
রাশিয়ার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন অস্ত্র দিয়ে প্রশিক্ষণ নিচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী। ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় ইয়াভোরিভ সামরিক ঘাঁটিতে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের তৈরি অ্যান্টি ট্যাংক মিসাইল, রকেট লঞ্চার দিয়ে প্রশিক্ষণ নিচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী। ইউক্রেনের ২০ কোটি ডলারের নিরাপত্তা চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র এই অস্ত্র সরবরাহ করছে।
রয়টার্স বলছে, ইউক্রেনের সৈন্যরা ক্ষেপণাস্ত্র ছুড়েছে। আবার কেউ দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছে। এ ছাড়া তুষারময় ভূমি দিয়ে সামরিক যানবাহন চালাতে দেখা গেছে।
সম্প্রতি ইউক্রেন সীমান্তের কাছে কয়েক হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া। এতে দুই দেশের মধ্যে যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও মস্কো এ ধরনের হামলার পরিকল্পনার কথা অস্বীকার করেছে।
ইউক্রেন সেনাবাহিনীর মুখপাত্র অ্যান্ড্রি বেস্টইউক বলেন, এই অস্ত্রগুলো সামরিক যানগুলোকে থামাতে, তাদের ক্ষতি করতে এবং শহুরে পরিবেশে ভবনগুলোতে লুকিয়ে থাকা শত্রুদের ধ্বংস করতে সাহায্য করবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা বলেন, শান্তি চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত হও।
গতকাল শুক্রবার সন্ধ্যায় ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ বলেছেন, মার্কিন অস্ত্রের পরবর্তী চালান শিগ্গিরই আসবে বলে আশা করা হচ্ছে।

রাশিয়ার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন অস্ত্র দিয়ে প্রশিক্ষণ নিচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী। ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় ইয়াভোরিভ সামরিক ঘাঁটিতে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের তৈরি অ্যান্টি ট্যাংক মিসাইল, রকেট লঞ্চার দিয়ে প্রশিক্ষণ নিচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী। ইউক্রেনের ২০ কোটি ডলারের নিরাপত্তা চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র এই অস্ত্র সরবরাহ করছে।
রয়টার্স বলছে, ইউক্রেনের সৈন্যরা ক্ষেপণাস্ত্র ছুড়েছে। আবার কেউ দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছে। এ ছাড়া তুষারময় ভূমি দিয়ে সামরিক যানবাহন চালাতে দেখা গেছে।
সম্প্রতি ইউক্রেন সীমান্তের কাছে কয়েক হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া। এতে দুই দেশের মধ্যে যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও মস্কো এ ধরনের হামলার পরিকল্পনার কথা অস্বীকার করেছে।
ইউক্রেন সেনাবাহিনীর মুখপাত্র অ্যান্ড্রি বেস্টইউক বলেন, এই অস্ত্রগুলো সামরিক যানগুলোকে থামাতে, তাদের ক্ষতি করতে এবং শহুরে পরিবেশে ভবনগুলোতে লুকিয়ে থাকা শত্রুদের ধ্বংস করতে সাহায্য করবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা বলেন, শান্তি চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত হও।
গতকাল শুক্রবার সন্ধ্যায় ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ বলেছেন, মার্কিন অস্ত্রের পরবর্তী চালান শিগ্গিরই আসবে বলে আশা করা হচ্ছে।

তাইওয়ানকে ঘিরে চীনের বিশাল সামরিক মহড়া ‘জাস্টিস মিশন ২০২৫’ শেষ হওয়ার মাত্র এক দিন পরই সি চিন পিংয়ের এই কড়া বার্তা এল। উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তা দখলের হুমকি দিয়ে আসছে।
১১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাম হাতে কালশিটে বা কালচে দাগ দেখা দেওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শপথ নেওয়ার এক বছরের মাথায় ও ৮০ বছরে পা দেওয়ার ঠিক আগমুহূর্তে প্রেসিডেন্টের এই শারীরিক পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসা বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকেরা।
১২ ঘণ্টা আগে
প্রতিবছর নভেম্বর ও ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার খোসা, এনদেবেলে, সোথো ও ভেন্ডা সম্প্রদায়ের কিশোর ও তরুণেরা ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নেয়। দক্ষিণ আফ্রিকার শিশু আইন (২০০৫) অনুযায়ী, সাধারণত ১৬ বছরের বেশি বয়সীদের খতনা করানো হয়। এর নিচে খতনা করানো দেশটিতে আইনত নিষিদ্ধ।
১৩ ঘণ্টা আগে
এই হামলার ঘটনা প্রথম প্রকাশ পায় গত সেপ্টেম্বরে, যখন রাজপরিবার নিয়ে লেখা একটি বই দ্য টাইমস পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা হয়। তবে এর আগে বাকিংহাম প্যালেস থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
১৩ ঘণ্টা আগে