আজকের পত্রিকা ডেস্ক

সুইজারল্যান্ডের খাদ্য প্রস্তুতকারী বহুজাতিক প্রতিষ্ঠান নেসলে সোমবার হঠাৎ করেই প্রধান নির্বাহী লরেন্ট ফ্রেইক্সকে বরখাস্ত করেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি তাঁর অধীনস্থ এক সহকর্মীর সঙ্গে ‘গোপন প্রেমের সম্পর্ক’ বজায় রেখেছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নেসপ্রেসো কফি ক্যাপসুল ও কিটক্যাট চকলেট বারসহ নানা পণ্যের নির্মাতা কোম্পানি নেসলে জানিয়েছে, তদন্তে পাওয়া ফলাফলের ওপর ভিত্তি করেই ফ্রেইক্সকে পদ থেকে সরানো হয়েছে। দ্রুত সিদ্ধান্তে নেসপ্রেসোর প্রধান নির্বাহী ফিলিপ নাভ্রাটিলকে বোর্ড সদস্যরা নতুন সিইও হিসেবে নিয়োগ দিয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, ‘লরেন্ট ফ্রেইক্সের বিদায় একটি তদন্তের ফল। তাঁর অধীনস্থ এক কর্মকর্তার সঙ্গে গোপন প্রেমের সম্পর্ক নেসলের ব্যবসায়িক নীতিমালা ভঙ্গ করেছে।’
নেসলের পরিচালনা পর্ষদ জানিয়েছে, চেয়ারম্যান পল বুলকে ও পরিচালক পাবলো ইসলা তদন্তের দায়িত্বে ছিলেন। তাঁদের সহায়তা করেছে বাইরের আইনি পরামর্শকেরা। চেয়ারম্যান বুলকে ফ্রেইক্সকে অব্যাহতি দেওয়া প্রসঙ্গে বলেছেন, ‘এটি প্রয়োজনীয় সিদ্ধান্ত ছিল। নেসলের মূল্যবোধ ও সুশাসন আমাদের প্রতিষ্ঠানের ভিত্তি। আমি লরেন্টের দীর্ঘদিনের সেবার জন্য কৃতজ্ঞ।’
কোম্পানির দীর্ঘদিনের কর্মকর্তা ফ্রেইক্স ১৯৮৬ সালে ফ্রান্সে নেসলেতে যোগ দেন। তিনি ২০১৪ সাল পর্যন্ত ইউরোপীয় কার্যক্রম পরিচালনা করেছেন এবং ২০০৮ সালের সাবপ্রাইম ও ইউরো সংকটের সময় প্রতিষ্ঠানটিকে টিকিয়ে রাখেন। পরে তিনি নেসলের লাতিন আমেরিকা অঞ্চলের কার্যক্রমের দায়িত্বে ছিলেন। এরপর তাঁকে প্রধান নির্বাহীর পদে উন্নীত করা হয়।
ফ্রেইক্স ২০২৪ সালের সেপ্টেম্বরে সিইও হিসেবে দায়িত্ব পান। তাঁর লক্ষ্য ছিল কোম্পানির খাদ্য ও গৃহস্থালি পণ্যে ভোক্তাদের কম খরচের প্রবণতার মধ্যেও কোম্পানির বিক্রিকে বাড়ানো।
গত বছর নেসলের শেয়ারদর প্রায় এক চতুর্থাংশ কমে যায়। এতে সুইজারল্যান্ডে উদ্বেগ বাড়ে, কারণ দেশটির পেনশন ফান্ডগুলো কোম্পানিটিতে বড় অঙ্কের বিনিয়োগ করে থাকে। নেসলের পণ্যের মধ্যে রয়েছে পিউরিনা কুকুরের খাবার, ম্যাগি কিউব, গারবার শিশু খাদ্য এবং নেস্কুইক চকলেট স্বাদের পানীয়।

সুইজারল্যান্ডের খাদ্য প্রস্তুতকারী বহুজাতিক প্রতিষ্ঠান নেসলে সোমবার হঠাৎ করেই প্রধান নির্বাহী লরেন্ট ফ্রেইক্সকে বরখাস্ত করেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি তাঁর অধীনস্থ এক সহকর্মীর সঙ্গে ‘গোপন প্রেমের সম্পর্ক’ বজায় রেখেছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নেসপ্রেসো কফি ক্যাপসুল ও কিটক্যাট চকলেট বারসহ নানা পণ্যের নির্মাতা কোম্পানি নেসলে জানিয়েছে, তদন্তে পাওয়া ফলাফলের ওপর ভিত্তি করেই ফ্রেইক্সকে পদ থেকে সরানো হয়েছে। দ্রুত সিদ্ধান্তে নেসপ্রেসোর প্রধান নির্বাহী ফিলিপ নাভ্রাটিলকে বোর্ড সদস্যরা নতুন সিইও হিসেবে নিয়োগ দিয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, ‘লরেন্ট ফ্রেইক্সের বিদায় একটি তদন্তের ফল। তাঁর অধীনস্থ এক কর্মকর্তার সঙ্গে গোপন প্রেমের সম্পর্ক নেসলের ব্যবসায়িক নীতিমালা ভঙ্গ করেছে।’
নেসলের পরিচালনা পর্ষদ জানিয়েছে, চেয়ারম্যান পল বুলকে ও পরিচালক পাবলো ইসলা তদন্তের দায়িত্বে ছিলেন। তাঁদের সহায়তা করেছে বাইরের আইনি পরামর্শকেরা। চেয়ারম্যান বুলকে ফ্রেইক্সকে অব্যাহতি দেওয়া প্রসঙ্গে বলেছেন, ‘এটি প্রয়োজনীয় সিদ্ধান্ত ছিল। নেসলের মূল্যবোধ ও সুশাসন আমাদের প্রতিষ্ঠানের ভিত্তি। আমি লরেন্টের দীর্ঘদিনের সেবার জন্য কৃতজ্ঞ।’
কোম্পানির দীর্ঘদিনের কর্মকর্তা ফ্রেইক্স ১৯৮৬ সালে ফ্রান্সে নেসলেতে যোগ দেন। তিনি ২০১৪ সাল পর্যন্ত ইউরোপীয় কার্যক্রম পরিচালনা করেছেন এবং ২০০৮ সালের সাবপ্রাইম ও ইউরো সংকটের সময় প্রতিষ্ঠানটিকে টিকিয়ে রাখেন। পরে তিনি নেসলের লাতিন আমেরিকা অঞ্চলের কার্যক্রমের দায়িত্বে ছিলেন। এরপর তাঁকে প্রধান নির্বাহীর পদে উন্নীত করা হয়।
ফ্রেইক্স ২০২৪ সালের সেপ্টেম্বরে সিইও হিসেবে দায়িত্ব পান। তাঁর লক্ষ্য ছিল কোম্পানির খাদ্য ও গৃহস্থালি পণ্যে ভোক্তাদের কম খরচের প্রবণতার মধ্যেও কোম্পানির বিক্রিকে বাড়ানো।
গত বছর নেসলের শেয়ারদর প্রায় এক চতুর্থাংশ কমে যায়। এতে সুইজারল্যান্ডে উদ্বেগ বাড়ে, কারণ দেশটির পেনশন ফান্ডগুলো কোম্পানিটিতে বড় অঙ্কের বিনিয়োগ করে থাকে। নেসলের পণ্যের মধ্যে রয়েছে পিউরিনা কুকুরের খাবার, ম্যাগি কিউব, গারবার শিশু খাদ্য এবং নেস্কুইক চকলেট স্বাদের পানীয়।

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে নির্মাণাধীন ওভারহেড রেলপথের ক্রেন ভেঙে চলন্ত যাত্রীবাহী ট্রেনের ওপর পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬৬ জন। আহতদের মধ্যে এক বছরের একটি শিশু ও ৮৫ বছর বয়সী একজন বৃদ্ধও রয়েছেন। আহত সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
১৫ মিনিট আগে
২০২৮ সালের লন্ডন মেয়র নির্বাচনে বর্তমান মেয়র সাদিক খানের বিরুদ্ধে লড়তে কোমর বেঁধে মাঠে নেমেছে রিফর্ম ইউকে। দলটির পক্ষ থেকে ওয়েস্টমিনস্টার সিটি কাউন্সিলের বর্তমান কাউন্সিলর লায়লা কানিংহামের নাম ঘোষণা করা হয়েছে।
১৯ মিনিট আগে
ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্নায়ুযুদ্ধ এখন সংঘাতের দোরগোড়ায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের সমর্থনে সামরিক হস্তক্ষেপের প্রচ্ছন্ন হুমকি দেওয়ার পর তেহরান সাফ জানিয়ে দিয়েছে, হামলা হলে তারা কেবল যুক্তরাষ্ট্র নয়, বরং যেসব প্রতিবেশী দেশে মার্কিন..
১ ঘণ্টা আগে
দুই বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি সামরিক অভিযানে গাজা উপত্যকা আজ শিশুদের জন্য এক ভয়াবহ নরকে পরিণত হয়েছে। আহত, পঙ্গু ও মানসিকভাবে বিপর্যস্ত ফিলিস্তিনি শিশুরা এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে—যেখানে শৈশব, শিক্ষা ও স্বপ্ন সবই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে।
১ ঘণ্টা আগে