
প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় জার্মানি ও বেলজিয়ামে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৭০ জনে দাঁড়িয়েছে। রয়টার্স জানিয়েছে, জার্মানিতে বন্যায় মারা গেছেন ১৪৩ জন। বেলজিয়ামে মৃত্যু হয়েছে ২৭ জনের। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল রোববার (১৮ জুলাই) রিনেল্যান্ড পালাটিনাটে পরিদর্শনে যাবেন। বন্যায় রাজ্যটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত অর্ধশত বছরের মধ্যে এটি জার্মানির সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়। পুলিশের হিসেব অনুযায়ী, শুধুমাত্র দেশটির কোলন শহরের দক্ষিণে আরউইলার জেলায় প্রায় ৯৮ জনের মৃত্যু হয়েছে।
শহরটি থেকে এরই মধ্যে ৭০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ওয়াসেনবার্গের মেয়র মার্সের মাউরার রয়টার্সকে বলেন, ‘গতরাত থেকে পানির স্তর আর বাড়েনি। সুতরাং আমরা বলতে পারি, পরিস্থিতি কিছুটা স্থিতিশীল আছে। এটা সত্যি যে, এখনও আশাবাদী হওয়ার সময় আসেনি, কিন্তু তারপরও আমরা আশা করছি পরিস্থিতির আরও উন্নতি হবে।’
জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টিনমিয়ার বন্যায় ক্ষতিগ্রস্ত নর্থ রিনে-ভেসপালিয়া রাজ্যের এফস্ট্যাড শহর পরিদর্শন করেছেন। যেখানে প্রাকৃতিক এই দুর্যোগে মৃত্যু হয়েছে ৪৫ জনের।
বন্যায় নিহতদের প্রতি শোক জানিয়েছেন জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টিনমিয়ার। তিনি বলেন, ‘এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের সদস্যদের মতো আমরাও শোকাহত। তাঁদের এই মর্মান্তিক মৃত্যু আমাদের হৃদয়কে ব্যাথিত করেছে।’
এদিকে এমন প্রাকৃতিক দুর্যোগের জন্য জলবায়ুকে পরিবর্তকে দায়ী করা হচ্ছে। জার্মান আবহাওয়াবিদ আন্দ্রেস ফ্রেডরিখ সিএনএনকে জানান, দেশটির বেশ কিছু অঞ্চলে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণের বেশি বৃষ্টিপাত হতে দেখা গেছে।
জার্মানির এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে বলেন, রাস্তায় গাড়িগুলো ভাসছে। বাড়িগুলো ধ্বংস হয়ে পড়ে আছে। দেখে মনে হচ্ছে এ যেন ‘যুদ্ধক্ষেত্র’।

প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় জার্মানি ও বেলজিয়ামে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৭০ জনে দাঁড়িয়েছে। রয়টার্স জানিয়েছে, জার্মানিতে বন্যায় মারা গেছেন ১৪৩ জন। বেলজিয়ামে মৃত্যু হয়েছে ২৭ জনের। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল রোববার (১৮ জুলাই) রিনেল্যান্ড পালাটিনাটে পরিদর্শনে যাবেন। বন্যায় রাজ্যটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত অর্ধশত বছরের মধ্যে এটি জার্মানির সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়। পুলিশের হিসেব অনুযায়ী, শুধুমাত্র দেশটির কোলন শহরের দক্ষিণে আরউইলার জেলায় প্রায় ৯৮ জনের মৃত্যু হয়েছে।
শহরটি থেকে এরই মধ্যে ৭০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ওয়াসেনবার্গের মেয়র মার্সের মাউরার রয়টার্সকে বলেন, ‘গতরাত থেকে পানির স্তর আর বাড়েনি। সুতরাং আমরা বলতে পারি, পরিস্থিতি কিছুটা স্থিতিশীল আছে। এটা সত্যি যে, এখনও আশাবাদী হওয়ার সময় আসেনি, কিন্তু তারপরও আমরা আশা করছি পরিস্থিতির আরও উন্নতি হবে।’
জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টিনমিয়ার বন্যায় ক্ষতিগ্রস্ত নর্থ রিনে-ভেসপালিয়া রাজ্যের এফস্ট্যাড শহর পরিদর্শন করেছেন। যেখানে প্রাকৃতিক এই দুর্যোগে মৃত্যু হয়েছে ৪৫ জনের।
বন্যায় নিহতদের প্রতি শোক জানিয়েছেন জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টিনমিয়ার। তিনি বলেন, ‘এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের সদস্যদের মতো আমরাও শোকাহত। তাঁদের এই মর্মান্তিক মৃত্যু আমাদের হৃদয়কে ব্যাথিত করেছে।’
এদিকে এমন প্রাকৃতিক দুর্যোগের জন্য জলবায়ুকে পরিবর্তকে দায়ী করা হচ্ছে। জার্মান আবহাওয়াবিদ আন্দ্রেস ফ্রেডরিখ সিএনএনকে জানান, দেশটির বেশ কিছু অঞ্চলে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণের বেশি বৃষ্টিপাত হতে দেখা গেছে।
জার্মানির এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে বলেন, রাস্তায় গাড়িগুলো ভাসছে। বাড়িগুলো ধ্বংস হয়ে পড়ে আছে। দেখে মনে হচ্ছে এ যেন ‘যুদ্ধক্ষেত্র’।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
৯ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
১০ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
১১ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
১৩ ঘণ্টা আগে