
তুরস্কে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পের ৬২ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচে থেকে জীবিত অবস্থায় দুই নারীকে উদ্ধার করা হয়েছে। দেশটির গাজিয়ানটেপ প্রদেশ থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার তাঁদের উদ্ধার করা হয়েছে বলে গাজিয়ানটেপ গভর্নরের কার্যালয় জানিয়েছে।
মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধার করা দুই নারীর নাম ফাতমা দেমির ও তাঁর বোন মার্ভে। ২৫ বছর বয়সী ফাতমা উদ্ধারকারীদের বলেছেন, ভূমিকম্পের সময় তাঁর আরেক আত্মীয় হুসরা তাঁদের পাশে ছিলেন। কিন্তু এখন তাঁর খবর তিনি জানেন না।
ভূমিকম্পের ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা করে ফাতমা বলেন, ‘ভূমিকম্পের সময়ে প্রচণ্ড ঝাঁকুনিতে আমি মেঝেতে পড়ে গিয়েছিলাম। তখন হঠাৎ কংক্রিটের একটি স্ল্যাব আমার ওপরে এসে পড়ে। আমি বেশ কয়েকবার হুসরাকে স্পর্শ করার চেষ্টা করেছিলাম। কিন্তু তার কাছে যেতে পারিনি। তাকে আর খুঁজেও পাইনি।’
তুরস্কের উদ্ধারকারী দল এখনো দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর গাজিয়ানটেপে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। সেখানে ধসে পড়া ভবনগুলোর নিচে অনেক মানুষ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে সিএনএন অপর এক প্রতিবেদনে জানিয়েছে, তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৫ হাজার ৩৮৩তে গিয়ে দাঁড়িয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত তুরস্কে ১২ হাজার ৩৯১ জন এবং সিরিয়ায় ২ হাজার ৯৯২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার তৎপরতা এখনো চলছে। ধ্বংসস্তূপের মধ্যে আরও বহু মানুষ চাপা পড়ে আছে বলে উদ্ধারকারীদের ধারণা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমান করেছে, উভয় দেশে ভূমিকম্পের কারণে ২ কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে।
ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তুরস্কের হাতেয় প্রদেশ। গতকাল বুধবার সেই অঞ্চল পরিদর্শনে যান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ধীরগতির উদ্ধার অভিযান সম্পর্কে প্রশ্ন করা হলে এরদোয়ান জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। আর এত বড় দুর্যোগ সামাল দেওয়ার মতো প্রস্তুতি নেওয়া অসম্ভব। তবু সবাইকে উদ্ধার করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
এর আগে হাতায়ে বিধ্বংসী ভূমিকম্পের ৩৩ ঘণ্টা পর ভবনের ধ্বংসস্তূপ থেকে চার বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। উদ্ধারকারীরা ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে গতকাল বুধবার ওই কন্যাশিশুকে উদ্ধার করেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, ভূমিকম্পটি স্থানীয় সময় গত সোমবার ভোর ৪টা ১৭ মিনিটের দিকে তুরস্কের গাজিয়ানটেপ শহরের কাছে ১৭ দশমিক ৯ কিলোমিটার গভীরতায় অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি থেকে ২৩ কিলোমিটার পূর্ব দিকে ছিল। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। ভূমিকম্পটি যখন হয়, তখন বেশির ভাগ মানুষ ঘুমাচ্ছিল। শক্তিশালী এই ভূমিকম্পের কয়েক ঘণ্টা পরই আরেকটি বড় ধরনের ভূমিকম্প হয়। পরের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তুরস্কের কাহরামানমারাস প্রদেশের এলবিস্তান এলাকায়। ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৫।

তুরস্কে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পের ৬২ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচে থেকে জীবিত অবস্থায় দুই নারীকে উদ্ধার করা হয়েছে। দেশটির গাজিয়ানটেপ প্রদেশ থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার তাঁদের উদ্ধার করা হয়েছে বলে গাজিয়ানটেপ গভর্নরের কার্যালয় জানিয়েছে।
মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধার করা দুই নারীর নাম ফাতমা দেমির ও তাঁর বোন মার্ভে। ২৫ বছর বয়সী ফাতমা উদ্ধারকারীদের বলেছেন, ভূমিকম্পের সময় তাঁর আরেক আত্মীয় হুসরা তাঁদের পাশে ছিলেন। কিন্তু এখন তাঁর খবর তিনি জানেন না।
ভূমিকম্পের ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা করে ফাতমা বলেন, ‘ভূমিকম্পের সময়ে প্রচণ্ড ঝাঁকুনিতে আমি মেঝেতে পড়ে গিয়েছিলাম। তখন হঠাৎ কংক্রিটের একটি স্ল্যাব আমার ওপরে এসে পড়ে। আমি বেশ কয়েকবার হুসরাকে স্পর্শ করার চেষ্টা করেছিলাম। কিন্তু তার কাছে যেতে পারিনি। তাকে আর খুঁজেও পাইনি।’
তুরস্কের উদ্ধারকারী দল এখনো দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর গাজিয়ানটেপে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। সেখানে ধসে পড়া ভবনগুলোর নিচে অনেক মানুষ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে সিএনএন অপর এক প্রতিবেদনে জানিয়েছে, তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৫ হাজার ৩৮৩তে গিয়ে দাঁড়িয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত তুরস্কে ১২ হাজার ৩৯১ জন এবং সিরিয়ায় ২ হাজার ৯৯২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার তৎপরতা এখনো চলছে। ধ্বংসস্তূপের মধ্যে আরও বহু মানুষ চাপা পড়ে আছে বলে উদ্ধারকারীদের ধারণা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমান করেছে, উভয় দেশে ভূমিকম্পের কারণে ২ কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে।
ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তুরস্কের হাতেয় প্রদেশ। গতকাল বুধবার সেই অঞ্চল পরিদর্শনে যান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ধীরগতির উদ্ধার অভিযান সম্পর্কে প্রশ্ন করা হলে এরদোয়ান জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। আর এত বড় দুর্যোগ সামাল দেওয়ার মতো প্রস্তুতি নেওয়া অসম্ভব। তবু সবাইকে উদ্ধার করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
এর আগে হাতায়ে বিধ্বংসী ভূমিকম্পের ৩৩ ঘণ্টা পর ভবনের ধ্বংসস্তূপ থেকে চার বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। উদ্ধারকারীরা ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে গতকাল বুধবার ওই কন্যাশিশুকে উদ্ধার করেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, ভূমিকম্পটি স্থানীয় সময় গত সোমবার ভোর ৪টা ১৭ মিনিটের দিকে তুরস্কের গাজিয়ানটেপ শহরের কাছে ১৭ দশমিক ৯ কিলোমিটার গভীরতায় অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি থেকে ২৩ কিলোমিটার পূর্ব দিকে ছিল। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। ভূমিকম্পটি যখন হয়, তখন বেশির ভাগ মানুষ ঘুমাচ্ছিল। শক্তিশালী এই ভূমিকম্পের কয়েক ঘণ্টা পরই আরেকটি বড় ধরনের ভূমিকম্প হয়। পরের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তুরস্কের কাহরামানমারাস প্রদেশের এলবিস্তান এলাকায়। ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৫।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর জাতীয় নিরাপত্তা দলকে জানিয়েছেন, ইরানে যদি যুক্তরাষ্ট্র কোনো সামরিক পদক্ষেপ নেয়, তাহলে সেটি যেন খুব দ্রুত এবং চূড়ান্ত আঘাত হয়। তিনি সপ্তাহ বা মাসের পর মাস ধরে চলতে থাকা কোনো যুদ্ধ চান না। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এক মার্কিন কর্মকর্তা, আলোচনার...
৪০ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ ঘোষণা দিয়েছেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের চালানো যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রণীত পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া...
২ ঘণ্টা আগে
সশস্ত্র কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো ইরাক থেকে সীমান্ত পেরিয়ে ইরানে প্রবেশের চেষ্টা করেছে। রয়টার্সকে এমনটি জানিয়েছে সংশ্লিষ্ট তিনটি সূত্র। ইরানে সরকারবিরোধী বিক্ষোভের ওপর কয়েক দিনের কঠোর দমনপীড়নের পর সৃষ্ট অস্থিরতার সুযোগ নেওয়ার জন্য দেশটিতে বিদেশি শক্তিগুলোর সম্ভাব্য অস্থিরতা...
৩ ঘণ্টা আগে
আর্কটিক মহাদেশের উত্তরের বৃহৎ দ্বীপগুলোর মধ্যে গ্রিনল্যান্ড শুধু ভৌগোলিক দিক থেকে নয়, কৌশলগত এবং জিওপলিটিক মাত্রায়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর অবস্থান, আঞ্চলিক নিরাপত্তাকাঠামোতে বাফার ভূমিকা, উত্তরের সমুদ্রপথে প্রভাব এবং সম্ভাব্য প্রাকৃতিক সম্পদ—সব মিলিয়ে এটি এখন আন্তর্জাতিক শক্তি...
৩ ঘণ্টা আগে