
স্পেনের ডানপন্থী রাজনৈতিক নেতাকে গুলি করার পেছনে ইরানের হাত আছে বলে অভিযোগ করা হয়েছে। হামলার পর শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) প্রথমবার জনসম্মুখে এসে এ নেতা হত্যাচেষ্টার জন্য ইরানকে দায়ী করেন ওই রাজনীতিক।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুসারে, স্পেনের উগ্র–ডানপন্থী দল ভক্সের প্রতিষ্ঠাতা ও কাতালোনিয়ার মধ্য–ডানপন্থী দল পিপলস পার্টির সাবেক প্রধান আলেহো ভিদাল–কুয়াদ্রাস দীর্ঘকাল ধরেই ইরান–বিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে আসছেন। গত ৯ নভেম্বর সালামানকা এলাকায় এক মোটরসাইকেল আরোহী তাঁর বাড়ির কাছে প্রকাশ্য দিবালোকে তাঁকে লক্ষ্য করে গুলি করে। গুলি তাঁর মুখে লাগে।
শুক্রবার স্পেনের রাজধানী মাদ্রিদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৭৮ বছর বয়সী ভিদাল–কুয়াদ্রাস বলেন, ‘এ হামলার পেছনে ইরান সরকার আছে, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই।’
২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছেন ভিদাল।
সংবাদ সম্মেলনে তাঁর দাবির সপক্ষে কোনো প্রমাণ দেননি তিনি। শুধু বলেছেন, ‘ভিন্নমতাবলম্বী এবং তাদের সমর্থনকারী বিদেশিদের বিরুদ্ধে তেহরানের বহির্দেশে সন্ত্রাসী কার্যকলাপের দীর্ঘ ঐতিহ্য ও রেকর্ড রয়েছে।’
গোলাগুলির ঘটনা তদন্তের অংশ হিসেবে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সন্দেহভাজন বন্দুকধারী—তিউনিসীয় বংশোদ্ভূত ফরাসি নাগরিক এর আগেও ফ্রান্সে বেশ কয়েকবার দোষী সাব্যস্ত হয়েছিলেন—তিনি এখনো পলাতক।
গুলি করার সম্ভাব্য উদ্দেশ্যের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি পুলিশ।
হামলার পর ভিদাল–কুয়াদ্রাস পুলিশকে বলেন, অলৌকিকভাবে তিনি এ হামলায় বেঁচে গেছেন। হামলায় বুলেট তাঁর একটি চোয়াল ভেদ করে যায়।
‘ইরান প্রতিরোধ’ আন্দোলনের সমর্থনকারী ইন্টারন্যাশনাল কমিটি ইন সার্চ অব জাস্টিসের শীর্ষ সদস্য ভিদাল–কুয়াদ্রাস দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক সম্প্রদায়কে ইরানের প্রতি অবস্থান কঠোর হওয়ার আহ্বান জানিয়ে আসছেন।

স্পেনের ডানপন্থী রাজনৈতিক নেতাকে গুলি করার পেছনে ইরানের হাত আছে বলে অভিযোগ করা হয়েছে। হামলার পর শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) প্রথমবার জনসম্মুখে এসে এ নেতা হত্যাচেষ্টার জন্য ইরানকে দায়ী করেন ওই রাজনীতিক।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুসারে, স্পেনের উগ্র–ডানপন্থী দল ভক্সের প্রতিষ্ঠাতা ও কাতালোনিয়ার মধ্য–ডানপন্থী দল পিপলস পার্টির সাবেক প্রধান আলেহো ভিদাল–কুয়াদ্রাস দীর্ঘকাল ধরেই ইরান–বিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে আসছেন। গত ৯ নভেম্বর সালামানকা এলাকায় এক মোটরসাইকেল আরোহী তাঁর বাড়ির কাছে প্রকাশ্য দিবালোকে তাঁকে লক্ষ্য করে গুলি করে। গুলি তাঁর মুখে লাগে।
শুক্রবার স্পেনের রাজধানী মাদ্রিদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৭৮ বছর বয়সী ভিদাল–কুয়াদ্রাস বলেন, ‘এ হামলার পেছনে ইরান সরকার আছে, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই।’
২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছেন ভিদাল।
সংবাদ সম্মেলনে তাঁর দাবির সপক্ষে কোনো প্রমাণ দেননি তিনি। শুধু বলেছেন, ‘ভিন্নমতাবলম্বী এবং তাদের সমর্থনকারী বিদেশিদের বিরুদ্ধে তেহরানের বহির্দেশে সন্ত্রাসী কার্যকলাপের দীর্ঘ ঐতিহ্য ও রেকর্ড রয়েছে।’
গোলাগুলির ঘটনা তদন্তের অংশ হিসেবে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সন্দেহভাজন বন্দুকধারী—তিউনিসীয় বংশোদ্ভূত ফরাসি নাগরিক এর আগেও ফ্রান্সে বেশ কয়েকবার দোষী সাব্যস্ত হয়েছিলেন—তিনি এখনো পলাতক।
গুলি করার সম্ভাব্য উদ্দেশ্যের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি পুলিশ।
হামলার পর ভিদাল–কুয়াদ্রাস পুলিশকে বলেন, অলৌকিকভাবে তিনি এ হামলায় বেঁচে গেছেন। হামলায় বুলেট তাঁর একটি চোয়াল ভেদ করে যায়।
‘ইরান প্রতিরোধ’ আন্দোলনের সমর্থনকারী ইন্টারন্যাশনাল কমিটি ইন সার্চ অব জাস্টিসের শীর্ষ সদস্য ভিদাল–কুয়াদ্রাস দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক সম্প্রদায়কে ইরানের প্রতি অবস্থান কঠোর হওয়ার আহ্বান জানিয়ে আসছেন।

মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
৩ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
৫ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
৬ ঘণ্টা আগে