
আটলান্টিক মহাসাগরের দুই তীরের দেশগুলোর সামরিক জোট ন্যাটো সামরিক মহড়া ‘অবিচল দুপুরের’ অংশ হিসেবে পরমাণু অস্ত্রের মহড়া চালিয়েছে। মহড়ায় বিভিন্ন ন্যাটোর সদস্য দেশগুলোর বেশ কয়েক ডজন যুদ্ধবিমান অংশ নেয়। তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
আনাদলুর প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর–পশ্চিম ইউরোপে ন্যাটোর বাৎসরিক সামরিক মহড়া ‘অবিচল দুপুরে’ ১৪টি দেশের বিভিন্ন ধরনের ৬০ টিরও বেশি যুদ্ধবিমান অংশ নিয়েছে বলে জানিয়েছে ন্যাটো এয়ার কমান্ড। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ন্যাটোর এয়ার কমান্ড এক বিবৃতিতে এই তথ্য জানায়।
এর আগে, ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ গত ১৩ অক্টোবর বলেছিলেন, ‘এই মহড়া জোটের পারমাণবিক অস্ত্রের প্রভাব নিরাপদ ও কার্যকর রাখতে সাহায্য করবে।’ জেনস স্টলটেনবার্গ জানিয়েছিলেন, ন্যাটো যেকোনো মূল্যে বর্তমান পরিস্থিতি যাই হোক না কেন, মহড়া চালিয়ে যাবে।
এদিকে, ন্যাটোর ‘অবিচল দুপুর’কে অনেকেই মস্কোর বাৎসরিক পারমাণবিক অস্ত্রের মহড়া ‘গ্রুমের’ সমান্তরাল মহড়া বলে দাবি করছেন। গ্রুম সাধারণত প্রতিবছরের অক্টোবরের শেষ দিকে অনুষ্ঠিত হয়। এই মহড়ায় রাশিয়া তার পরমাণু অস্ত্র বহনে সক্ষম যুদ্ধবিমান, সাবমেরিন এবং ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।
তবে ন্যাটো জানিয়েছে, তাদের মহড়া ‘অবিচল দুপুরের’ সঙ্গে রাশিয়ার মহড়ার কোনো যোগসূত্র নেই। মহড়ার বিষয়ে ন্যাটো এক বিবৃতিতে বলেছে, ‘আগামী ৩০ অক্টোবর পর্যন্ত চলা এই অনুশীলন একটি নিয়মিত বাৎসরিক কার্যক্রম এবং এর সঙ্গে বিশ্বের চলমান ঘটনাবলির কোনো সম্পর্ক নেই।’ তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি জোটটি।

আটলান্টিক মহাসাগরের দুই তীরের দেশগুলোর সামরিক জোট ন্যাটো সামরিক মহড়া ‘অবিচল দুপুরের’ অংশ হিসেবে পরমাণু অস্ত্রের মহড়া চালিয়েছে। মহড়ায় বিভিন্ন ন্যাটোর সদস্য দেশগুলোর বেশ কয়েক ডজন যুদ্ধবিমান অংশ নেয়। তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
আনাদলুর প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর–পশ্চিম ইউরোপে ন্যাটোর বাৎসরিক সামরিক মহড়া ‘অবিচল দুপুরে’ ১৪টি দেশের বিভিন্ন ধরনের ৬০ টিরও বেশি যুদ্ধবিমান অংশ নিয়েছে বলে জানিয়েছে ন্যাটো এয়ার কমান্ড। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ন্যাটোর এয়ার কমান্ড এক বিবৃতিতে এই তথ্য জানায়।
এর আগে, ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ গত ১৩ অক্টোবর বলেছিলেন, ‘এই মহড়া জোটের পারমাণবিক অস্ত্রের প্রভাব নিরাপদ ও কার্যকর রাখতে সাহায্য করবে।’ জেনস স্টলটেনবার্গ জানিয়েছিলেন, ন্যাটো যেকোনো মূল্যে বর্তমান পরিস্থিতি যাই হোক না কেন, মহড়া চালিয়ে যাবে।
এদিকে, ন্যাটোর ‘অবিচল দুপুর’কে অনেকেই মস্কোর বাৎসরিক পারমাণবিক অস্ত্রের মহড়া ‘গ্রুমের’ সমান্তরাল মহড়া বলে দাবি করছেন। গ্রুম সাধারণত প্রতিবছরের অক্টোবরের শেষ দিকে অনুষ্ঠিত হয়। এই মহড়ায় রাশিয়া তার পরমাণু অস্ত্র বহনে সক্ষম যুদ্ধবিমান, সাবমেরিন এবং ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।
তবে ন্যাটো জানিয়েছে, তাদের মহড়া ‘অবিচল দুপুরের’ সঙ্গে রাশিয়ার মহড়ার কোনো যোগসূত্র নেই। মহড়ার বিষয়ে ন্যাটো এক বিবৃতিতে বলেছে, ‘আগামী ৩০ অক্টোবর পর্যন্ত চলা এই অনুশীলন একটি নিয়মিত বাৎসরিক কার্যক্রম এবং এর সঙ্গে বিশ্বের চলমান ঘটনাবলির কোনো সম্পর্ক নেই।’ তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি জোটটি।

মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
৭ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
৯ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
১০ ঘণ্টা আগে