
রাশিয়া ইউক্রেনে তাদের দাবিকৃত ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করেছিল ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি। তারপর পেরিয়েছে প্রায় ২ বছর ৯ মাস বা পৌনে ২ বছর। এই সময়ের মধ্যে ইউক্রেনে রুশ হামলায় ১০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) বরাত দিয়ে গতকাল মঙ্গলবার জাতিসংঘের ইউরোপ, মধ্য এশিয়া ও আমেরিকা বিষয়ক আন্ডার সেক্রেটারি মিরোস্লাভ জেঙ্কা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, এই পৌনে ২ বছরে ইউক্রেনে ১০ হাজারের বেশি মানুষ নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছে আরও প্রায় ১৮ হাজার ৫ শতাধিক ব্যক্তি।
গতকাল মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেনে শান্তি ও নিরাপত্তা রক্ষার বিষয়ে আহুত এক বৈঠকে মিরোস্লাভ জেঙ্কা হতাহতের সংখ্যা উল্লেখ করার পাশাপাশি জানান, হতাহতদের মধ্যে বিপুল পরিমাণে শিশু রয়েছে। তিনি আরও বলেন, ‘এই যুদ্ধে নিহতের বাস্তবিক সংখ্যা হয়তো আরও বেশি এবং দুঃখের বিষয় হলো—এই সহিংসতা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।’
যুদ্ধ থামার বদলে বেসামরিক নাগরিকদের ওপর হামলার পরিমাণ আরও বাড়ছে উল্লেখ করে জেঙ্কা বলেন, ‘পক্ষান্তরে আমরা এই লক্ষণ দেখতে পাচ্ছি যে, আসন্ন শীতের সময়ে বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামোর ওপর হামলার পরিমাণ ও বাড়তে পারে।’ এ সময় জেঙ্কা সতর্ক করে দিয়ে বলেন, এমনটা হলে ইউক্রেনীয়দের ওপর ভয়াবহ পরিস্থিতি নেমে আসবে।
বৈঠকে রাশিয়ার দখল করা ইউক্রেনীয় অঞ্চলের কিছুদিন আগে হয়ে যাওয়া নির্বাচন প্রসঙ্গে জেঙ্কা বলেন, ‘ইউক্রেনের যেসব অঞ্চল বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে সেখানে আমরা আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের বিষয়ে উদ্বিগ্ন।’ তিনি আরও বলেন, ‘এসব অঞ্চলে বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর পরিবর্তন বা নতুন প্রতিষ্ঠান আরোপ এবং পরিচয় বদলের যে প্রচেষ্টা তার সুদূরপ্রসারী প্রভাব রয়েছে এবং এটি যেকোনো দিক থেকেই অগ্রহণযোগ্য।’
এ সময় জেঙ্কা আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর ইউক্রেনের ওপর নিবদ্ধ করে একটি স্থিতিশীল সমাধানের মাধ্যমে যুদ্ধ শেষ করে ইউক্রেনের জনগণের কষ্ট লাঘবের প্রতি আহ্বান জানান।

রাশিয়া ইউক্রেনে তাদের দাবিকৃত ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করেছিল ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি। তারপর পেরিয়েছে প্রায় ২ বছর ৯ মাস বা পৌনে ২ বছর। এই সময়ের মধ্যে ইউক্রেনে রুশ হামলায় ১০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) বরাত দিয়ে গতকাল মঙ্গলবার জাতিসংঘের ইউরোপ, মধ্য এশিয়া ও আমেরিকা বিষয়ক আন্ডার সেক্রেটারি মিরোস্লাভ জেঙ্কা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, এই পৌনে ২ বছরে ইউক্রেনে ১০ হাজারের বেশি মানুষ নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছে আরও প্রায় ১৮ হাজার ৫ শতাধিক ব্যক্তি।
গতকাল মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেনে শান্তি ও নিরাপত্তা রক্ষার বিষয়ে আহুত এক বৈঠকে মিরোস্লাভ জেঙ্কা হতাহতের সংখ্যা উল্লেখ করার পাশাপাশি জানান, হতাহতদের মধ্যে বিপুল পরিমাণে শিশু রয়েছে। তিনি আরও বলেন, ‘এই যুদ্ধে নিহতের বাস্তবিক সংখ্যা হয়তো আরও বেশি এবং দুঃখের বিষয় হলো—এই সহিংসতা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।’
যুদ্ধ থামার বদলে বেসামরিক নাগরিকদের ওপর হামলার পরিমাণ আরও বাড়ছে উল্লেখ করে জেঙ্কা বলেন, ‘পক্ষান্তরে আমরা এই লক্ষণ দেখতে পাচ্ছি যে, আসন্ন শীতের সময়ে বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামোর ওপর হামলার পরিমাণ ও বাড়তে পারে।’ এ সময় জেঙ্কা সতর্ক করে দিয়ে বলেন, এমনটা হলে ইউক্রেনীয়দের ওপর ভয়াবহ পরিস্থিতি নেমে আসবে।
বৈঠকে রাশিয়ার দখল করা ইউক্রেনীয় অঞ্চলের কিছুদিন আগে হয়ে যাওয়া নির্বাচন প্রসঙ্গে জেঙ্কা বলেন, ‘ইউক্রেনের যেসব অঞ্চল বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে সেখানে আমরা আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের বিষয়ে উদ্বিগ্ন।’ তিনি আরও বলেন, ‘এসব অঞ্চলে বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর পরিবর্তন বা নতুন প্রতিষ্ঠান আরোপ এবং পরিচয় বদলের যে প্রচেষ্টা তার সুদূরপ্রসারী প্রভাব রয়েছে এবং এটি যেকোনো দিক থেকেই অগ্রহণযোগ্য।’
এ সময় জেঙ্কা আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর ইউক্রেনের ওপর নিবদ্ধ করে একটি স্থিতিশীল সমাধানের মাধ্যমে যুদ্ধ শেষ করে ইউক্রেনের জনগণের কষ্ট লাঘবের প্রতি আহ্বান জানান।

মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট ন্যাটোর একাধিক পরামর্শমূলক গ্রুপে অংশগ্রহণ কমানোর পরিকল্পনা করছে। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক কর্মকর্তার মতে, ইউরোপে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ধীরে ধীরে কমিয়ে আনার যে উদ্যোগ ট্রাম্প প্রশাসন নিয়েছে, এটি তারই সর্বশেষ ইঙ্গিত।
৯ মিনিট আগে
এক প্রতিবেদনে দ্য কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, নির্বাচন কমিশন আগামী ৫ মার্চের নির্বাচনের জন্য ২০ জানুয়ারিকে প্রার্থী নিবন্ধনের শেষ সময়সীমা নির্ধারণ করেছে। প্রচলিত আইন অনুযায়ী, কোনো নির্বাচিত প্রতিনিধি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে তাঁকে অবশ্যই আগে পদত্যাগ করতে হবে।
১২ মিনিট আগে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় নেতানিয়াহুর দপ্তর জানায়, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে...
১ ঘণ্টা আগে
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আগামী সপ্তাহের চীন সফর করবেন। এই সময়ে ব্রিটেন ও চীন ব্যবসায়িক সংলাপে এক ‘সোনালি যুগ’ পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়েছে। এ উদ্যোগ সম্পর্কে অবগত তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছে। উভয় দেশের শীর্ষ নির্বাহীরা এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
২ ঘণ্টা আগে