
ইউক্রেনের বাখমুত শহর দখল করার জন্য কয়েক মাস ধরে চেষ্টা করছে রুশ বাহিনী। ইউক্রেনের বাহিনীও শহরটির দখল না ছাড়তে মরিয়া হয়ে লড়াই করছে। এখন শহরটির যুদ্ধ পরিস্থিতি স্থিতিশীল বলে দাবি করেছেন ইউক্রেনের কমান্ডার ইন-চিফ ভ্যালেরি জালুঝনি। তিনি বলেছেন, ‘ইউক্রেনের সেনাদের সাহসী লড়াই রুশ বাহিনীকে থমকে দিয়েছে।’
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, বাখমুতে এ পর্যন্ত ২০ হাজার থেকে ৩০ হাজার রুশ সেনা হতাহত হয়েছে বলে এ মাসের শুরুর দিকে পশ্চিমা দেশগুলোর কর্মকর্তারা বলেছিলেন। তবে মস্কো এখনো শহরটি দখল করার ব্যাপারে আশাবাদী।
বিশ্লেষকেরা বলছেন, বাখমুত শহরের কৌশলগত মূল্য খুব বেশি নেই। তারপরও রুশ বাহিনী শহরটিতে নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায়।
এক ফেসবুক পোস্টে লেফটেন্যান্ট জেনারেল জালুঝনি বলেছেন, ইউক্রেন বাহিনীর প্রবল প্রচেষ্টার কারণে বাখমুতের যুদ্ধ পরিস্থিতি এখন স্থিতিশীল রয়েছে।
বিবিসি বলেছে, যুদ্ধ পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের চিফ অফ ডিফেন্স স্টাফ অ্যাডমিরাল স্যার টনি রাদাকিনের সঙ্গে টেলিফোনে কথা বলার পর জালুঝনি এ পোস্ট করেন।
আজ শনিবার যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বাখমুতে রুশ আক্রমণ অনেকটাই স্থবির হয়ে পড়েছে। তারা সম্ভবত তাদের লক্ষ্যমুখ বাখমুতের দক্ষিণ ও উত্তরের দিকে সরিয়ে নিয়েছে।
এই সপ্তাহের শুরুর দিকে ইউক্রেনের স্থল বাহিনীর কমান্ডার ওলেক্সান্ডার সিরস্কি বলেছিলেন, রাশিয়ার সৈন্যরা বাখমুতের কাছে ক্লান্ত হয়ে পড়েছে। তবে তারা এখনো আশা ছাড়েনি।
সম্প্রতি বাখমুত পরিদর্শনে গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর আগে গত বছরের ডিসেম্বরে তিনি শেষবারের মতো সেখানে গিয়েছিলেন।
এদিকে বাখমুতে নিজেদের খারাপ পরিস্থিতির কথা স্বীকার করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ওয়াগনার গ্রুপ ও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে উত্তেজনার কারণে বাখমুতে রুশ বাহিনী খারাপ পরিস্থিতিতে পড়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর আগে বাখমুতে প্রায় ৭০ হাজার মানুষ বাস করত। এখন সেখানে মাত্র কয়েক হাজার মানুষ রয়েছেন।

ইউক্রেনের বাখমুত শহর দখল করার জন্য কয়েক মাস ধরে চেষ্টা করছে রুশ বাহিনী। ইউক্রেনের বাহিনীও শহরটির দখল না ছাড়তে মরিয়া হয়ে লড়াই করছে। এখন শহরটির যুদ্ধ পরিস্থিতি স্থিতিশীল বলে দাবি করেছেন ইউক্রেনের কমান্ডার ইন-চিফ ভ্যালেরি জালুঝনি। তিনি বলেছেন, ‘ইউক্রেনের সেনাদের সাহসী লড়াই রুশ বাহিনীকে থমকে দিয়েছে।’
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, বাখমুতে এ পর্যন্ত ২০ হাজার থেকে ৩০ হাজার রুশ সেনা হতাহত হয়েছে বলে এ মাসের শুরুর দিকে পশ্চিমা দেশগুলোর কর্মকর্তারা বলেছিলেন। তবে মস্কো এখনো শহরটি দখল করার ব্যাপারে আশাবাদী।
বিশ্লেষকেরা বলছেন, বাখমুত শহরের কৌশলগত মূল্য খুব বেশি নেই। তারপরও রুশ বাহিনী শহরটিতে নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায়।
এক ফেসবুক পোস্টে লেফটেন্যান্ট জেনারেল জালুঝনি বলেছেন, ইউক্রেন বাহিনীর প্রবল প্রচেষ্টার কারণে বাখমুতের যুদ্ধ পরিস্থিতি এখন স্থিতিশীল রয়েছে।
বিবিসি বলেছে, যুদ্ধ পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের চিফ অফ ডিফেন্স স্টাফ অ্যাডমিরাল স্যার টনি রাদাকিনের সঙ্গে টেলিফোনে কথা বলার পর জালুঝনি এ পোস্ট করেন।
আজ শনিবার যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বাখমুতে রুশ আক্রমণ অনেকটাই স্থবির হয়ে পড়েছে। তারা সম্ভবত তাদের লক্ষ্যমুখ বাখমুতের দক্ষিণ ও উত্তরের দিকে সরিয়ে নিয়েছে।
এই সপ্তাহের শুরুর দিকে ইউক্রেনের স্থল বাহিনীর কমান্ডার ওলেক্সান্ডার সিরস্কি বলেছিলেন, রাশিয়ার সৈন্যরা বাখমুতের কাছে ক্লান্ত হয়ে পড়েছে। তবে তারা এখনো আশা ছাড়েনি।
সম্প্রতি বাখমুত পরিদর্শনে গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর আগে গত বছরের ডিসেম্বরে তিনি শেষবারের মতো সেখানে গিয়েছিলেন।
এদিকে বাখমুতে নিজেদের খারাপ পরিস্থিতির কথা স্বীকার করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ওয়াগনার গ্রুপ ও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে উত্তেজনার কারণে বাখমুতে রুশ বাহিনী খারাপ পরিস্থিতিতে পড়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর আগে বাখমুতে প্রায় ৭০ হাজার মানুষ বাস করত। এখন সেখানে মাত্র কয়েক হাজার মানুষ রয়েছেন।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি জানুয়ারি মাসের মধ্যেই ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরিত হতে পারে। আজ সোমবার গুজরাটের আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ এই সম্ভাবনার কথা জানিয়ে...
৬ ঘণ্টা আগে
ইরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত বিক্ষোভকারীদের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে—এমন আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ থাকলেও মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ও ছবি বাইরে আসতে শুরু করেছে।
৭ ঘণ্টা আগে
ইরানের রাজধানী তেহরানের ফরেনসিক ডায়াগনস্টিক অ্যান্ড ল্যাবরেটরি সেন্টারের একটি ভিডিওতে বিপুলসংখ্যক মরদেহ দেখা যাওয়ার দাবি ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। গত কয়েক দিনে সামাজিক মাধ্যমে ওই কেন্দ্র থেকে ধারণ করা অন্তত ছয়টি ভিডিও প্রকাশিত হয়েছে।
৭ ঘণ্টা আগে
জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সোমবার (১২ জানুয়ারি) গাম্বিয়া অভিযোগ করেছে, মিয়ানমার পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং তাদের জীবনকে এক ভয়াবহ দুঃস্বপ্নে রূপ দিয়েছে।
৯ ঘণ্টা আগে