
এক রাতেই রাশিয়ার ২৭টি ড্রোন ও একটি ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে কিয়েভের বিমানবাহিনী এ হামলা চালায় বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়।
ওডেসা, খারকিভ, ক্রিভি রিহ এবং লভিভে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আর খমেলনিৎস্কিতে বিমানবিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় বলে প্রতিবেদনে জানানো হয়।
ম্যাসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, ‘ক্রিমিয়া থেকে মধ্য ইউক্রেনের শহর ক্রাইভি রিহের দিকে ৩০টি ইউএভি (আনম্যানড এরিয়াল ভেহিকেল) এবং একটি ইস্কান্দার এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল শত্রুপক্ষ। যুদ্ধে বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা দক্ষিণ, মধ্য এবং পশ্চিম অঞ্চলে ট্র্যাকিং রুট ব্যবহার করে ইরানের তৈরি ২৭টি শাহেদ ড্রোন ইউক্রেনের দক্ষিণ, মধ্য ও পশ্চিমাঞ্চলে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া, পূর্বদিকে একটি পর্যবেক্ষণকারী ড্রোনকেও ধ্বংস করা হয়েছে।’
ইউক্রেনীয় সেনাবাহিনীর মেজর আন্দ্রেই সাদোভি জানান, লভিভকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল ১৮টি শাহেদ ড্রোন। তার মধ্যে ১৫টি ড্রোনকেই নিষ্ক্রিয় করেছে কিয়েভের বিমানবাহিনী।
আরও হামলার কথা বলে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছেন যে, রাশিয়ার সামরিক ঘাঁটিতে ৯টি বিমান হামলা চালিয়েছে ইউক্রেনের বিমানবাহিনী। তিনি ফেসবুকে লিখেছেন, ‘শত্রু সেনা ও তাদের দুটি সামরিক ঘাঁটিতে আঘাত করেছে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র। এ ছাড়া রাশিয়ার ৩টি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ১৯টি আর্টিলারি সিস্টেম ও একটি কমান্ড পোস্টে আঘাত করা হয়েছে।’
ইউক্রেনের জেনারেল স্টাফ আরও জানান, রুশ বাহিনী গত কয়েক দিনে ২২টি ক্ষেপণাস্ত্র, ৫৭টি বিমান হামলার পাশাপাশি ইউক্রেনীয় সেনাদের অবস্থান এবং বিভিন্ন বসতি লক্ষ্য করে ৫৫টি এমএলআরএস (মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম) নিক্ষেপ করেছে।

এক রাতেই রাশিয়ার ২৭টি ড্রোন ও একটি ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে কিয়েভের বিমানবাহিনী এ হামলা চালায় বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়।
ওডেসা, খারকিভ, ক্রিভি রিহ এবং লভিভে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আর খমেলনিৎস্কিতে বিমানবিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় বলে প্রতিবেদনে জানানো হয়।
ম্যাসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, ‘ক্রিমিয়া থেকে মধ্য ইউক্রেনের শহর ক্রাইভি রিহের দিকে ৩০টি ইউএভি (আনম্যানড এরিয়াল ভেহিকেল) এবং একটি ইস্কান্দার এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল শত্রুপক্ষ। যুদ্ধে বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা দক্ষিণ, মধ্য এবং পশ্চিম অঞ্চলে ট্র্যাকিং রুট ব্যবহার করে ইরানের তৈরি ২৭টি শাহেদ ড্রোন ইউক্রেনের দক্ষিণ, মধ্য ও পশ্চিমাঞ্চলে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া, পূর্বদিকে একটি পর্যবেক্ষণকারী ড্রোনকেও ধ্বংস করা হয়েছে।’
ইউক্রেনীয় সেনাবাহিনীর মেজর আন্দ্রেই সাদোভি জানান, লভিভকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল ১৮টি শাহেদ ড্রোন। তার মধ্যে ১৫টি ড্রোনকেই নিষ্ক্রিয় করেছে কিয়েভের বিমানবাহিনী।
আরও হামলার কথা বলে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছেন যে, রাশিয়ার সামরিক ঘাঁটিতে ৯টি বিমান হামলা চালিয়েছে ইউক্রেনের বিমানবাহিনী। তিনি ফেসবুকে লিখেছেন, ‘শত্রু সেনা ও তাদের দুটি সামরিক ঘাঁটিতে আঘাত করেছে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র। এ ছাড়া রাশিয়ার ৩টি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ১৯টি আর্টিলারি সিস্টেম ও একটি কমান্ড পোস্টে আঘাত করা হয়েছে।’
ইউক্রেনের জেনারেল স্টাফ আরও জানান, রুশ বাহিনী গত কয়েক দিনে ২২টি ক্ষেপণাস্ত্র, ৫৭টি বিমান হামলার পাশাপাশি ইউক্রেনীয় সেনাদের অবস্থান এবং বিভিন্ন বসতি লক্ষ্য করে ৫৫টি এমএলআরএস (মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম) নিক্ষেপ করেছে।

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো শিগগির দেশে ফেরার ঘোষণা দিয়েছেন এবং যুক্তরাষ্ট্র-সমর্থিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের কর্তৃত্ব প্রত্যাখ্যান করেছেন। নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে জোরপূর্বক সরিয়ে নেওয়ার পর রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যে দেওয়া
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান চাপ ও শুল্ক হুমকির মধ্যেও রাশিয়ার অপরিশোধিত তেল আমদানিতে ভারত এখনো শক্ত অবস্থানে। সাম্প্রতিক ছয় মাসে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি উল্লেখযোগ্যভাবে কমে গেলেও মোট আমদানির প্রায় এক-চতুর্থাংশ এখনো রুশ তেল থেকেই আসছে।
৭ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের পর লাতিন আমেরিকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্য চ্যালেঞ্জ জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। এক কড়া বক্তব্যে তিনি বলেছেন, ‘এসে ধরুন আমাকে। আমি এখানেই আপনাদের জন্য
৮ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে ‘ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোর মতো অপহরণ করতে পারেন কি না’—এমন মন্তব্য করে তীব্র বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছেন ভারতের কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চবন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই মন্তব্যকে অনেকেই ‘অবাস্তব’, ‘হাস্যকর’ ও ‘দেশের জন্য অপমানজনক’ বলে
১০ ঘণ্টা আগে