
গতকাল রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পরপরই পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সর্বশেষ জাহাজটি কৃষ্ণ সাগর ছেড়ে গেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, জাহাজটি রাশিয়া, ইউক্রেন ও ন্যাটো সদস্যভুক্ত দেশ তুরস্ক, বুলগেরিয়া ও রোমানিয়ার সীমান্তবর্তী অঞ্চলে প্রায় এক মাস ধরে অবস্থান করছিল।
তুর্কি মেরিটাইম ওয়েবসাইট তার্কিশনেভি ডট নেট থেকে জানা যায়, একটি ফরাসি যুদ্ধজাহাজ জানুয়ারির শুরুতে একটি সফর সম্পন্ন করেছে। তবে যুদ্ধজাহাজের গতিবিধি পর্যবেক্ষণ করে ন্যাটোর এমন কোনো নৌযান এ সময় টহল দেয়নি। কিন্তু রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এ সময় রাশিয়া নৌবহরের ১৬টি যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র জাহাজ ও ট্যাংক অবতরণ করতে সক্ষম এমন জাহাজ কৃষ্ণ সাগরে রওনা হয়েছিল।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ঠেকাতে ন্যাটো অনেকবার বিবৃতি দিয়েছে। কিন্তু এই অঞ্চলে নিজেদের উপস্থিতি গড়ে তুলতে ব্যর্থ হয়েছে এই পশ্চিমা সামরিক জোট।
রাশিয়ার নৌবাহিনীকে ন্যাটো বাহিনী চ্যালেঞ্জ করবে কি না, তা নিয়ে ন্যাটো সদস্যদের মধ্যে মতবিরোধ রয়েছে। গোয়েন্দা কর্মকর্তারা রয়টার্সকে বলেন, সেনাদের নিরাপত্তার বিষয়টি সবার আগে ভাবতে হবে।
কৃষ্ণ সাগরে ন্যাটোর নৌ উপস্থিতি কিয়েভকে সামরিক ও অর্থনৈতিক সুবিধা দিত। বৃহস্পতিবার রাশিয়ার হামলার পর ইউক্রেন তার সমুদ্রবন্দরগুলোতে কার্যক্রম স্থগিত করেছে।
অবসরপ্রাপ্ত মার্কিন অ্যাডমিরাল জেমস ফগো বলেছেন, ‘ইউক্রেনকে চারপাশ থেকে ঘিরে ধরেছে রাশিয়া। এ অবস্থায় ন্যাটোর একটি সামুদ্রিক কৌশল প্রয়োজন।’ জেমস ফগো ২০২০ সাল পর্যন্ত প্রায় এক দশক ধরে ইউরোপে মার্কিন ও ন্যাটো নৌবহরের কমান্ডার ছিলেন।
ইউক্রেনে রুশ সেনাদের অভিযান শুরুর পর বৃহস্পতিবার ন্যাটোর মাহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, রুশ নৌবাহিনীর পাশাপাশি আকাশ ও স্থল থেকেও হামলা চালানো হয়েছে। এ অবস্থায় উত্তর থেকে ভূমধ্যসাগর পর্যন্ত ১২০টিরও বেশি জোটভুক্ত জাহাজ এবং ১০০টিরও বেশি জেট সতর্কতায় রয়েছে।
ন্যাটো মহাসচিবের এ বক্তব্যের পর সর্বশেষ জাহাজটিও কৃষ্ণ সাগর ছেড়ে গেছে।

গতকাল রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পরপরই পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সর্বশেষ জাহাজটি কৃষ্ণ সাগর ছেড়ে গেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, জাহাজটি রাশিয়া, ইউক্রেন ও ন্যাটো সদস্যভুক্ত দেশ তুরস্ক, বুলগেরিয়া ও রোমানিয়ার সীমান্তবর্তী অঞ্চলে প্রায় এক মাস ধরে অবস্থান করছিল।
তুর্কি মেরিটাইম ওয়েবসাইট তার্কিশনেভি ডট নেট থেকে জানা যায়, একটি ফরাসি যুদ্ধজাহাজ জানুয়ারির শুরুতে একটি সফর সম্পন্ন করেছে। তবে যুদ্ধজাহাজের গতিবিধি পর্যবেক্ষণ করে ন্যাটোর এমন কোনো নৌযান এ সময় টহল দেয়নি। কিন্তু রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এ সময় রাশিয়া নৌবহরের ১৬টি যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র জাহাজ ও ট্যাংক অবতরণ করতে সক্ষম এমন জাহাজ কৃষ্ণ সাগরে রওনা হয়েছিল।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ঠেকাতে ন্যাটো অনেকবার বিবৃতি দিয়েছে। কিন্তু এই অঞ্চলে নিজেদের উপস্থিতি গড়ে তুলতে ব্যর্থ হয়েছে এই পশ্চিমা সামরিক জোট।
রাশিয়ার নৌবাহিনীকে ন্যাটো বাহিনী চ্যালেঞ্জ করবে কি না, তা নিয়ে ন্যাটো সদস্যদের মধ্যে মতবিরোধ রয়েছে। গোয়েন্দা কর্মকর্তারা রয়টার্সকে বলেন, সেনাদের নিরাপত্তার বিষয়টি সবার আগে ভাবতে হবে।
কৃষ্ণ সাগরে ন্যাটোর নৌ উপস্থিতি কিয়েভকে সামরিক ও অর্থনৈতিক সুবিধা দিত। বৃহস্পতিবার রাশিয়ার হামলার পর ইউক্রেন তার সমুদ্রবন্দরগুলোতে কার্যক্রম স্থগিত করেছে।
অবসরপ্রাপ্ত মার্কিন অ্যাডমিরাল জেমস ফগো বলেছেন, ‘ইউক্রেনকে চারপাশ থেকে ঘিরে ধরেছে রাশিয়া। এ অবস্থায় ন্যাটোর একটি সামুদ্রিক কৌশল প্রয়োজন।’ জেমস ফগো ২০২০ সাল পর্যন্ত প্রায় এক দশক ধরে ইউরোপে মার্কিন ও ন্যাটো নৌবহরের কমান্ডার ছিলেন।
ইউক্রেনে রুশ সেনাদের অভিযান শুরুর পর বৃহস্পতিবার ন্যাটোর মাহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, রুশ নৌবাহিনীর পাশাপাশি আকাশ ও স্থল থেকেও হামলা চালানো হয়েছে। এ অবস্থায় উত্তর থেকে ভূমধ্যসাগর পর্যন্ত ১২০টিরও বেশি জোটভুক্ত জাহাজ এবং ১০০টিরও বেশি জেট সতর্কতায় রয়েছে।
ন্যাটো মহাসচিবের এ বক্তব্যের পর সর্বশেষ জাহাজটিও কৃষ্ণ সাগর ছেড়ে গেছে।

দীর্ঘ ২৫ বছরের আলোচনার পর অবশেষে আলোর মুখ দেখল ইউরোপীয় ইউনিয়ন ও দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক জোট মার্কোসুরের মুক্ত বাণিজ্য চুক্তি। গতকাল শনিবার প্যারাগুয়েতে আয়োজিত এক অনুষ্ঠানে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এবং মার্কোসুরভুক্ত দেশগুলোর (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে ও উরুগুয়ে)
৮ মিনিট আগে
পাকিস্তানের করাচি শহরের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা এম এ জিন্নাহ রোডের গুল প্লাজা শপিং মলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে শুরু হওয়া এই আগুন আজ রোববার দুপুরে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
২৯ মিনিট আগে
সম্প্রতি দক্ষিণ কোরিয়ার এই বাসিন্দা অবাক হয়ে দেখেন, তাঁর বয়সী পুরুষেরা ইন্টারনেটে উপহাসের পাত্র হয়ে উঠেছেন। জেন-জি এবং তুলনামূলক তরুণ মিলেনিয়ালদের ফ্যাশন অনুকরণ করার জন্যই তাঁদের নিয়ে ঠাট্টা করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
ইরানের সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে জানিয়েছেন দেশটির এক উচ্চপদস্থ কর্মকর্তা। আজ রোববার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ ভয়াবহ পরিসংখ্যান তুলে ধরেন। তবে ওই কর্মকর্তা তাঁর নাম প্রকাশ করতে অনিচ্ছুক ছিলেন।
১ ঘণ্টা আগে