
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ১৭ সেকেন্ডের মধ্য এক বোতল বিয়ার পান করে সমালোচনার মুখে পড়েছেন। ফ্রান্সের তুলুসে রাগবি ঘরোয়া লিগের খেলা শেষে তিনি খেলোয়াড়দের সঙ্গে উদ্যাপনের সময় ওই বিয়ারের বোতল চুমুকেই শেষ করে দেন। এতে মাখোঁর বিরুদ্ধে দ্রুত মাত্রাতিরিক্ত মদপানকে (বিঞ্জ-ড্রিংকিং) উৎসাহিত করার অভিযোগ উঠেছে।
গত শনিবার দেশটির রাজধানী প্যারিসের স্ট্যাডে ডি ফ্রান্স স্টেডিয়ামে ম্যাচটি হয়। ম্যাচে লা রোশেলকে হারিয়ে শিরোপা জয় করে তুলুস। ম্যাচটি ভিআইপি গ্যালারিতে বসে উপভোগ করেন মাখোঁ।
ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দল টুলুসের ড্রেসিংরুমে হাজির হন মাখোঁ। ড্রেসিংরুমে টুলুস রাগবি দলের সদস্যরা তাঁকে উদ্যাপনে অংশ নিয়ে ও বিয়ার পান করে পার্টি উদ্বোধনের অনুরোধ করেন। এ সময় মাখোঁ উদ্যাপনে অংশ নেন এবং ১৭ সেকেন্ডেই ওই বিয়ারের বোতল শূন্য করে দেন।
ড্রেসিংরুমের ওই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফ্রান্সের টেলিভিশনেও তা প্রচারিত হয়েছে।
ভিডিওতে দেখা যায়, মাখোঁর হাতে বিয়ারের একটি বোতল। বোতলটি তুলে ধরে তিনি চিয়ার্স করেন। তারপর একবারে ঢগঢগ করে পান করে পুরো বোতল শেষ করে দেন।
৪৫ বছর বয়সী মাখোঁ মাত্র ১৭ সেকেন্ডে এক বোতল বিয়ার শেষ করেন। তিনি যখন বিয়ার পান করছিলেন, তখন তুলুস রাগবি দলের উল্লাসিত সদস্যরা মাখোঁকে বাহবা দেন।
মাখোঁ একজন ক্রীড়া অনুরাগী হিসেবে পরিচিত। ফরাসি ক্রীড়া দলের ড্রেসিংরুমে যাওয়াটা তাঁর জন্য নতুন কিছু নয়। তবে এভাবে বিয়ার পান করায় তাঁর সমালোচনা হচ্ছে।
ফ্রান্সের গ্রিনস পার্টির পার্লামেন্ট সদস্য (এমপি) স্যান্ডরিন রুশো টুইট বার্তায় লিখেছেন, রাজনীতিতে ঘৃণ্য পুরুষত্বের দিকটি ছোট্ট ওই ভিডিও ক্লিপেই ফুটেছে।
জবাবে দেশটির ক্ষমতাসীন দলের এমপি জ্যঁ-রেনে ক্যাজেনিউভ বলেন, একজন প্রেসিডেন্ট ২৩ জন খেলোয়াড়ের সঙ্গে আনন্দ-উচ্ছ্বাসে অংশ নিচ্ছেন, তাঁদের ঐতিহ্যে অংশ নিচ্ছেন, এটা এর বেশি কিছু নয়।
ফরাসি দাতব্য সংস্থা অ্যাসোসিয়েশন অ্যাডিকশনস ফ্রান্সের বার্নার্ড বাসেট গতকাল সোমবার গণমাধ্যমকে বলেন, স্বাস্থ্যগত আচরণের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপনের ক্ষেত্রে প্রেসিডেন্টের দায়দায়িত্ব রয়েছে।
মাদকাসক্তি বিশেষজ্ঞ ও চিকিৎসক উইলিয়াম লোয়েন্সটেইন বলেছেন, ‘এমনটা করা যায়, তবে তা ক্যামেরার সামনে নয়।’
ফ্রান্সের পার্লামেন্টে সোশ্যালিস্ট পার্টির মুখপাত্র আর্থার দেলাপোর্তে বলেছেন, একজন প্রেসিডেন্ট হয়ে কেউ এমনটি করতে পারেন না। দ্রুত মাত্রাতিরিক্ত মদপানের বিরুদ্ধে জনস্বাস্থ্য নীতির ৫০ বছর পরও তা বাস্তবায়িত হয়নি।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ১৭ সেকেন্ডের মধ্য এক বোতল বিয়ার পান করে সমালোচনার মুখে পড়েছেন। ফ্রান্সের তুলুসে রাগবি ঘরোয়া লিগের খেলা শেষে তিনি খেলোয়াড়দের সঙ্গে উদ্যাপনের সময় ওই বিয়ারের বোতল চুমুকেই শেষ করে দেন। এতে মাখোঁর বিরুদ্ধে দ্রুত মাত্রাতিরিক্ত মদপানকে (বিঞ্জ-ড্রিংকিং) উৎসাহিত করার অভিযোগ উঠেছে।
গত শনিবার দেশটির রাজধানী প্যারিসের স্ট্যাডে ডি ফ্রান্স স্টেডিয়ামে ম্যাচটি হয়। ম্যাচে লা রোশেলকে হারিয়ে শিরোপা জয় করে তুলুস। ম্যাচটি ভিআইপি গ্যালারিতে বসে উপভোগ করেন মাখোঁ।
ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দল টুলুসের ড্রেসিংরুমে হাজির হন মাখোঁ। ড্রেসিংরুমে টুলুস রাগবি দলের সদস্যরা তাঁকে উদ্যাপনে অংশ নিয়ে ও বিয়ার পান করে পার্টি উদ্বোধনের অনুরোধ করেন। এ সময় মাখোঁ উদ্যাপনে অংশ নেন এবং ১৭ সেকেন্ডেই ওই বিয়ারের বোতল শূন্য করে দেন।
ড্রেসিংরুমের ওই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফ্রান্সের টেলিভিশনেও তা প্রচারিত হয়েছে।
ভিডিওতে দেখা যায়, মাখোঁর হাতে বিয়ারের একটি বোতল। বোতলটি তুলে ধরে তিনি চিয়ার্স করেন। তারপর একবারে ঢগঢগ করে পান করে পুরো বোতল শেষ করে দেন।
৪৫ বছর বয়সী মাখোঁ মাত্র ১৭ সেকেন্ডে এক বোতল বিয়ার শেষ করেন। তিনি যখন বিয়ার পান করছিলেন, তখন তুলুস রাগবি দলের উল্লাসিত সদস্যরা মাখোঁকে বাহবা দেন।
মাখোঁ একজন ক্রীড়া অনুরাগী হিসেবে পরিচিত। ফরাসি ক্রীড়া দলের ড্রেসিংরুমে যাওয়াটা তাঁর জন্য নতুন কিছু নয়। তবে এভাবে বিয়ার পান করায় তাঁর সমালোচনা হচ্ছে।
ফ্রান্সের গ্রিনস পার্টির পার্লামেন্ট সদস্য (এমপি) স্যান্ডরিন রুশো টুইট বার্তায় লিখেছেন, রাজনীতিতে ঘৃণ্য পুরুষত্বের দিকটি ছোট্ট ওই ভিডিও ক্লিপেই ফুটেছে।
জবাবে দেশটির ক্ষমতাসীন দলের এমপি জ্যঁ-রেনে ক্যাজেনিউভ বলেন, একজন প্রেসিডেন্ট ২৩ জন খেলোয়াড়ের সঙ্গে আনন্দ-উচ্ছ্বাসে অংশ নিচ্ছেন, তাঁদের ঐতিহ্যে অংশ নিচ্ছেন, এটা এর বেশি কিছু নয়।
ফরাসি দাতব্য সংস্থা অ্যাসোসিয়েশন অ্যাডিকশনস ফ্রান্সের বার্নার্ড বাসেট গতকাল সোমবার গণমাধ্যমকে বলেন, স্বাস্থ্যগত আচরণের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপনের ক্ষেত্রে প্রেসিডেন্টের দায়দায়িত্ব রয়েছে।
মাদকাসক্তি বিশেষজ্ঞ ও চিকিৎসক উইলিয়াম লোয়েন্সটেইন বলেছেন, ‘এমনটা করা যায়, তবে তা ক্যামেরার সামনে নয়।’
ফ্রান্সের পার্লামেন্টে সোশ্যালিস্ট পার্টির মুখপাত্র আর্থার দেলাপোর্তে বলেছেন, একজন প্রেসিডেন্ট হয়ে কেউ এমনটি করতে পারেন না। দ্রুত মাত্রাতিরিক্ত মদপানের বিরুদ্ধে জনস্বাস্থ্য নীতির ৫০ বছর পরও তা বাস্তবায়িত হয়নি।

ভারতে ক্রমবর্ধমান অস্থিরতা ও সহিংসতার প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার আহ্বান জানিয়েছে ভারত সরকার। বুধবার (১৪ জানুয়ারি) তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক জরুরি পরামর্শ জারি করে শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটকসহ সব ভারতীয় নাগরিককে সম্ভাব্য সব ধরনের
৩৭ মিনিট আগে
রাজ্যের বিদার জেলার তালামাদাগি সেতুর কাছ দিয়ে যাচ্ছিলেন সঞ্জুকুমার। এ সময় রাস্তার ওপর আড়াআড়িভাবে থাকা টানটান ঘুড়ির সুতায় তাঁর গলা গভীরভাবে কেটে যায় এবং রক্তক্ষরণ শুরু হয়। মোটরসাইকেল থেকে পড়ে যাওয়ার পরও তিনি কোনোমতে তাঁর মেয়ের নম্বরে কল করতে সক্ষম হন।
১ ঘণ্টা আগে
অ্যাডাম ওয়াটারাস কানাডার তেলশিল্পের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব এবং স্ট্রাথকোনা রিসোর্সেসের নির্বাহী চেয়ারম্যান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কানাডার চলমান বাণিজ্য যুদ্ধের মধ্যে এবং ভেনেজুয়েলার অপরিশোধিত তেল মার্কিন বাজারে কানাডিয়ান তেলের জায়গা দখল করার
৩ ঘণ্টা আগে
থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। নির্মাণকাজে ব্যবহৃত একটি ক্রেন ট্রেনটির তিনটি বগির ওপর পড়ে গেলে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে প্রায় ৮০ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে