Ajker Patrika

সিটবেল্ট ছাড়া গাড়িতে চড়ে সমালোচনার মুখে ঋষি সুনাক

আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ১৪: ৫৪
সিটবেল্ট ছাড়া গাড়িতে চড়ে সমালোচনার মুখে ঋষি সুনাক

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই সমালোচনার মুখে পড়লেন ঋষি সুনাক। সিটবেল্ট ছাড়া গাড়িতে চড়ে এবং তার ভিডিও ধারণ করে এই সমালোচনায় পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এর জেরে রীতিমতো ক্ষমাও চাইতে হয়েছে তাঁকে।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ঋষি সুনাক নর্থ ইংল্যান্ডে সফরকালে সিটবেল্ট ছাড়া চলন্ত গাড়িতে ভিডিও ধারণ করেন। মূলত ভিডিওর জন্য তিনি নিজের সিটবেল্ট সরান। ভিডিওটি সুনাকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ারের পর সমালোচনার ঝড় ওঠে। এর পরিপ্রেক্ষিতে ক্ষমা চান ব্রিটিশ প্রধানমন্ত্রী। 

সুনাকের মুখপাত্র জানিয়েছেন, অল্প সময়ের জন্য সিটবেল্ট খুলেছিলেন প্রধানমন্ত্রী। এমন ভুলের জন্য তিনি ক্ষমা চেয়েছেন। ওই মুখপাত্র আরও জানান, চলন্ত গাড়িতে সবার সিটবেল্ট বাঁধা উচিত বলে মনে করেন প্রধানমন্ত্রী সুনাক। 

যুক্তরাজ্যের আইন অনুযায়ী, গাড়ি চলাকালীন সিটবেল্ট না পরা অপরাধ। এ ক্ষেত্রে তাৎক্ষণিক ১০০ পাউন্ড জরিমানা হতে পারে। আর মামলা আদালত পর্যন্ত গড়ালে জরিমানা হতে পারে ৫০০ পাউন্ড পর্যন্ত। 

এদিকে সুনাকের সিটবেল্ট না পরার ঘটনায় জোর সমালোচনা করেছেন বিরোধী লেবার পার্টির নেতারা। দলটির মুখপাত্র বলেন, কীভাবে সিটবেল্ট বাঁধতে হয়, ডেবিট কার্ড, ট্রেন পরিষেবা ব্যবহার করতে হয়, কীভাবে অর্থনীতি ও দেশ পরিচালনা করতে হয়, তা সুনাক জানেন না। এই তালিকা প্রতিদিনই বাড়ছে বলেও কটাক্ষ করা হয় বিরোধীদের পক্ষ থেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

আজকের রাশিফল: ইগোটা আলমারিতে রাখুন, তেল দিতে গেলে পিছলে পড়বেন

মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বৈঠক, সরকারের আলোচনায় সমর্থন তারেক রহমানের

প্রশ্নটা কেন তামিমকে করেন না, মিঠুনের জিজ্ঞাসা

শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত