
রাশিয়া ইউক্রেন থেকে সৈন্য প্রত্যাহার করছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এই সৈন্য প্রত্যাহার ধীরগতিতে হলেও লক্ষণীয় হারেই হচ্ছে। তবে রুশ সৈন্য প্রত্যাহারের কথা জানালেও রাশিয়া ইউক্রেনের পূর্ব ও দক্ষিণ দিকে ‘শক্তিশালী হামলা’ চালাতে পারে বলে সতর্ক করেন। শনিবারে এক ভিডিও ভাষণে জেলেনস্কি এসব কথা বলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
জেলেনস্কি তাঁর ভিডিও ভাষণে বলেন, ইউক্রেনের পূর্বাঞ্চলের পরিস্থিতি অত্যন্ত কঠিন। মারিউপোলের মতো অবরুদ্ধ শহরগুলোতে আটকে থাকা হাজার হাজার বেসামরিক নাগরিককে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।
জেলেনস্কি তাঁর ভাষণে বলেন, ‘আমরা খুব সাবধানে এগিয়ে যাচ্ছি।’
চলতি সপ্তাহের শুরুতে ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং উত্তরাঞ্চলের শহর চেরনিহিভের কাছে সামরিক তৎপরতা কমিয়ে দেবে বলে ঘোষণা দেয় রাশিয়া। ঘোষণার পরপরই কিয়েভের আশপাশের এলাকা থেকে রুশ সেনাবাহিনীর পদাতিক বাহিনীর বেশ কিছু অংশ প্রত্যাহার করা শুরু হয়েছে। তবে প্রত্যাহার শুরু হলেও জেলেনস্কি তাঁর ভাষণে দেশটির সাধারণ জনগণকে সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়ান বাহিনী পশ্চাদপসরণ করলেও তাদের ফেলে যাওয়া মাইনের কারণে রাজধানীর আশপাশের এলাকাগুলোতে ‘সম্পূর্ণ বিপর্যয়কর পরিস্থিতি’ তৈরি হয়েছে। তারা বাড়িঘর, রাস্তাঘাটে মাইন তো রাখছেই মৃতদেহও ফেলে যাচ্ছে।
এদিকে, ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, তারা কিয়েভ ও চেরনিহিভ অঞ্চলের অন্তত ২৯টি বসতি পুনর্দখল করেছে। তবে ইউক্রেনের মিত্র দেশগুলো সতর্ক করে বলেছে যে, ক্রেমলিন আলোচনার টেবিলে দর-কষাকষিতে আস্থা বাড়াতে এই সৈন্য প্রত্যাহার করছে না। বরং তারা যা দাবি করেছে তার বিপরীত কাজ করে ইউক্রেনের পূর্বদিক সৈন্যসংখ্যা বৃদ্ধি করছে। এই সরবরাহ ও স্থানান্তর রুশভাষী অঞ্চল দনবাসে তীব্র আক্রমণের প্রস্তুতি বলেই মনে করছেন তাঁরা।

রাশিয়া ইউক্রেন থেকে সৈন্য প্রত্যাহার করছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এই সৈন্য প্রত্যাহার ধীরগতিতে হলেও লক্ষণীয় হারেই হচ্ছে। তবে রুশ সৈন্য প্রত্যাহারের কথা জানালেও রাশিয়া ইউক্রেনের পূর্ব ও দক্ষিণ দিকে ‘শক্তিশালী হামলা’ চালাতে পারে বলে সতর্ক করেন। শনিবারে এক ভিডিও ভাষণে জেলেনস্কি এসব কথা বলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
জেলেনস্কি তাঁর ভিডিও ভাষণে বলেন, ইউক্রেনের পূর্বাঞ্চলের পরিস্থিতি অত্যন্ত কঠিন। মারিউপোলের মতো অবরুদ্ধ শহরগুলোতে আটকে থাকা হাজার হাজার বেসামরিক নাগরিককে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।
জেলেনস্কি তাঁর ভাষণে বলেন, ‘আমরা খুব সাবধানে এগিয়ে যাচ্ছি।’
চলতি সপ্তাহের শুরুতে ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং উত্তরাঞ্চলের শহর চেরনিহিভের কাছে সামরিক তৎপরতা কমিয়ে দেবে বলে ঘোষণা দেয় রাশিয়া। ঘোষণার পরপরই কিয়েভের আশপাশের এলাকা থেকে রুশ সেনাবাহিনীর পদাতিক বাহিনীর বেশ কিছু অংশ প্রত্যাহার করা শুরু হয়েছে। তবে প্রত্যাহার শুরু হলেও জেলেনস্কি তাঁর ভাষণে দেশটির সাধারণ জনগণকে সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়ান বাহিনী পশ্চাদপসরণ করলেও তাদের ফেলে যাওয়া মাইনের কারণে রাজধানীর আশপাশের এলাকাগুলোতে ‘সম্পূর্ণ বিপর্যয়কর পরিস্থিতি’ তৈরি হয়েছে। তারা বাড়িঘর, রাস্তাঘাটে মাইন তো রাখছেই মৃতদেহও ফেলে যাচ্ছে।
এদিকে, ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, তারা কিয়েভ ও চেরনিহিভ অঞ্চলের অন্তত ২৯টি বসতি পুনর্দখল করেছে। তবে ইউক্রেনের মিত্র দেশগুলো সতর্ক করে বলেছে যে, ক্রেমলিন আলোচনার টেবিলে দর-কষাকষিতে আস্থা বাড়াতে এই সৈন্য প্রত্যাহার করছে না। বরং তারা যা দাবি করেছে তার বিপরীত কাজ করে ইউক্রেনের পূর্বদিক সৈন্যসংখ্যা বৃদ্ধি করছে। এই সরবরাহ ও স্থানান্তর রুশভাষী অঞ্চল দনবাসে তীব্র আক্রমণের প্রস্তুতি বলেই মনে করছেন তাঁরা।

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে দেখানো হয়েছে—এমন একটি উইকিপিডিয়া পাতার স্ক্রিনশট শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল রোববার ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি এই ছবি শেয়ার করেন।
১ ঘণ্টা আগে
জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
৪ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৬ ঘণ্টা আগে