
ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য উত্তর কোরিয়া থেকে রাশিয়া অস্ত্র কিনছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। তারা বলছে, নিষেধাজ্ঞার কারণে নিজ সামরিক বাহিনীকে অস্ত্র সরবরাহের সক্ষমতা অনেকটাই কমে গেছে মস্কোর। এ অবস্থায় উত্তর কোরিয়া থেকে অস্ত্র কিনতে বাধ্য হচ্ছে তারা।
এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের লক্ষ্যে পিয়ংইয়ং থেকে লাখো রকেট ও গোলা কিনছে রাশিয়া। এ যুদ্ধ চললে উত্তর কোরিয়া থেকে তারা আরও অস্ত্র কিনতে বাধ্য হবে। যুক্তরাষ্ট্র পিয়ংইয়ং থেকে অস্ত্র কেনার কথা উল্লেখ করে বলেছে, ‘এটি ভয়াবহ রকমের অস্ত্র স্বল্পতার ইঙ্গিতবাহী।’
এ সম্পর্কিত গোয়েন্দা প্রতিবেদনের ওপর ভিত্তি করে প্রথম খবর প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। ওই খবরের প্রতিক্রিয়া হিসেবে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘সোভিয়েত অস্ত্র তার সম্ভাবনা হারিয়ে ফেলেছে।’ তারা বলেছে, ‘অস্ত্র, রাজনীতি কিংবা জীবনমানের প্রশ্নে যখন ইউক্রেন ন্যাটো মানের দিকে এগোচ্ছে, তখন রাশিয়া যাচ্ছে উত্তর কোরিয়ার মানের দিকে।’
এদিকে ইউক্রেন সংকটের জন্য উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোকে দায়ী করেছেন। তিনি বলেছেন, তাদের বিভাজনের নীতির কারণেই রাশিয়া বলপ্রয়োগে বাধ্য হয়েছে।
বিবিসি জানায়, গত মাসেই উত্তর কোরিয়া ইউক্রেনে রাশিয়ার অধিকৃত দুটি অঞ্চলকে স্বাধীন অঞ্চল হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ দুই অঞ্চল হলো দোনেৎস্ক ও লুহানস্ক। একই সঙ্গে দেশটি মস্কোর সঙ্গে তার ‘কমরেডসুলভ’ বন্ধুত্ব আরও দৃঢ় করার বিষয়েও অঙ্গীকার প্রকাশ করে।
পিয়ংইয়ংয়ের সরকারি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দেশের গঠনমূলক বন্ধুত্বের পরিসর আরও বৃদ্ধির প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য উত্তর কোরিয়া থেকে রাশিয়া অস্ত্র কিনছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। তারা বলছে, নিষেধাজ্ঞার কারণে নিজ সামরিক বাহিনীকে অস্ত্র সরবরাহের সক্ষমতা অনেকটাই কমে গেছে মস্কোর। এ অবস্থায় উত্তর কোরিয়া থেকে অস্ত্র কিনতে বাধ্য হচ্ছে তারা।
এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের লক্ষ্যে পিয়ংইয়ং থেকে লাখো রকেট ও গোলা কিনছে রাশিয়া। এ যুদ্ধ চললে উত্তর কোরিয়া থেকে তারা আরও অস্ত্র কিনতে বাধ্য হবে। যুক্তরাষ্ট্র পিয়ংইয়ং থেকে অস্ত্র কেনার কথা উল্লেখ করে বলেছে, ‘এটি ভয়াবহ রকমের অস্ত্র স্বল্পতার ইঙ্গিতবাহী।’
এ সম্পর্কিত গোয়েন্দা প্রতিবেদনের ওপর ভিত্তি করে প্রথম খবর প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। ওই খবরের প্রতিক্রিয়া হিসেবে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘সোভিয়েত অস্ত্র তার সম্ভাবনা হারিয়ে ফেলেছে।’ তারা বলেছে, ‘অস্ত্র, রাজনীতি কিংবা জীবনমানের প্রশ্নে যখন ইউক্রেন ন্যাটো মানের দিকে এগোচ্ছে, তখন রাশিয়া যাচ্ছে উত্তর কোরিয়ার মানের দিকে।’
এদিকে ইউক্রেন সংকটের জন্য উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোকে দায়ী করেছেন। তিনি বলেছেন, তাদের বিভাজনের নীতির কারণেই রাশিয়া বলপ্রয়োগে বাধ্য হয়েছে।
বিবিসি জানায়, গত মাসেই উত্তর কোরিয়া ইউক্রেনে রাশিয়ার অধিকৃত দুটি অঞ্চলকে স্বাধীন অঞ্চল হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ দুই অঞ্চল হলো দোনেৎস্ক ও লুহানস্ক। একই সঙ্গে দেশটি মস্কোর সঙ্গে তার ‘কমরেডসুলভ’ বন্ধুত্ব আরও দৃঢ় করার বিষয়েও অঙ্গীকার প্রকাশ করে।
পিয়ংইয়ংয়ের সরকারি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দেশের গঠনমূলক বন্ধুত্বের পরিসর আরও বৃদ্ধির প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি শক্তিশালী ‘সনিক উইপন’ (শব্দাস্ত্র) ব্যবহার করেছিল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, অস্ত্রটি বিশেষ। এটা আর কারও কাছে নেই। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির...
২ ঘণ্টা আগে
গত বছরের জুলাইয়ে স্কটল্যান্ডের টার্নবেরিতে ট্রাম্প এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির মূল লক্ষ্য ছিল ইউরোপীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা এবং লবস্টারসহ (একধরনের সামুদ্রিক মাছে) নির্দিষ্ট কিছু মার্কিন পণ্যের
৪ ঘণ্টা আগে
ফোরামে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, আমরা একটি চুক্তির খুব কাছাকাছি আছি। আমি বিশ্বাস করি, তাঁরা এখন এমন এক জায়গায় আছে, যেখান থেকে এক হয়ে চুক্তি সম্পন্ন করতে পারে। আর যদি তাঁরা তা না করে, তবে তাঁরা স্টুপিড। আমি জানি তাঁরা আসলে নির্বোধ নন, কিন্তু এই সমাধান করতে না পারলে তাঁদের নির্বোধই বলতে হবে।’
৪ ঘণ্টা আগে
বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে আবারও গ্রিনল্যান্ড দখলের ঘোষণা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার ফোরামে দেওয়া ভাষণে তিনি গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং ইউরোপীয় মিত্রদের প্রতি হুঁশিয়ারি...
৫ ঘণ্টা আগে