অনলাইন ডেস্ক
ইউক্রেন ও রাশিয়া একে অপরকে ৩৯০ জন করে সেনা ও বেসামরিক নাগরিক হস্তান্তর করেছে। ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার রুশ আগ্রাসন শুরুর পর দুই দেশের মধ্যে এটাই এখন পর্যন্ত সবচেয়ে বড় বন্দী বিনিময়।
আজ শুক্রবার বিবিসি জানিয়েছে, এক সপ্তাহ আগে তুরস্কের ইস্তাম্বুলে সরাসরি আলোচনার মাধ্যমে হওয়া চুক্তির আওতায় রাশিয়া ও ইউক্রেন উভয় দেশ ২৭০ জন সেনা ও ১২০ জন করে বেসামরিক নাগরিক ফেরত পেয়েছে। ইউক্রেন-বেলারুশ সীমান্তে এই বন্দী বিনিময়ের ঘটনা ঘটে।
তুরস্কের আলোচনায় উভয় পক্ষই ১ হাজার করে বন্দী বিনিময়ের ব্যাপারে সম্মত হয়েছিল। আজ শুক্রবার ওই বিনিময় চুক্তির প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। শিগগিরই আরও বন্দী বিনিময় হবে বলেও নিশ্চিত করেছে সংশ্লিষ্ট দুই পক্ষ।
এর আগে সম্প্রতি ছোট পরিসরে কিছু সংখ্যক বন্দী বিনিময় হয়েছে। তবে এত বিপুলসংখ্যক বেসামরিক বন্দীর হস্তান্তর এবারই প্রথম ঘটল।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের হাতে বন্দী হওয়া রুশ সেনা ও বেসামরিক নাগরিকদের মধ্যে কিছু মানুষ রাশিয়ার কুরস্ক অঞ্চল থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। তারা বর্তমানে বেলারুশের ভূখণ্ডে রয়েছে এবং চিকিৎসার জন্য রাশিয়ায় নিয়ে যাওয়া হবে।
সামাজিক মাধ্যমে এক বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি বলেছেন, ‘আমরা আমাদের মানুষদের ঘরে ফিরিয়ে আনছি। প্রত্যেক বন্দীর নাম, পরিচয় ও বিবরণ আমরা যাচাই করছি।’
ইউক্রেনের যুদ্ধবন্দী বিষয়ক সমন্বয় দপ্তর জানিয়েছে, সদ্য মুক্তি পাওয়া তাদের ২৭০ জন সেনা পূর্ব ও উত্তর ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে যুদ্ধ করেছেন। বিশেষ করে—কিয়েভ, চেরনিহিভ, সুমি, দোনেৎস্ক, খারকিভ ও খেরসনে যুদ্ধরত ছিলেন তারা।
আরও জানানো হয়, শুক্রবার মুক্তি পাওয়া ৩৯০ জনের মধ্যে তিনজন নারী রয়েছেন এবং কিছু সেনা ২০২২ সাল থেকেই বন্দী ছিলেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে বন্দী বিনিময় সম্পন্ন হওয়ায় অভিনন্দন জানান এবং লিখেছেন, ‘এটি কি বড় কিছুর সূচনা হতে পারে???’
রাশিয়ার হাতে বন্দী ইউক্রেনীয় সেনাদের স্বজনেরা শুক্রবার উত্তর ইউক্রেনে জড়ো হন এই আশায় যে, তাঁদের প্রিয়জনদের কেউ হয়তো মুক্তি পাবেন। এদের মধ্যে ছিলেন নাতালিয়া নামে এক নারী। তাঁর ছেলে ইয়েলিজার তিন বছর আগে সেভেরোডোনেৎস্কের যুদ্ধে বন্দী হন। নাতালিয়া বিবিসিকে জানান, তিনি বিশ্বাস করেন ছেলে একদিন ফিরে আসবে। তবে কবে আসবে, তা তিনি জানেন না।
ওলহা নামে অন্য এক মা জানিয়েছেন, তাঁর ছেলে ভ্যালেরি পূর্ব ইউক্রেনে আরও পাঁচজন সৈন্যের সঙ্গে বন্দী হওয়ার পর থেকেই তাঁর জীবন থেমে গেছে। তিনি জানেন না তাঁর ছেলে বেঁচে আছে, নাকি মরে গেছে। দুই মাস আগে লুহানস্কের এক গ্রাম থেকে নিখোঁজ হন তাঁর ছেলে।
এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ শুক্রবার জানান, দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেখানে মস্কো ইউক্রেনের কাছে একটি স্মারকলিপি তুলে দেবে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী জেলেনস্কিকে বৈধ নেতা হিসেবে মানতে অস্বীকৃতি জানিয়ে নতুন নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছেন। এটি ভবিষ্যৎ শান্তিচুক্তির পূর্বশর্ত হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।
চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি প্রসঙ্গে ল্যাভরভ বলেন, ‘প্রথমে আমাদের একটি চুক্তি দরকার। চুক্তি হলে পরে আমরা ঠিক করব। তবে প্রেসিডেন্ট পুতিন বহুবার বলেছেন—জেলেনস্কির কোনো বৈধতা নেই।’
ইউক্রেন ও রাশিয়া একে অপরকে ৩৯০ জন করে সেনা ও বেসামরিক নাগরিক হস্তান্তর করেছে। ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার রুশ আগ্রাসন শুরুর পর দুই দেশের মধ্যে এটাই এখন পর্যন্ত সবচেয়ে বড় বন্দী বিনিময়।
আজ শুক্রবার বিবিসি জানিয়েছে, এক সপ্তাহ আগে তুরস্কের ইস্তাম্বুলে সরাসরি আলোচনার মাধ্যমে হওয়া চুক্তির আওতায় রাশিয়া ও ইউক্রেন উভয় দেশ ২৭০ জন সেনা ও ১২০ জন করে বেসামরিক নাগরিক ফেরত পেয়েছে। ইউক্রেন-বেলারুশ সীমান্তে এই বন্দী বিনিময়ের ঘটনা ঘটে।
তুরস্কের আলোচনায় উভয় পক্ষই ১ হাজার করে বন্দী বিনিময়ের ব্যাপারে সম্মত হয়েছিল। আজ শুক্রবার ওই বিনিময় চুক্তির প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। শিগগিরই আরও বন্দী বিনিময় হবে বলেও নিশ্চিত করেছে সংশ্লিষ্ট দুই পক্ষ।
এর আগে সম্প্রতি ছোট পরিসরে কিছু সংখ্যক বন্দী বিনিময় হয়েছে। তবে এত বিপুলসংখ্যক বেসামরিক বন্দীর হস্তান্তর এবারই প্রথম ঘটল।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের হাতে বন্দী হওয়া রুশ সেনা ও বেসামরিক নাগরিকদের মধ্যে কিছু মানুষ রাশিয়ার কুরস্ক অঞ্চল থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। তারা বর্তমানে বেলারুশের ভূখণ্ডে রয়েছে এবং চিকিৎসার জন্য রাশিয়ায় নিয়ে যাওয়া হবে।
সামাজিক মাধ্যমে এক বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি বলেছেন, ‘আমরা আমাদের মানুষদের ঘরে ফিরিয়ে আনছি। প্রত্যেক বন্দীর নাম, পরিচয় ও বিবরণ আমরা যাচাই করছি।’
ইউক্রেনের যুদ্ধবন্দী বিষয়ক সমন্বয় দপ্তর জানিয়েছে, সদ্য মুক্তি পাওয়া তাদের ২৭০ জন সেনা পূর্ব ও উত্তর ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে যুদ্ধ করেছেন। বিশেষ করে—কিয়েভ, চেরনিহিভ, সুমি, দোনেৎস্ক, খারকিভ ও খেরসনে যুদ্ধরত ছিলেন তারা।
আরও জানানো হয়, শুক্রবার মুক্তি পাওয়া ৩৯০ জনের মধ্যে তিনজন নারী রয়েছেন এবং কিছু সেনা ২০২২ সাল থেকেই বন্দী ছিলেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে বন্দী বিনিময় সম্পন্ন হওয়ায় অভিনন্দন জানান এবং লিখেছেন, ‘এটি কি বড় কিছুর সূচনা হতে পারে???’
রাশিয়ার হাতে বন্দী ইউক্রেনীয় সেনাদের স্বজনেরা শুক্রবার উত্তর ইউক্রেনে জড়ো হন এই আশায় যে, তাঁদের প্রিয়জনদের কেউ হয়তো মুক্তি পাবেন। এদের মধ্যে ছিলেন নাতালিয়া নামে এক নারী। তাঁর ছেলে ইয়েলিজার তিন বছর আগে সেভেরোডোনেৎস্কের যুদ্ধে বন্দী হন। নাতালিয়া বিবিসিকে জানান, তিনি বিশ্বাস করেন ছেলে একদিন ফিরে আসবে। তবে কবে আসবে, তা তিনি জানেন না।
ওলহা নামে অন্য এক মা জানিয়েছেন, তাঁর ছেলে ভ্যালেরি পূর্ব ইউক্রেনে আরও পাঁচজন সৈন্যের সঙ্গে বন্দী হওয়ার পর থেকেই তাঁর জীবন থেমে গেছে। তিনি জানেন না তাঁর ছেলে বেঁচে আছে, নাকি মরে গেছে। দুই মাস আগে লুহানস্কের এক গ্রাম থেকে নিখোঁজ হন তাঁর ছেলে।
এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ শুক্রবার জানান, দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেখানে মস্কো ইউক্রেনের কাছে একটি স্মারকলিপি তুলে দেবে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী জেলেনস্কিকে বৈধ নেতা হিসেবে মানতে অস্বীকৃতি জানিয়ে নতুন নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছেন। এটি ভবিষ্যৎ শান্তিচুক্তির পূর্বশর্ত হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।
চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি প্রসঙ্গে ল্যাভরভ বলেন, ‘প্রথমে আমাদের একটি চুক্তি দরকার। চুক্তি হলে পরে আমরা ঠিক করব। তবে প্রেসিডেন্ট পুতিন বহুবার বলেছেন—জেলেনস্কির কোনো বৈধতা নেই।’
যুক্তরাষ্ট্রকে কেন ইরান-ইসরায়েল সংঘাতে জড়ানো হলো, প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে তার কৈফিয়ত চেয়েছেন ডেমোক্র্যাট সিনেটর চাক শুমার। কংগ্রেসের অনুমোদন ছাড়া তিনি কীভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন তার স্পষ্ট জবাব জানতে চেয়েছেন ওই ডেমোক্র্যাট নেতা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের হামলার আগেই ইরানের ফোরদো পারমাণবিক স্থাপনা থেকে গুরুত্বপূর্ণ উপাদান সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়েছে ইরান। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এমনটাই বলছেন বিশ্লেষকেরা। পাহাড়ের ভেতরে গড়ে ওঠা এই গোপন ও কড়া নিরাপত্তাবেষ্টিত পরমাণু জ্বালানি সমৃদ্ধকরণ কেন্দ্রের একাধিক প্রবেশপথে মাটি জমে থাকতে দেখা
২ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে ইরানে তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় সামরিক হামলার ঘোষণা দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমটি বিশ্বজুড়ে অচল হয়ে পড়ে। স্থানীয় সময় শনিবার রাত ৮টার দিকে এই বিভ্রাট শুরু হয়, যা চলে অনেকক্ষণ। তবে এখন আবার স্বাভাবিকভাবে চলছে প্ল্যাটফর্মটি।
৩ ঘণ্টা আগেইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের হামলার পর প্রথম প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি এই হামলাকে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) গুরুতর লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন—এই
৩ ঘণ্টা আগে