরিক পরিবারে জন্ম নিয়েছিলেন তিনি।
সোভিয়েত-পরবর্তী প্রজন্ম অর্থাৎ রুশ প্রভাবের শতাব্দী পেরিয়ে ইউক্রেনের জাতীয় সংস্কৃতির পুনর্জাগরণে ভূমিকা রাখা বর্তমান প্রজন্মের লেখক ঝাদান। কবিতা, গান এবং ‘ঝাদান অ্যান্ড দ্য ডগস’ নামে একটি ব্যান্ডের মাধ্যমে তিনি এই নতুন আন্দোলনের অন্যতম প্রধান আলোচক হয়ে উঠেছেন।
যুক্তরাজ্য-ভিত্তিক দ্য টাইমস জানিয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে পুতিন যখন ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করলেন, সেই সময়টিতে ঝাদানের ব্যান্ড একটি কনসার্টে যাওয়ার পথে ট্রেনে ছিল। কিন্তু খবরটি শুনে তারা খারকিভে ফিরে আসেন। এখানেই বসবাস করেন ঝাদান। পরে বন্ধুবান্ধবদের সঙ্গে মিলে তিনি ‘খার্তিয়া’ নামে একটি স্বেচ্ছাসেবী ব্রিগেড গঠন করেন। এই ব্রিগেড খারকিভ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর ঝাদান বুঝতে পারেন, যুদ্ধ এবং সাধারণ মানুষের মধ্যে তথ্যের একটি ফাঁক রয়েছে। আর এই ফাঁকটি নানা ধরনের প্রোপাগান্ডা চালিয়ে সহজেই পূরণ করছে রাশিয়া।
বিষয়টি বুঝতে পেরে যুদ্ধক্ষেত্রে একটি রেডিও স্টেশন প্রতিষ্ঠার উদ্যোগ নেন ঝাদান। এই রেডিওর মাধ্যমে তিনি মূলত রাশিয়ার প্রোপাগান্ডা এবং যুদ্ধক্ষেত্র নিয়ে ভ্রান্ত ধারণাগুলো মোকাবিলা করেন। ঝাদান বলেন, ‘আমরা বোঝাতে চাই, সেনাবাহিনীতে যোগ দেওয়া মানে আর ফিরে না আসা—এমন নয়।’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক সাহিত্যিক প্রাণ হারিয়েছেন। এঁদের মধ্যে কবি ভলোদিমির ভাকুলেঙ্কোকে ২০২২ সালে অপহরণ করেছিল রুশ বাহিনী। পরে একটি গণকবরে তাঁকে পাওয়া যায়। পরবর্তীতে ভাকুলেঙ্কোর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আরেক সাহিত্যিক ভিক্টোরিয়া আমেলিনা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন।
ঝাদানের মতে, সেনাবাহিনীতে যোগ দেওয়া মানে শুধু মুখোমুখি যুদ্ধ নয়, একই সঙ্গে এটি সাংস্কৃতিক অস্তিত্বেরও লড়াই। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু রাশিয়ার আগ্রাসন প্রতিহত করা নয়, আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখাও।’

ইউক্রেনের শিল্পীদের ওপর রাশিয়ার দমন-পীড়নের ইতিহাস বহু পুরোনো। সেই ১৯২০-এর দশকে স্তালিনের শুদ্ধিকরণের সময় থেকে শুরু করে বর্তমানে পুতিনের যুদ্ধক্ষেত্রে হারিয়ে যাওয়া ইউক্রেনের বর্তমান প্রজন্মের শিল্পীদের তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে।
তাই সের্হি ঝাদান যখন যুদ্ধে যাওয়ার ঘোষণা দিলেন, তখন অনেকেই শঙ্কিত হলেন এই ভেবে যে—তাঁর নামও বুঝি দুঃখজনক সেই তালিকায় যোগ হবে।
সের্হি ঝাদান—ইউক্রেনের বিখ্যাত কবি এবং গীতিকার। ডনবাস অঞ্চলে একটি সামরিক পরিবারে জন্ম নিয়েছিলেন তিনি।
সোভিয়েত-পরবর্তী প্রজন্ম অর্থাৎ রুশ প্রভাবের শতাব্দী পেরিয়ে ইউক্রেনের জাতীয় সংস্কৃতির পুনর্জাগরণে ভূমিকা রাখা বর্তমান প্রজন্মের লেখক ঝাদান। কবিতা, গান এবং ‘ঝাদান অ্যান্ড দ্য ডগস’ নামে একটি ব্যান্ডের মাধ্যমে তিনি এই নতুন আন্দোলনের অন্যতম প্রধান আলোচক হয়ে উঠেছেন।
যুক্তরাজ্য-ভিত্তিক দ্য টাইমস জানিয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে পুতিন যখন ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করলেন, সেই সময়টিতে ঝাদানের ব্যান্ড একটি কনসার্টে যাওয়ার পথে ট্রেনে ছিল। কিন্তু খবরটি শুনে তারা খারকিভে ফিরে আসেন। এখানেই বসবাস করেন ঝাদান। পরে বন্ধুবান্ধবদের সঙ্গে মিলে তিনি ‘খার্তিয়া’ নামে একটি স্বেচ্ছাসেবী ব্রিগেড গঠন করেন। এই ব্রিগেড খারকিভ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর ঝাদান বুঝতে পারেন, যুদ্ধ এবং সাধারণ মানুষের মধ্যে তথ্যের একটি ফাঁক রয়েছে। আর এই ফাঁকটি নানা ধরনের প্রোপাগান্ডা চালিয়ে সহজেই পূরণ করছে রাশিয়া।
বিষয়টি বুঝতে পেরে যুদ্ধক্ষেত্রে একটি রেডিও স্টেশন প্রতিষ্ঠার উদ্যোগ নেন ঝাদান। এই রেডিওর মাধ্যমে তিনি মূলত রাশিয়ার প্রোপাগান্ডা এবং যুদ্ধক্ষেত্র নিয়ে ভ্রান্ত ধারণাগুলো মোকাবিলা করেন। ঝাদান বলেন, ‘আমরা বোঝাতে চাই, সেনাবাহিনীতে যোগ দেওয়া মানে আর ফিরে না আসা—এমন নয়।’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক সাহিত্যিক প্রাণ হারিয়েছেন। এঁদের মধ্যে কবি ভলোদিমির ভাকুলেঙ্কোকে ২০২২ সালে অপহরণ করেছিল রুশ বাহিনী। পরে একটি গণকবরে তাঁকে পাওয়া যায়। পরবর্তীতে ভাকুলেঙ্কোর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আরেক সাহিত্যিক ভিক্টোরিয়া আমেলিনা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন।
ঝাদানের মতে, সেনাবাহিনীতে যোগ দেওয়া মানে শুধু মুখোমুখি যুদ্ধ নয়, একই সঙ্গে এটি সাংস্কৃতিক অস্তিত্বেরও লড়াই। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু রাশিয়ার আগ্রাসন প্রতিহত করা নয়, আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখাও।’

পাকিস্তান এবং চীনের যৌথ প্রচেষ্টায় তৈরি জেএফ-১৭ থান্ডার ব্লক যুদ্ধবিমান সংগ্রহে গভীর আগ্রহ প্রকাশ করেছে ইরাক। দুই দেশের বিমানবাহিনী প্রধানদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠকের পর গতকাল শনিবার পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা এ তথ্য জানায়। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির...
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানে সম্ভাব্য নতুন সামরিক হামলার বিভিন্ন বিকল্প সম্পর্কে ব্রিফ করা হয়েছে; এমনটি জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন প্রশাসনের কর্মকর্তারা। ইরানে চলমান বিক্ষোভ দমনে তেহরানের তথাকথিত কঠোর অবস্থানের প্রেক্ষাপটে দেশটির বিরুদ্ধে সামরিক হামলার হুমকি বাস্তবায়ন...
২ ঘণ্টা আগে
সৌদি আরব ও পারমাণবিক শক্তিধর পাকিস্তানের মধ্যকার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে সক্রিয় তদবির চালাচ্ছে তুরস্ক। এই উদ্যোগ বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যে এক নতুন সামরিক জোট গড়ে উঠতে পারে এমন এক সময়ে, যখন উপসাগরীয় অঞ্চল ও ইরানকে ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে।
২ ঘণ্টা আগে
ইরানে দুই সপ্তাহ ধরে চলা গণবিক্ষোভের মধ্যে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোভাহেদি আজাদ সতর্ক করে দিয়েছেন, বিক্ষোভে অংশগ্রহণকারী যে কাউকে ‘আল্লাহর শত্রু’ হিসেবে গণ্য করা হবে এবং সেই অনুসারে শাস্তি দেওয়া হবে। ইরানি আইন অনুযায়ী যে অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড।
৩ ঘণ্টা আগে