
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ১৭ সেকেন্ডের মধ্য এক বোতল বিয়ার পান করে সমালোচনার মুখে পড়েছেন। ফ্রান্সের তুলুসে রাগবি ঘরোয়া লিগের খেলা শেষে তিনি খেলোয়াড়দের সঙ্গে উদ্যাপনের সময় ওই বিয়ারের বোতল চুমুকেই শেষ করে দেন। এতে মাখোঁর বিরুদ্ধে দ্রুত মাত্রাতিরিক্ত মদপানকে (বিঞ্জ-ড্রিংকিং) উৎসাহিত করার অভিযোগ উঠেছে।
গত শনিবার দেশটির রাজধানী প্যারিসের স্ট্যাডে ডি ফ্রান্স স্টেডিয়ামে ম্যাচটি হয়। ম্যাচে লা রোশেলকে হারিয়ে শিরোপা জয় করে তুলুস। ম্যাচটি ভিআইপি গ্যালারিতে বসে উপভোগ করেন মাখোঁ।
ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দল টুলুসের ড্রেসিংরুমে হাজির হন মাখোঁ। ড্রেসিংরুমে টুলুস রাগবি দলের সদস্যরা তাঁকে উদ্যাপনে অংশ নিয়ে ও বিয়ার পান করে পার্টি উদ্বোধনের অনুরোধ করেন। এ সময় মাখোঁ উদ্যাপনে অংশ নেন এবং ১৭ সেকেন্ডেই ওই বিয়ারের বোতল শূন্য করে দেন।
ড্রেসিংরুমের ওই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফ্রান্সের টেলিভিশনেও তা প্রচারিত হয়েছে।
ভিডিওতে দেখা যায়, মাখোঁর হাতে বিয়ারের একটি বোতল। বোতলটি তুলে ধরে তিনি চিয়ার্স করেন। তারপর একবারে ঢগঢগ করে পান করে পুরো বোতল শেষ করে দেন।
৪৫ বছর বয়সী মাখোঁ মাত্র ১৭ সেকেন্ডে এক বোতল বিয়ার শেষ করেন। তিনি যখন বিয়ার পান করছিলেন, তখন তুলুস রাগবি দলের উল্লাসিত সদস্যরা মাখোঁকে বাহবা দেন।
মাখোঁ একজন ক্রীড়া অনুরাগী হিসেবে পরিচিত। ফরাসি ক্রীড়া দলের ড্রেসিংরুমে যাওয়াটা তাঁর জন্য নতুন কিছু নয়। তবে এভাবে বিয়ার পান করায় তাঁর সমালোচনা হচ্ছে।
ফ্রান্সের গ্রিনস পার্টির পার্লামেন্ট সদস্য (এমপি) স্যান্ডরিন রুশো টুইট বার্তায় লিখেছেন, রাজনীতিতে ঘৃণ্য পুরুষত্বের দিকটি ছোট্ট ওই ভিডিও ক্লিপেই ফুটেছে।
জবাবে দেশটির ক্ষমতাসীন দলের এমপি জ্যঁ-রেনে ক্যাজেনিউভ বলেন, একজন প্রেসিডেন্ট ২৩ জন খেলোয়াড়ের সঙ্গে আনন্দ-উচ্ছ্বাসে অংশ নিচ্ছেন, তাঁদের ঐতিহ্যে অংশ নিচ্ছেন, এটা এর বেশি কিছু নয়।
ফরাসি দাতব্য সংস্থা অ্যাসোসিয়েশন অ্যাডিকশনস ফ্রান্সের বার্নার্ড বাসেট গতকাল সোমবার গণমাধ্যমকে বলেন, স্বাস্থ্যগত আচরণের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপনের ক্ষেত্রে প্রেসিডেন্টের দায়দায়িত্ব রয়েছে।
মাদকাসক্তি বিশেষজ্ঞ ও চিকিৎসক উইলিয়াম লোয়েন্সটেইন বলেছেন, ‘এমনটা করা যায়, তবে তা ক্যামেরার সামনে নয়।’
ফ্রান্সের পার্লামেন্টে সোশ্যালিস্ট পার্টির মুখপাত্র আর্থার দেলাপোর্তে বলেছেন, একজন প্রেসিডেন্ট হয়ে কেউ এমনটি করতে পারেন না। দ্রুত মাত্রাতিরিক্ত মদপানের বিরুদ্ধে জনস্বাস্থ্য নীতির ৫০ বছর পরও তা বাস্তবায়িত হয়নি।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ১৭ সেকেন্ডের মধ্য এক বোতল বিয়ার পান করে সমালোচনার মুখে পড়েছেন। ফ্রান্সের তুলুসে রাগবি ঘরোয়া লিগের খেলা শেষে তিনি খেলোয়াড়দের সঙ্গে উদ্যাপনের সময় ওই বিয়ারের বোতল চুমুকেই শেষ করে দেন। এতে মাখোঁর বিরুদ্ধে দ্রুত মাত্রাতিরিক্ত মদপানকে (বিঞ্জ-ড্রিংকিং) উৎসাহিত করার অভিযোগ উঠেছে।
গত শনিবার দেশটির রাজধানী প্যারিসের স্ট্যাডে ডি ফ্রান্স স্টেডিয়ামে ম্যাচটি হয়। ম্যাচে লা রোশেলকে হারিয়ে শিরোপা জয় করে তুলুস। ম্যাচটি ভিআইপি গ্যালারিতে বসে উপভোগ করেন মাখোঁ।
ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দল টুলুসের ড্রেসিংরুমে হাজির হন মাখোঁ। ড্রেসিংরুমে টুলুস রাগবি দলের সদস্যরা তাঁকে উদ্যাপনে অংশ নিয়ে ও বিয়ার পান করে পার্টি উদ্বোধনের অনুরোধ করেন। এ সময় মাখোঁ উদ্যাপনে অংশ নেন এবং ১৭ সেকেন্ডেই ওই বিয়ারের বোতল শূন্য করে দেন।
ড্রেসিংরুমের ওই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফ্রান্সের টেলিভিশনেও তা প্রচারিত হয়েছে।
ভিডিওতে দেখা যায়, মাখোঁর হাতে বিয়ারের একটি বোতল। বোতলটি তুলে ধরে তিনি চিয়ার্স করেন। তারপর একবারে ঢগঢগ করে পান করে পুরো বোতল শেষ করে দেন।
৪৫ বছর বয়সী মাখোঁ মাত্র ১৭ সেকেন্ডে এক বোতল বিয়ার শেষ করেন। তিনি যখন বিয়ার পান করছিলেন, তখন তুলুস রাগবি দলের উল্লাসিত সদস্যরা মাখোঁকে বাহবা দেন।
মাখোঁ একজন ক্রীড়া অনুরাগী হিসেবে পরিচিত। ফরাসি ক্রীড়া দলের ড্রেসিংরুমে যাওয়াটা তাঁর জন্য নতুন কিছু নয়। তবে এভাবে বিয়ার পান করায় তাঁর সমালোচনা হচ্ছে।
ফ্রান্সের গ্রিনস পার্টির পার্লামেন্ট সদস্য (এমপি) স্যান্ডরিন রুশো টুইট বার্তায় লিখেছেন, রাজনীতিতে ঘৃণ্য পুরুষত্বের দিকটি ছোট্ট ওই ভিডিও ক্লিপেই ফুটেছে।
জবাবে দেশটির ক্ষমতাসীন দলের এমপি জ্যঁ-রেনে ক্যাজেনিউভ বলেন, একজন প্রেসিডেন্ট ২৩ জন খেলোয়াড়ের সঙ্গে আনন্দ-উচ্ছ্বাসে অংশ নিচ্ছেন, তাঁদের ঐতিহ্যে অংশ নিচ্ছেন, এটা এর বেশি কিছু নয়।
ফরাসি দাতব্য সংস্থা অ্যাসোসিয়েশন অ্যাডিকশনস ফ্রান্সের বার্নার্ড বাসেট গতকাল সোমবার গণমাধ্যমকে বলেন, স্বাস্থ্যগত আচরণের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপনের ক্ষেত্রে প্রেসিডেন্টের দায়দায়িত্ব রয়েছে।
মাদকাসক্তি বিশেষজ্ঞ ও চিকিৎসক উইলিয়াম লোয়েন্সটেইন বলেছেন, ‘এমনটা করা যায়, তবে তা ক্যামেরার সামনে নয়।’
ফ্রান্সের পার্লামেন্টে সোশ্যালিস্ট পার্টির মুখপাত্র আর্থার দেলাপোর্তে বলেছেন, একজন প্রেসিডেন্ট হয়ে কেউ এমনটি করতে পারেন না। দ্রুত মাত্রাতিরিক্ত মদপানের বিরুদ্ধে জনস্বাস্থ্য নীতির ৫০ বছর পরও তা বাস্তবায়িত হয়নি।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র অভিযোগ এনেছে। তিনি দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে ‘বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন’ এবং তিনি সংবিধানের বিরুদ্ধে কাজ করছেন।
১ ঘণ্টা আগে
এমিরেটলিকস নামের এক অনুসন্ধানী প্ল্যাটফর্মের হাতে আসা ফাঁস হওয়া নথিতে দেখা গেছে, গাজায় চলমান যুদ্ধের পুরো সময়জুড়ে ইসরায়েলকে সরাসরি সামরিক, গোয়েন্দা ও লজিস্টিক সহায়তা দিতে লোহিত সাগর এলাকায় নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের প্রস্তাব দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকার। মধ্যপ্রাচ্যকেন্দ্রিক
২ ঘণ্টা আগে
তাঁর গায়ে ছিল লম্বা কালো ওভারকোট। ভিডিওতে দেখা যায়, নিচ থেকে কিছু চিৎকার শোনার পর ট্রাম্প কারখানার মেঝেতে থাকা ওই বিক্ষোভকারীর দিকে আঙুল তুলে তাকান। এরপর তিনি বিরক্ত মুখভঙ্গিতে কয়েকটি কড়া শব্দ বলেন এবং মাঝের আঙুল তুলে দেখান। এ সময় তাঁকে ওই ব্যক্তির উদ্দেশে ‘এফ-বম্ব’ তথা ‘ফাক ইউ’ উচ্চারণ করতে
৩ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর ভিসা নীতি এবং বিদেশি শিক্ষার্থীদের ওপর নানাবিধ বিধিনিষেধ সত্ত্বেও যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে চীনা শিক্ষার্থীদের সংখ্যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য সংখ্যায় বেড়েছে। গত শুক্রবার হার্ভার্ড কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত তথ্যে এই চিত্র উঠে এসেছে। বাণিজ্য
৩ ঘণ্টা আগে